তারকা ক্রিকেটারদের সন্তানদেরও ক্রিকেট মহলে চর্চায় থাকতে দেখা যায়। তাদের ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ দেখান ক্রিকেট ভক্তরা। সুনীল গাভাস্কারের (Sunil Gavaskar) পর তার পুত্র রোহান গাভাস্কারও (Rohan Gavaskar) ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তিনি সেইভাবে ক্রিকেট ভক্তদের মনে জায়গা করে নিতে পারেননি। বর্তমানে বীরেন্দ্র সেহবাগের (Virender Sehwag) পুত্র আর্যবীরকেও দিল্লি প্রিমিয়ার লিগের (DPL) মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। ঠিক একইভাবে শচীন তেন্ডুলকারের পুত্র অর্জুন তেন্ডুলকারকে (Arjun Tendulkar) নিয়ে ক্রিকেট অনুরাগীদের মধ্যে প্রত্যাশা রয়েছে অনেকটাই। কিন্তু এর মধ্যেই অর্জুনকে নিয়ে খারাপ খবর সামনে এলো।
Read More: নিজের পছন্দের ক্রিকেটারকে অগ্রাধিকার সূর্যকুমারের, সহ-অধিনায়ক হয়েও সুযোগ পাচ্ছেন না শুভমান !!
দলীপ ট্রফি থেকে বাদ অর্জুন-

শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar) নিজেকে একজন বোলিং অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে চাইছেন। বর্তমানে তিনি মূলত পেস বোলার হিসেবেই নিজের পরিচয় তৈরি করেছেন। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে গোয়ার হয়ে অভিষেক করেই শতরান হাঁকিয়েছিলেন অর্জুন। ফলে মনে করা হচ্ছিল খুব তাড়াতাড়ি তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও জায়গা করে নিতে পারেন।
শচীন পুত্র শেষ রঞ্জি ট্রফিতেও প্লেট গ্ৰুপে বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। ৪ ম্যাচে তুলে নেন ১৬ টি উইকেট। এর ফলে গোয়া প্লেট বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তারপরও আসন্ন দলীপ ট্রফিতে (Duleep Trophy) জায়গা পেলেন না অর্জুন। ২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। নর্থ ইস্ট দলের হয়ে খেলার সম্ভাবনা থাকলেও এবার বাদ পড়লেন তিনি। যা তার ক্রিকেট ক্যারিয়ারে বড়ো ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য এখনও পর্যন্ত অর্জুন (Arjun Tendulkar) প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৭ ম্যাচে ৩৭ টি উইকেট সংগ্রহ করেছেন।
বিয়ের পিঁড়িতে অর্জুন-

গত ১৩ আগস্ট অর্জুন তেন্ডুলকারের (Arjun Tendulkar) সঙ্গে সানিয়া চন্দোকের বিয়ের খবর সামনে উঠে আসে। তারা ইতিমধ্যেই ঘনিষ্ঠ পারিবারিক সদস্যদের নিয়ে বাগদান পর্ব সম্পন্ন করেছেন বলে জানা গেছে। বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি হলেন সানিয়া (Sania Chandok)। বিদেশ থেকে বিজনেস ম্যানেজমেন্ট পড়ে এসেছেন তিনি। পশুপ্রেমী হিসেবেও পরিচিত শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পুত্রবধূ। তার গৃহপালিত পশুদের যত্ন নেওয়ার বিষয়ে মুম্বাইয়ে একটি সেন্টার রয়েছে।
তবে সূত্র অনুযায়ী ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটারের মতো তার পুত্র বয়সে বড়ো মহিলাকে বিয়ে করতে চলেছেন। সানিয়ার (Sania Chandok) জন্ম হয় ১৯৯৮ সালের ২৩ জুন। অন্যদিকে অর্জুনের (Arjun Tendulkar) জন্ম ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর। ফলে বয়সে প্রায় এক বছরের ব্যবধান রয়েছে তাদের। অন্যদিকে বাগদান পর্ব সম্পন্ন হওয়ার পর বর্তমানে দুই পরিবার বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অর্জুন ও সানিয়া।