আর ১০ দিনও বাঁকি নেই আইপিএল নিলামের (IPL 2025), আসন্ন মেগা আইপিএলের আগে ১০টি ফ্রাঞ্চাইজিকে নিজের জাত চেনালেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। পোভোরিমে গোয়া ক্রিকেট সংস্থার অ্যাকাডেমির মাঠে রঞ্জি ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল গোয়া এবং অরুণাচল প্রদেশ। বুধবার সেই ম্যাচেই আলোড়ন সৃষ্টি করলেন সচিন পুত্র, বিপক্ষ দলের ব্যাটসম্যানদের তছনছ করলেন নিমেষের মধ্যেই।
নিলামের আগেই ঝড় তুললেন অর্জুন
২০২২ সালে রাজস্থানের বিরুদ্ধে গোয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল অর্জুনের। ব্যাট হাতে অভিষেক ম্যাচে কামাল করেছিলেন অর্জুন, তবে আজ বল হাতেও নিজের কেরামতি দেখালেন তারকা অলরাউন্ডার। অর্জুনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮৪ রানে গুটিয়ে গেল অরুণাচল প্রদেশ। গোয়ার হয়ে খেলতে থাকা তারকা অলরাউন্ডার রঞ্জি ট্রফির এই ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন। তাঁর দাপুটে বোলিংয়ের সুবাদে মাত্র ৮৪ রানেই শেষ হয় অরুণাচলের প্রথম ইনিংস। ১৮৩ বলের মধ্যেই সব উইকেট হারিয়ে ফেলে অরুণাচল। ক্যারিয়ারের ১৭তম রঞ্জি ম্যাচে কীর্তিমান রচনা করলেন অর্জুন। আইপিএলে দীর্ঘ সময় ধরে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অংশ ছিলেন অর্জুন, গত মৌসুমে ১টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
Read More: IPL 2025: কপাল খুলছে ঘরের ছেলে রিঙ্কু সিংয়ের, আগামী আইপিএলে KKRকে দেবেন নেতৃত্ব !!
নিলামের আগে ফর্মে ফিরলেন অর্জুন
তবে আজকের পারফরমেন্সের পর তিনি আসন্ন আইপিএল নিলামে (IPL 2025) বেশ দাম পাবেন বলেই আশা করছেন ভক্তরা। ১৭তম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে প্রথম বারের জন্য ৫ উইকেট তুলে নিলেন অর্জুন। অরুণাচলের প্রথম পাঁচ ব্যাটারই হলেন তাঁর শিকার। বাঁহাতি জোরে বোলারের দাপটে ৩৬ রানের মাথায় অর্ধেক দল প্যাভিলিয়নে ফেরেন। দুই ওপেনার নীলম ওবি সর্বোচ্চ ২২ রান ও নাবাম হাচাং খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। চিন্ময় প্যাটেল ৩ রান বানান, চারে নাম জয় ভাবসারও খাতা খুলতে ব্যার্থ হন এবং এবং পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামা মোজি এটা ১ রান বানাতেই সক্ষম হন। অর্জুন ৯ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন। অর্জুনের এই পারফরমেন্সের পর আসন্ন আইপিএল (IPL 2025) নিলামের মঞ্চে চর্চায় থাকবেন তিনি।