ind vs eng

প্রায় আড়াই দশক ক্রিকেটবিশ্বে আধিপত্য দেখিয়েছেন শচীন তেন্ডুলকর। পেয়েছেন ক্রিকেটের ঈশ্বর তকমা। পিতার পদাঙ্ক অনুসরণ করে পুত্র অর্জুন’ও (Arjun Tendulkar) পা রেখেছিলেন বাইশ গজের দুনিয়ায়। শচীনের (Sachin Tendulkar) উত্থান যেমন রকেটের গতিতে হয়েছিলো, মাত্র ১৬ বছর বয়সে দুর্ধর্ষ পাক বোলিং-এর মুখোমুখি হয়েছিলেন টেস্ট ক্রিকেটে, সেই একই পথে এগোয় নি পুত্র অর্জুনের ক্রিকেট কেরিয়ার। বরং বেশ মন্থর গতিতেই এগোচ্ছে তা। বর্তমানে ২৪ বছর বয়স অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)। এখনও জাতীয় দলের ধারেকাছেও নেই তিনি। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে যথেষ্ট সুযোগ না পাওয়ায় পাড়ি দিয়েছেন গোয়াতে। সেখানেও বিশেষ সুবিধা করতে পারছেন না শচীন তেন্ডুলকরের পুত্র। এখনও অবধি মাত্র ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। আইপিএলেও অধিকাংশ সময় অর্জুন কাটিয়েছেন রিজার্ভ বেঞ্চে। বাধ্য হয়েই ক্রিকেট’কে বিদায় জানানোর পথ বেছে নিতে হচ্ছে তাঁকে।

Read More: “নিজেকে প্রমাণ দেওয়ার কিছুই…” মালিকের সঙ্গে বিচ্ছেদের পর শেষমেশ মুখ খুললেন সানিয়া মির্জা, দিলেন এই বার্তা !!

পিতার কাছাকাছি পৌঁছতে পারেন নি অর্জুন-

Rohit Sharma and Arjun Tendulkar | Image: Getty Images
Rohit Sharma and Arjun Tendulkar | Image: Getty Images

১৯৮৯ সালে ভারতের জার্সিতে প্রথম মাঠে নেমেছিলেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। অবসর নেন ২০১৩ সালে। মাঝের ২৪ বছর দেশের হয়ে নিরন্তর পারফর্ম করে গিয়েছেন তিনি। টেস্ট ও একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। প্রায় ৩৫০০০ রানের পাশাপাশি করেছেন ১০০ আন্তর্জাতিক শতরান। তাঁর পুত্র অর্জুনের থেকে তাই প্রত্যাশা খানিকটা বেশীই ছিলো সকলের। সেই মাপকাঠিতে এখনও অবধি উত্তীর্ণ হতে পারেন নি অর্জুন (Arjun Tendulkar)। মুম্বই থেকে গোয়া পাড়ি দিয়েও রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি বা সৈয়দ মুস্তাক আলি ট্রফির মত ঘরোয়া টুর্নামেন্টগুলিতে নিয়মিত হয়ে উঠতে পারেন নি তিনি। বাবা’র মত টপ অর্ডার ব্যাটার নন তিনি, বরং পেস বোলিং অলরাউন্ডার হিসেবেই মাঠে নামেন অর্জুন। তবে ব্যাটে-বলে দেশের সেরা হয়ে ওঠা সম্ভব হয় নি তাঁর পক্ষে।

গোয়ার হয়ে ১১টি প্রথম শ্রেণির ম্যাচে ৫১.৫৬ গড়ে মাত্র ১৬টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে রান সংখ্যা ৪১৩। গড় ২৫.৮১। লিস্ট-এ ক্রিকেটেও ১৬ ম্যাচ খেলে কেবল ২১ উইকেটই নিয়েছেন অর্জুন। বোলিং গড় ৩০.৮০। টি-২০ ক্রিকেটে ২০ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২৬। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি ভরসা দেখিয়েছিলো অর্জুনের (Arjun Tendulkar) উপর। তিন বছর রিজার্ভ বেঞ্চে থাকার পর অবশেষে ২০২৩ মরসুমে সুযোগ মিলেছিলো মাঠে নামার। কিন্তু নিজেকে মেলে ধরতে পারেন নি তিনি। ৪ ম্যাচ খেলে ৯.৩৬ ইকোনমিতে কেবল ৩ উইকেট’ই তুলতে সক্ষম হয়েছিলেন তিনি। পরবর্তীতে অর্জুনকে (Arjun Tendulkar) ফের রিজার্ভ বেঞ্চেই ঠাঁই দেন কোচ মার্ক বাউচার। বদলে সুযোগ দেন আকাশ মাধওয়ালকে।

ক্রিকেট ছেড়ে মডেলিং-এ অর্জুন?

Arjun Tendulkar | Image: Getty Images
Arjun Tendulkar | Image: Getty Images

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) ক্রিকেট কেরিয়ার। দিনকয়েক আগে গোয়ার সম্ভাব্য রঞ্জি দল থেকে বাদ পড়েছিলেন তিনি। পরে যদিও ফেরানো হয়েছে তাঁকে। দেওধর ট্রফিতে দক্ষিণাঞ্চলের স্কোয়াডে থাকলেও তাঁকে মাঠে নামানো হয় নি। আইপিএলেও শোনা গিয়েছিলো অর্জুনকে ‘রিলিজ’ করে দেবে মুম্বই ইন্ডিয়ান্স। শেষমেশ তা না হলেও ২০২৪ মরসুমে তাঁর খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। এমতাবস্থায় ক্রিকেট নয়, বরং মডেলিং দুনিয়াকেই পেশা হিসেবে বেছে নিতে পারেন শচীন পুত্র, জল্পনা সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি অর্জুনের বাহারি হেয়ারস্টাইল বেশ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। অর্জুনের দিদি, অর্থাৎ শচীন কন্যা সারা (Sara Tendulkar) ডাক্তারি পড়ার সাথে সাথে কাজ করেন মডেন হিসেবেও। তার মতই মডেলিং-এর দুনিয়ায় পা দেবেন অর্জুন? উত্তরের অপেক্ষায় সকলে।

Also Read: IND vs ENG: “এই না হলে যোগ্য জামাই…..”, ভাইজাক টেস্টে রানে ফিরতেই গিলের প্রশংসায় পঞ্চমুখ টুইটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *