জয়ের ডবল হ্যাটট্রিকের লক্ষে মুম্বাই পল্টন, পন্থদের বিরুদ্ধে MI দলে এন্ট্রি সচিন পুত্রের !! 1

চলতি আইপিএল (IPL 2025) মৌসুমে আবার একবার পুরানো ছন্দ দেখা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলে শুরুটা আবার একবার পরাজয়ের মধ্য দিয়েই করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এমনকি দ্বিতীয় ম্যাচেও হারতে হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের। এরপর তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলের বিরুদ্ধে প্রথম জয় এসেছিল মুম্বাই পল্টনের। তবে আবার ব্যাক টু ব্যাক দুই ম্যাচ হাতে হয়েছিল মুম্বাইকে। প্রথম পাঁচ ম্যাচে কেবলমাত্র একটি জয় পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে শেষ চার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স রুদ্ধশ্বাস কাম ব্যাক করে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। আপাতত এই মৌসুমে নয়টি ম্যাচে পাঁচটি জয় পেয়েছে মুম্বাই। নেট রান রেটের বিচারে বাকি দলগুলি তুলনায় মুম্বাই অনেকটা এগিয়ে রয়েছে তাই আপাতত পয়েন্ট তালিকায় শীর্ষ চারে জায়গা সুনিশ্চিত করে নিয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) এই বাহিনীটি।

রুদ্ধশ্বাস ছন্দে রয়েছে মুম্বই পল্টন

Ipl 2025
Mumbai Indians | Image: Getty Images

আগামীকাল লখনৌ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচটি খেলতে চলেছে। এই ম্যাচটি উভয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। উভয় দল চাইবে, কালকের ম্যাচটি জয়লাভ করে শীর্ষ দুইয়ে পৌঁছাতে। আগামীকাল লখনৌএর বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স দলে হতে চলেছে বড়সড় একটি পরিবর্তন। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ছন্দ খুঁজে পেলেও দলের একাদশ তম প্লেয়ার নিয়েও এখনও রয়েছে সংশয়। প্রতি ম্যাচেই দলে একটি করে পরিবর্তন করছে মুম্বাই ইন্ডিয়ান্স, এবার সংশয় দূর করতে মুম্বাই ইন্ডিয়ান্স বড় সিদ্ধান্ত নিতে চলেছে।

Read More: IPL 2025: “গোদের উপর বিষফোঁড়া…” নাইট বোলিং-এর বেহাল দশা কাটাতে ব্যর্থ সাকারিয়াও, হতাশার ঝড় দুনিয়ায় !!

আগামীকাল লখনৌয়ের বিরুদ্ধে মুম্বাই দলে এন্ট্রি নিতে চলেছেন শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। চলতি মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ২০ লক্ষ টাকায় বিক্রি হয়েছিলেন অর্জুন। প্রতি মৌসুমেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার ডাক পান অর্জুন। তবে এখনও পর্যন্ত এই মৌসুমে একটি ম্যাচেও খেলার সুযোগ হয়ে ওঠেনি তার। মহান ক্রিকেটার শচীন টেন্ডুলকারের পুত্র হওয়া সত্ত্বেও MI দল সর্বদা সেরা খেলোয়াড়দের বাছাই করেছে।

লখনৌয়ের বিরুদ্ধে এন্ট্রি নিচ্ছেন অর্জুন

ipl-2025-mi-buys-arjun-tendulkar-back, ipl 2025
Rohit Sharma and Arjun Tendulkar | Image: Getty Images

তবে লখনৌয়ের বিরুদ্ধে আগামীকাল অর্জুন তেন্ডুলকরকে দেখতে পাওয়া যাবে। শেষবার ২০২৪ সালে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচে দেখতে পাওয়া গিয়েছিল অর্জুনকে। সূত্রের খবর লখনৌ ম্যাচের আগে অর্জুন টেন্ডুলকরকে নেট সেশনে ঘাম ঝড়াতে দেখা গিয়েছে। ঘন্টার পর ঘন্টা তিনি অনুশীলন করেছেন নেটে। পরিস্থিতি ও দলের সমন্বয় সঠিক রাখার জন্যই অর্জুনকে আগামীকাল সুযোগ দেবে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। আপাতত আইপিএলের মঞ্চে অর্জুন পাঁচ ম্যাচে নিয়েছেন তিনটি উইকেট, পাশাপাশি ওভার পিছু ৯.৩৭ রান করে দিয়েছেন।

Read Also: IPL 2025: নাইটদের জন্য আশীর্বাদ বৃষ্টি, ম্যাচ ভেস্তে যাওয়ায় সুবিধা পেলেন রাহানে-রিঙ্কুরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *