arjun-tendulkar-might-get-chance-in-bangladesh-t20

Arjun Tendulkar: ভারতীয় ক্রিকেটের সবথেকে বড় সুপারস্টার হলেন শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar)। ৯০ এর দশকের ত্রাস ছিলেন শচীন। ভারতীয় দলের এই কিংবদন্তি খেলোয়াড় দীর্ঘ ২৪ বছর টিম ইন্ডিয়ার জার্সিতে ইতিহাস তৈরি করেছেন। দীর্ঘ সময় ধরে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার একা হাতেই ভারতীয় ক্রিকেটকে উন্নতির স্বার্থে এগিয়ে দিয়েছেন নিজের হাত। তবে, শচীন পুত্র অর্জুন এখনও পর্যন্ত ভারতীয় দলের জার্সিতে তার কেরামতি দেখাতে সক্ষম হননি। তারকা ক্রিকেটার অর্জুনকে তার ঘরোয়া দল মুম্বাইয়ের হয়েও খেলতে দেখতে পাওয়া যায়না যেকারণে তিনি মুম্বই ছেড়ে যোগ দিয়েছেন গোয়া দলে। ভারতীয় ক্রিকেটের এই তরুণ তুর্কি ঘরোয়া ক্রিকেটে ইতিহাস তৈরি করেছেন।

৯ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন অর্জুন

Arjun Tendulkar,
Arjunn Tendulkar | Image: Twitter

অবশেষে ঘরোয়া ক্রিকেটে সাফল্য আসলো অর্জুনের (Arjunn Tendulkar)হাতে। বল হাতে শচীন পুত্র অর্জুন গোয়ার হয়ে কেএসসিএ ইনভিটেশনল প্রতিযোগিতায় দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন। টুর্নামেন্টে কর্নাটকের মতন শক্তিশালী দলের বিরুদ্ধে ৯ উইকেট নিয়ে ম্যাচ জেতালেন বাঁহাতি অর্জুন। অর্জুনের এই দুর্দান্ত পারফরমেন্সের দৌলতে ইনিংস এবং ১৮৯ রানে জিতল গোয়া।

Read More: Arjun Tendulkar: বাবার মান রাখলেন অর্জুন তেন্ডুলকর, এক ম্যাচেই তুলে নিলেন ৯ উইকেট !!

অর্জুন দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন। প্রথম ইনিংসে মাত্র ৪১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। যার দৌলতে মাত্র ১০৩ রানে শেষ হয়ে গিয়েছিল কর্নাটকের ব্যাটিং। ব্যাটিং করতে এসে গোয়া ৪১৩ রান বানিয়ে ফেলে, কর্ণাটকের দ্বিতীয় ইনিংস ১২১ রানে শেষ হয় এবং এই ইনিংসে ৪৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। তার এই দুর্দান্ত পারফরমেন্সের জেরে গোয়া ইনিংস এবং ১৮৯ রানে ম্যাচ জিতে নেয়।

জাতীয় দলে এন্ট্রি নেবেন অর্জুন

Arjun Tendulkar, champions trophy 2025, ipl 2024
Arjun Tendulkar | Image: Getty Images

অর্জুনের (Arjunn Tendulkar) এই তুখর পারফরমেন্সের পর বাংলাদেশের বিরুদ্ধে দলে সুযোগ পেতে পারেন অর্জুন। সূত্রের খবর অনুযায়ী বামহাতী বোলার হওয়ার কারণে অর্জুনকে জাতীয় দলে দেখতে পাওয়া যাবে। টি-টোয়েন্টি ফরম্যাটে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন অর্জুন নিয়েছেন তিনটি উইকেট। তাছাড়া, টি-টোয়েন্টি ফরম্যাটে অর্জুন ২১ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন এবং ওভারপিছু ৮.৬১ রান করে দিয়েছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, বাংলাদেশের বিরুদ্ধে তরুণ দলকে সুযোগ দেবে বিসিসিআই কর্মকর্তারা। আর এই পরিস্থিতিতে তার এই পারফর্মেন্সের জেরেই জাতীয় দলে দেওয়া হবে সুযোগ।

Read Also: বাদ পড়লেন ধোনি- দ্রাবিড়, যুবরাজ সিং-এর পছন্দের তালিকায় শীর্ষস্থানে এই মহাতারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *