বিখ্যাত পিতার পদাঙ্ক অনুসরণ করার কাজটা বেশ কঠিন হয় সাধারণত। সেই চ্যালেঞ্জিং রাস্তাটিই বেছে নিয়েছেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্র’ও বাইশ গজের দুনিয়াকেই বেছে নিয়েছেন পেশা হিসেবে। মুম্বই ক্রিকেটের নিরন্তর প্রতিদ্বন্দ্বীতায় খানিক পিছিয়ে পড়লেও হার মানেন নি তিনি। পাশের রাজ্য গোয়ায় নাম লিখিয়েছেন তরুণ অলরাউন্ডার। তাদের হয়েই খেলেছেন রঞ্জি ট্রফি (Ranji Trophy), সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। বছর ২৫-এর ক্রিকেটার ধীরে ধীরে খুঁজে নিচ্ছেন পায়ের তলার শক্ত জমি। পিতার পরিচয়ের আড়াল সরিয়ে নিজের নামের জোরেই জায়গা করে নিচ্ছেন সেরাদের তালিকায়। এর আগেও একাধিক টুর্নামেন্টে নজর কেড়েছিলেন অর্জুন (Arjun Tendulkar)। এবার তাঁর অনবদ্য পারফর্ম্যান্স চোখে পড়লো বিজয় হাজারে ট্রফিতে।
Read More: IND vs AUS 4th Test: কনস্টাস কাণ্ডে মুখ পুড়লো কোহলি’র, আইসিসি’র কড়া শাস্তির কোপে ভারতীয় তারকা !!
৫০ উইকেট নিলেন অর্জুন তেন্ডুলকর-
গোয়ার হয়ে এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফি খেলছেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। গত ২১ তারিখ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ১০ ওভার হাত ঘুরিয়ে ৬১ রানের বিনিময়ে তিনি তুলে নেন ৩টি উইকেট। একই সাথে জায়গা করে নেন রেকর্ড বইতেও। সাদা বলের ক্রিকেটে দুই ফর্ম্যাট মিলিয়ে ৫০ উইকেটের মালিক হন তিনি। ঐ ম্যাচের পর হরিয়ানা ও মণিপুরের বিরুদ্ধে আরও দুটি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছেন অর্জুন (Arjun Tendulkar)। হরিয়ানা ম্যাচে ঝুলি শূন্য থাকলেও ৩৫-এর বেশী রান খরচ করেন নি তিনি। মণিপুরের বিপক্ষে নিয়েছেন ১টি উইকেট। টি-২০তে ২৪ ম্যাচে জুনিয়র তেন্ডুলকরের ঝুলিতে ২৭ উইকেট। আর লিস্ট-এ’তে ১৮ ম্যাচে তাঁর সংগ্রহে ২৫টি সাফল্য। অর্থাৎ দুই ফর্ম্যাট মিলিয়ে আপাতত তাঁর উইকেটের সংখ্যা দাঁড়িয়েছে ৫২।
লাল বলের খেলাতেও নজর কেড়েছেন বাম হাতি অলরাউন্ডার অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। বাবা শচীনের মতই রঞ্জি কেরিয়ারের প্রথম ম্যাচে তিনি ব্যাট হাতে শতরান করেছিলেন। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। ৩৩.৫১ গড়ে তুলে নিয়েছেন ৩৭ উইকেট। একবার ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছেন অর্জুন। মূলত লোয়ার অর্ডারে ব্যাটিং করেন তিনি। তা সত্ত্বেও প্রায় ২৪ গড়ে তাঁর সংগ্রহ ৫৩২ রান। একটি শতরানের পাশাপাশি দু’টি অর্ধশতরান’ও করেছেন তিনি। দিনকয়েক আগে অর্জুনের প্রশংসা করতে শোনা গিয়েছিলো যুবরাজ সিং-এর বাবা যোগরাজ সিং-কে। শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্রের মধ্যে দেশের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছিলেন তিনি।
মুম্বইতে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ অর্জুনের-
২০২১ থেকে আইপিএল খেলছেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। শচীন তেন্ডুলকরের পুত্র প্রথম দুই মরসুম কাটিয়েছিলেন রিজার্ভ বেঞ্চে। একটি ম্যাচেও ডাক আসে নি মাঠে নামার। শেষমেশ ২০২৩-এর আইপিএলে তাঁর উপর সদয় হয় টিম ম্যানেজমেন্ট। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অভিষেক হয় তাঁর। ঐ মরসুমে মোট চারটি ম্যাচে অর্জুনকে মাঠে নামিয়েছিলো মুম্বই। তারপর ফের বাদ দেওয়া হয় প্রথম এগারো থেকে। ২০২৪-এর আইপিএলেও খেলেছেন মাত্র ২ ম্যাচ। তরুণ অলরাউন্ডারকে রিলিজ করে দিয়েছিলেন আম্বানিরা। গত ২৪ ও ২৫ নভেম্বরের মেগা নিলামে দুই বার তাঁর নাম উচ্চারিত হলেও কেউ আগ্রহ দেখায় নি। একটা সময় মনে হয়েছিলো যে অবিক্রিতই থেকে যাবেন তিনি। কিন্তু নিলাম শেষের ঠিক আগে অ্যাক্সিলারেটেড রাউন্ডে ৩০ লক্ষের বেস প্রাইসে তাঁকে দলে ফিরিয়েছে মুম্বই।
Also Read: IND vs AUS 4th Test: “কঠিন একটা দিন…” ছড়ি ঘোরালো অজি ব্যাটিং, হেডের শূন্যেই সান্ত্বনা খুঁজছে সোশ্যাল মিডিয়া !!