কয়েকদিন আগেই আইপিএল ২০২৫-এর নিলামের পরিসমাপ্তি ঘটেছে। ফ্রাঞ্চাইজি গুলি কোটি কোটি টাকা ব্যয় করে তাদের স্কোয়াড গঠন করেছে। এবারের আইপিএলে অন্যতম চমক হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) দল। ফ্রাঞ্চাইজি দল গঠন করলেও দলে কোনো অভিজ্ঞ ক্যাপ্টেনের অভাব রয়েছে। এই পরিস্থিতিতে কে নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন হবেন তা নিয়ে বেশ চর্চা রয়েছে। সব কিছুর মধ্যে শিরোনামে উঠে আসলো নাইট রাইডার্স দলের এক তারকার নাম। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে প্রাক্তন KKR তারকার নামে।
প্রাক্তন KKR- খেলোয়াড়ের নামে জারি হলো গ্রেফতারি পরোয়ানা
জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন সাথে কেকেআর জার্সিতে দীর্ঘদিন আইপিএলের মঞ্চ মাতিয়েছেন এই তারকা ক্রিকেটার। ২০১৪ সালের আইপিএলে তিনি অরেঞ্জ ক্যাপ জেতার সাথে সাথে শিরোপা জয়ী দলেরও অঙ্গ হয়ে ওঠেন। তিনি হলেন রবিন উথাপ্পা (Robin Uthappa)। এবার উথাপ্পার বিরুদ্ধেই ব্যাঙ্গালুরু পুলিশকে গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানানো হয়েছে। EPFO-র তরফে বেঙ্গালুরু পুলিশকে লেখা এক চিঠিতে উথাপ্পার গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানানো হয়েছে। জানা গিয়েছে, আঞ্চলিক পিএফ কমিশনার পুরম গোপালা রেড্ডির তরফে বেঙ্গালুরুর পুলিকেশি নগর পুলিশ স্টেশনের কাছে রবিন উথাপ্পার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য সহায়তা চেয়ে চিঠি লেখা হয়েছে।
Read More: মুম্বই ও টিম ইন্ডিয়াকে বিদায় জানালেন পৃথ্বী শ, এই দেশের হয়ে খেলবেন বিশ্বকাপ !!
প্রসঙ্গত, তারকা ক্রিকেটার রবিন উথাপ্পা (Robin Uthappa) বহুদিন ধরে সেঞ্চুরিজ লাইফস্টাইল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের সাথে যুক্ত। ইন্দিরা নগরে অবস্থিত এই কোম্পানিতে কর্মরত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটলেও সেই টাকা নাকি তাদের অ্যাকাউন্টে জমা পরেনি। এমনাকি, প্রভিডেন্ট ফান্ড ও এমপি অ্যাক্ট, ১৯৫২-র অন্তর্গত ৭এ, ১৪বি এবং ৭কিউ ধারায় প্রায় ২৩.৩৬ লক্ষ টাকা এখনও বকেয়া রয়েছে কোম্পানির।
উথাপ্পার নামে উঠলো বড় অভিযোগ
যেহেতু উথাপ্পাই এই কোম্পানির ডিরেক্টর, তাই বকেয়া টাকা তাঁকেই মেটাতে হবে। তবে সেই টাকা মেটাতে ব্যার্থ হয়েছেন রবিন, তাই তাকে গ্রেফতার করতে পুলিশ বাড়িতে হাজির হয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, “৪ঠা ডিসেম্বর কার্যকর করা পরোয়ানাটি ফেরত দেওয়া হয়েছে কারণ মিঃ উথাপ্পা পুলকেশীনগরের বাসভবনে তখন ছিলেন না।” তবে উথাপ্পা ও তার পরিবার এখন দুবাইতে থাকেন বলে সবার জানা। জানা গিয়েছে, উথাপ্পাকে আধিকারিকরা ২৭ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে এই বকেয়া টাকা পরিশোধের জন্য। সেটি না হলে তাঁকে পাকড়াও করবে পুলিশ।
অন্যদিকে, রবিন উথাপ্পার কথা বলতে গেলে, জাতীয় দলের হয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন তিনি। ওডিআই ফরম্যাটে ৪৬ ম্যাচে তার সংগ্রহ ৯৩৪ রান এবং ১২ টি টি-টোয়েন্টি ম্যাচে ২৪৯ রান বানিয়েছেন। পাশাপশি, ২০৫টি আইপিএল ম্যাচে তিনি ২৭.৫১ গড়ে ও ১৩০.৩৫ স্ট্রাইক রেটে ৪৯৫২ রান বানিয়েছেন।