ভারতীয় তরকা ক্রিকেটারদের সন্তানরাও বড়ো হয়ে একজন সফল ক্রিকেটার হয়ে উঠবেন বলে ভক্তরা স্বপ্ন দেখেন। সুনীল গাভাস্কারের (Sunil Gavaskar) ছেলে রোহন গাভাস্কারকে (Rohan Gavaskar) নিয়েও ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা ছিল। তিনি জাতীয় দলে সুযোগ পেলেও উল্লেখযোগ্য পারফর্মেন্স করে নিজের জায়গা তৈরি করে নিতে পারেননি। এই বছর দিল্লি প্রিমিয়ার লিগে (DPL 2025) মাঠে নামতে চলেছেন বীরেন্দ্র সেহবাগের (Virender Sehwag) পুত্র। তাকে নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে লড়াই চালাচ্ছেন শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar)। রঞ্জি ট্রফিতে তার গড়া এক বিধ্বংসী ইনিংস এখানে তুলে ধরা হলো।
Read More: KKR বা চেন্নাই নয় এই দলে যেতে চলেছেন সঞ্জু স্যামসন, ফাঁস হলো বড়ো তথ্য !!
অর্জন তেন্ডুলকারের বিধ্বংসী ইনিংস-

অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar) মুম্বাই ছেড়ে দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে অংশগ্রহণ করছেন। ইতিমধ্যেই এই দলের হয়ে তিনি অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। ২০২২-২৩ রঞ্জি টফির (Ranji Trophy) একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar)। এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থানের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। গোয়ার হয়ে প্রথম ইনিংসে সপ্তম স্থানে ব্যাট করতে নেমে দুরন্ত শতরান হাঁকান শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পুত্র।
অর্জুন ২০৭ বলে ১২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১৬ টি চার এবং ২ ছয়। যার ফলে প্রথম ইনিংসে ৫৪৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল গোয়া। ম্যাচে বল হাতেও অবদান রেখেছিলেন অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar)। রাজস্থানের প্রথম ইনিংসে ২৩.১ ওভারে ৫ টি মেডেনের সঙ্গে ১০৪ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেছিলেন তিনি। অর্জন এই পারফর্মেন্স এখনও ক্রিকেটপ্রেমীদের মনে রয়ে গেছে।
আইপিএলেও চমক দিয়েছিলেন অর্জুন-

২০২১ সাল থেকে আইপিএলে অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar) মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে রয়েছেন। তবে তিনি ধারাবাহিকভাবে একাদশে জায়গা পাননি। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সে (MI) অভিষেক করেছিলেন শচীন পুত্র। ২ ওভারে ১৭ রান দেন। এখনও পর্যন্ত অর্জুন (Arjun Tendulkar) আইপিএলে ৫ ম্যাচে সংগ্রহ করেছেন ৩ টি উইকেট। এছাড়াও প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৭ ম্যাচে তার ৩৭ টি উইকেট রয়েছে।
অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এই বছর আইপিএলে (IPL 2025) হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে দুরন্ত ফর্মে ছিল। মুম্বাই (MI) লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়েছে প্লে অফে প্রবেশ করে। কিন্তু পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে হেরে ৫ বারের চ্যাম্পিয়নরা ফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হয়।