গৌতম গম্ভীরকে ISIS-এর নামে খুনের হুমকির জের, গুজরাতে আটক এক সন্দেহজনক ইঞ্জিনিয়ারিং ছাত্র !! 1

ভারতীয় ক্রিকেটাররা দেশকে সম্মান এনে দেওয়ার জন্য নিজেদের সেরাটা উজাড় করে দেন। প্রতিটি তরুণ ক্রিকেটার দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে থাকেন। ফলে কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পর কমবেশি প্রতিটি ভারতীয় তারকা ক্রিকেটার নিজেদের আবেগ প্রকাশ করেছেন। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কড়া বার্তা দিয়েছিলেন। এরপরেই তিনি খুনের হুমকি পান। যা নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছিল। এবার গৌতম গম্ভীরকে খুনের হুমকি দেওয়া ব্যক্তিকে গ্ৰেফতার করলো দিল্লি পুলিশ।

Read More: “মিথ্যা অপবাদ দিচ্ছে ভারত…” পহলগাঁও নাশকতার দায় এড়াতে মরিয়া পাক প্রাক্তনী শাহিদ আফ্রিদি !!

গ্ৰেফতার গম্ভীরকে হুমকি দেওয়া ব্যক্তি-

গৌতম গম্ভীরকে ISIS-এর নামে খুনের হুমকির জের, গুজরাতে আটক এক সন্দেহজনক ইঞ্জিনিয়ারিং ছাত্র !! 2
Gautam Gambhir | Image: Getty Images

গত ২২ এপ্রিল পেহেলগামে এক জঙ্গি সংগঠন নিরীহ পর্যটকদের ওপর নির্মমভাবে গুলি চালায়। এর ফলে ২৬ জন ভারতীয়ের মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন মহল থেকে বার্তা সামনে আসে। একাধিক তারকা ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) লিখেছিলেন, “নিহতদের পরিবারের জন্য আমি সমবেদনা জানাচ্ছি। এই ঘটনার পিছনে যারা দায়ী তাদের মূল্য দিতে হবে। ভারত প্রত্যাঘাত করবে।” এরপরেই ISIS-এর নাম করে একটি হুমকি মেল পান এই কিংবদন্তি ক্রিকেটার। এই মেলের মাধ্যমে তাকে হত্যা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এই বিষয়ে গম্ভীর দিল্লি পুলিশে অফিশিয়ালি অভিযোগ দায়ের করেন। এরপরেই দিল্লি পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। এই হুমকি বার্তা পাঠানোর জন্য জিগনেশ সিং পারমার নামে একজনকে শনিবার গ্রেফতার করেছে তারা।

কে এই জিগনেশ সিং পারমার?

গৌতম গম্ভীরকে ISIS-এর নামে খুনের হুমকির জের, গুজরাতে আটক এক সন্দেহজনক ইঞ্জিনিয়ারিং ছাত্র !! 3
Gautam Gambhir | Image: Getty Images

সূত্র অনুযায়ী ২১ বছর বয়সী জিগনেশ সিং পারমার গুজরাটের বাসিন্দা। তিনি একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। এই ব্যক্তির পরিবার থেকে জানানো হয়েছে যে জিগনেশ মানসিক সমস্যায় ভুগছেন ফলে এই রকম ঘটনা ঘটিয়েছেন। দিল্লি কেন্দ্রীয় পুলিশ বাহিনী জিগনেশকে আটক করে ইতিমধ্যেই সমস্ত রকমের জিজ্ঞাসাবাদ শুরু করছে। তার সঙ্গে জঙ্গিদের যোগাযোগ আছে কি না সেইদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অন্যদিকে বর্তমানে আইপিএল চলার কারণে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ওপর জাতীয় দলের দায়িত্বের চাপ অনেকটাই কম। এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর জুন মাসে ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে। এই টেস্ট সিরিজ নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছেন গম্ভীর।

Read Also: ”চেন্নাইয়ের হারের জন্য দায়ী..”, সমালোচনার মধ্যে ধোনি পাশে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন সুরেশ রায়না !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *