Arjun Tendulkar, champions trophy 2025, ipl 2024
Arjun Tendulkar | Image: Getty Images

ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন (Arjun Tendulkar)। বাবা’র মতই বাইশ গজের দুনিয়াকেই আপন করে নিয়েছেন তিনি। ব্যাট নয়, তাঁর প্রধান অস্ত্র বল। তবে ব্যাট হাতেও প্রয়োজনে কার্যকরী ভূমিকা নিতে তাঁকে দেখা গিয়েছে ক্রিকেট মাঠে। রঞ্জি অভিষেকে বাবা’র মতই শতরান করেছিলেন। বিখ্যাত পিতার পুত্র হওয়ার বোঝা কাঁধে নিয়ে ক্রিকেটদুনিয়ায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করার কাজটা মোটেই সহজ ছিলো না অর্জুনের (Arjun Tendulkar) কাছে। মুম্বইয়ের হয়ে খেলতে চেয়েছিলেন ঘরোয়া ক্রিকেট। পর্যাপ্ত সুযোগ মেলে নি। শেষমেশ বাধ্য হয়েই দল বদলে যোগ দিয়েছিলেন গোয়াতে। আইপিএলেও লম্বা সময় মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডে থেকেও পান নি মাঠে নামার সুযোগ। সমস্যার পাহাড় পেরিয়ে আপাতত সাফল্যের শৃঙ্গ জয়ের দিয়ে ধাপে ধাপে এগিয়ে চলেছেন তিনি। সম্প্রতি সেই বার্তাই মিললো তাঁর পারফর্ম্যান্সে।

Read More: ভারত ছাড়ছেন উমরান মালিক, আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন এই দলের হয়ে !!

বল হাতে ঝড় তুললেন অর্জুন তেন্ডুলকর-

Arjun Tendulkar | Image: Getty Images
Arjun Tendulkar | Image: Getty Images

কিছু দিনের মধ্যেই শুরু হবে রঞ্জি ট্রফি। এখন চলছে তারই প্রস্তুতি। গোয়ার হয়ে রঞ্জি খেলবেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। তার আগে নেমেছিলেন কর্ণাটকের ডঃ (ক্যাপ্টেন) থিমাপ্পিয়াহ মেমোরিয়াল টুর্নামেন্টে, যা কিনা কে এস সি এ (কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন) ইনভিটেশনাল টুর্নামেন্ট নামেও পরিচিত। সেখানেই বল হাতে বাইশ গজে বাজিমাত করতে দেখা গেলো জুনিয়র তেন্ডুলকর’কে। মহাভারতের অর্জুনের মতই অভ্রান্ত ছিলেন নিশানায়। কর্ণাটকের বিরুদ্ধে গোয়া একাদশের হয়ে ম্যাচে ৯ উইকেট তুলে নেন তিনি। প্রথম ইনিংসে অর্জুনের (Arjun Tendulkar) বিধ্বংসী স্পেলে মাত্র ১০৩ রানের মধ্যে গুটিয়ে যায় কর্ণাটক। ৩৬.৫ ওভারেই শেষ হয়ে যায় ইনিংস। মাত্র ৪১ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন শচীন পুত্র।

অভিনব তানেজার ১০৯ রান ও মন্থর খুটকারের ৬৯ রানের ইনিংসের ম্যাচে জাঁকিয়ে বসেছিলো গোয়া একাদশ। তারা স্কোড়বোর্ডে তুলে নেয় ৪১৩। ৩১০ রানে্র লিড নিয়ে নিয়েছিলো তারা। দ্বিতীয় ইনিংসেও প্রতিপক্ষ’কে গুঁড়িয়ে দেন অর্জুন (Arjun Tendulkar)। ১৩ ওভার ৩ বলে ৪৬ রান খরচ করে তুলে নেন ৪টি উইকেট। ১২১ রানের বেশী এগোতে পারে কর্ণাটক। নিজের বোলিং পারফর্ম্যান্সের কিছু টুকরো দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অর্জুন নিজেই। হইচই ফেলে দিয়েছে তা। দিনকয়েক আগে যুবরাজ সিং-এর বাবা যোগরাজ (Yograj Singh) একটি সাক্ষাৎকারে প্রশংসা করেন শচীন তেন্ডুলকরের পুত্রের। তাঁকে ঘষেমেজে নিলে যে একজন ‘হীরে’ উপহার পাবে ভারতীয় ক্রিকেট, ইঙ্গিতে বুঝিয়েছিলেন তাও। গোয়ার হয়ে এক ম্যাচে ৯ উইকেট নিয়ে যেন মন্তব্যেই সিলমোহর দিলেন স্বয়ং অর্জুন।

দেখে নিন অর্জুনের বোলিং-এর কিছু ঝলক-

অর্জুন তেন্ডুলকরের পরিসংখ্যান-

Arjun Tendulkar | Image: Getty Images
Arjun Tendulkar | Image: Getty Images

এখনও অবধি ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। নিয়েছেন ২১টি উইকেট। লিস্ট-এ ক্রিকেটে তিনি মাঠে নেমেছেন ১৫টি ম্যাচে। সেখানেও তাঁর সংগ্রহে ২১টি উইকেট রয়েছে। কুড়ি-বিশের খেলায় অর্জুন ২১টি ম্যাচ খেলে নিয়েছেন ২৬ উইকেট। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির খেলায় ১টি শতরান ও ২টি অর্ধশত-সহ ২০ ইনিংসে করেছেন ৪৮১ রান। লিস্ট-এ ও টি-২০তে ব্যাটিং-এর বিশেষ সুযোগ পান নি। আইপিএলে (IPL) ২০২১ সাল থেকে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে। কিন্তু  ২০২৩-এ ৪টি ও ২০১৪-এ ১টি মাত্র ম্যাচে তাঁকে সুযোগ দিয়েছে ফ্র্যঞ্চাইজি। এখনও অবধি ৯.৩৬ ইকোনমি রেটে ৩টি মাত্র উইকেট জমা পড়েছে তাঁর ঝুলিতে। কর্ণাটকের বিপক্ষে সাম্প্রতিক পারফর্ম্যান্সের পর বড় মঞ্চে নিঃসন্দেহে সুযোগ বাড়বে অর্জুনের (Arjun Tendulkar) জন্য।

Also Read: IND vs BAN 1st Test: বৃষ্টির চোখরাঙানিতে থমকে যাবে টেস্ট? কেমন থাকবে চেন্নাইয়ের আবহাওয়া? জানুন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *