arjun-tendulkar-smashed-fiery-fifty

‘ক্রিকেট ঈশ্বর’ শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্র অর্জুন’ও (Arjun Tendulkar)পেশা হিসেবে বেছে নিয়েছেন বাইশ গজের দুনিয়াকে। বাবা’র মত টপ-অর্ডার ব্যাটার নন তিনি, বরং করেন পেস বোলিং, সাথে ব্যাটিং-এর হাত’ও মন্দ হয় তাঁর। বিখ্যাত পিতার পুত্র হওয়া সহজ নয়। পদে পদে শচীনের ছায়া তাড়া করে বেড়ায় অর্জুনকেও। তবুও হার মানতে রাজী নন বছর ২৪-এর তরুণ। চেয়েছিলেন মুম্বই-এর হয়ে খেলতেই। কিন্তু সুযোগ না মেলায় দল পরিবর্তন করেছেন। নাম লিখিয়েছেন গোয়াতে। মাঠে নেমেছেন রঞ্জি ও দেওধর ট্রফির মত টুর্নামেন্টে। সাফল্যের পাশাপাশি ব্যর্থতার সম্মুখীনও হয়েছেন অল্প বয়সেই। বাদ পড়েছেন, কিন্তু মাঠের লড়াই থেকে হারিয়ে যান নি। কঠোর অনুশীলন ও পারফর্ম্যান্স করেই ফিরে এসেছে আবার। নিজেকে আরও ধারালো করে তুলতে প্রতি মুহূর্তেই যে ব্যপৃত জুনিয়র তেন্ডুলকর, তা তাঁর পোস্ট করা সাম্প্রতিক ভিডিও থেকেই স্পষ্ট।

Read More: যুবরাজের বায়োপিকে এন্ট্রি নিচ্ছেন দীপিকা, পুরানো প্রেম উঠলো জেগে !!

দুর্দান্ত অর্ধশতরান করলেন অর্জুন-

Arjun Tendulkar | Image: Twitter
Arjun Tendulkar | Image: Twitter

পিতা শচীনের মতই রঞ্জি অভিষেকে শতরান করে তাক লাগিয়ে দিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। ২০২৪-এর রঞ্জি ট্রফিতেও বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছিলেন তিনি। চণ্ডীগড়ের বিরুদ্ধে করেছিলেন ৭০। তারকাখচিত কর্ণাটকের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে এসেছিলো ৫২। ক্ষুরধার ফর্ম বজায় রেখেছেন তিনি। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম পেজে একটি ম্যাচের বেশ কিছু ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তিনি। সেখানে বাম হাতি অলরাউন্ডারকে দেখা গিয়েছে চমৎকার ব্যাটিং করতে। স্পিনারকে ইনসাইড আউট চার মেরেছেন, স্লগ স্যুইপে উড়িয়ে দিয়েছেন মাঠের বাইরে, পেসারের বিপক্ষে অফসাইডে অনবদ্য কভার ড্রাইভ মারতেও দেখা গিয়েছে শচীন তেন্ডুলকরের পুত্রকে। কোন টুর্নামেন্ট বা প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচটি ছিলো, তা জনান নি অর্জুন (Arjun Tendulkar), তবে ডিজিটাল স্কোরবোর্ডের সুবাদে জানা গিয়েছে যে অন্তত ৬৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে।

দেখুন অর্জুনের ধুন্ধুমার ব্যাটিং-

অর্জুন তেন্ডুকরের কেরিয়ার পরিসংখ্যান-

Rohit Sharma and Arjun Tendulkar | Image: Getty Images
Rohit Sharma and Arjun Tendulkar | Image: Getty Images

২০২১ সালে মুম্বইয়ের হয়ে টি-২০তে প্রথমবার মাঠে নেমেছিলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। পরের বছর পা বাড়ান গোয়াতে। তাদের হয়ে ২০২২ সালে রঞ্জি অভিষেক হয় তাঁর, খেলেন লিস্ট-এ ক্রিকেট’ও। এখনও পর্যন্ত ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। ১টি শতরান ও ২টি অর্ধশতক-সহ করেছেন ৪৮১ রান। ব্যাটিং গড় ২৫-এর আশেপাশে। নিয়েছেন ২১টি উইকেট। লিস্ট-এ ক্রিকেটে ১৩ ম্যাচে অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) সংগ্রহ ২১ উইকেট। ব্যাট হাতে বিশেষ সাফল্য পান নি। করেছেন মাত্র ৬২ রান। ২১টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। উইকেট সংখ্যা ২৬। করেছেন ৯৮ রান। স্ট্রাইক রেট ১১৮.০৭, গড় ১২.২৫। বেশ কয়েক বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডে রয়েছেন তিনি। প্রথম আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন ২০২৩-এ। এখনও পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লীগে ৫টি মাত্র ম্যাচে মাঠে নেমেছেন তিনি।

আইপিএলে নতুন চ্যালেঞ্জ অর্জুনের ?

Arjun Tendulkar | Image: Getty Images
Arjun Tendulkar | Image: Getty Images

২০২১ সালে প্রথমবার শচীন তেন্ডূলকরের পুত্র অর্জুনকে (Arjun Tendulkar) দলে সামিল করে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। প্রথম দুই মরসুম, প্রতিটি ম্যাচেই রিজার্ভে বেঞ্চে কাটাতে হয়েছিলো তাঁকে। পান নি সুযোগ। অবশেষে ২০২৩-এ জসপ্রীত বুমরাহ, জোফ্রা আর্চারদের অনুপস্থিতে ডাক পান তিনি। বাম হাতি অলরাউন্ডার মেলে ধরতে পারেন নি নিজেকে। ৪ ম্যাচ খেলে পেয়েছিলেন কেবল ৩ উইকেট। বোলিং গড়  ছিলো ৩০.৫৬, ইকোনমি ছিলো ৯.৩৫। একমাত্র সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একটি ম্যাচে প্রতিভার স্বাক্ষর রাখতে পেরেছিলেন । ২০২৪ মরসুমে মাত্র ১টি ম্যাচে তাঁকে মাঠে নামান কোচ মার্ক বাউচার। ২২ রান খরচ করে কোনো উইকেট পান নি। ব্যাট হাতেও গত দুই বছরে আইপিএলে কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই তাঁর। মনে করা হচ্ছে আসন্ন নিলামের আগে তাঁকে রিলিজ করে দেওয়া হতে পারে। নতুন দলের সন্ধানে থাকবেন তিনি।

Also Read: “কোনো মতেই আসবেন না…”, টিম ইন্ডিয়াকে পাকিস্তানে যেতে বারণ করলেন দানিশ কানেরিয়া, PCB’কে নিলেন একহাত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *