Arjun tendulkar and rohit sharma

বর্তমানে ভারতীয় দল রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমেছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। গতকাল থেকে শুরু হয়েছে প্রথম টেস্ট। ডোমিনিকায় প্রথম টেস্ট ম্যাচের পর ত্রিনিদাদের ক্যুইন্স পার্ক ওভালে দ্বিতীয় টেস্ট খেলবে ভারতীয় দল (Team India)। এরপর রয়েছে তিনটি একদিনের ম্যাচ। সবশেষে পাঁচটি টি-২০ খেলে দেশে ফিরবে ভারতীয় দল। সামনে রয়েছে এশিয়া কাপ, রয়েছে বিশ্বকাপ। এরপর আগামী বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। সব দিক মাথায় রেখে নতুন নতুন টিম কম্বিনেশন ব্যবহার করে দেখছে ভারতীয় দল। সাফল্যের সন্ধানে চলছে পরীক্ষা নিরীক্ষা।

জাতীয় দশ যখন বিদেশের মাঠে তিন ফর্ম্যাটেই খেলতে ব্যস্ত, তখন থেকে নেই ভারতের ঘরোয়া ক্রিকেটও। বেশ কিছুদিন আগে শেষ হয়েছে রঞ্জি ট্রফি। বর্তমানে কণাটকের মাঠে চলছে দলীপ ট্রফির (Duleep Trophy) খেলা। আর আগামী ২৪ জুলাই থেকে শুরু হতে চলেছে দেওধর ট্রফি। ওডিআই ক্রিকেটের ফর্ম্যাট মেনে চলবে এই প্রতিযোগিতা। নর্থ জোন, নর্থ-ইস্ট জোন, ইস্ট জোন, ওয়েস্ট জোন, সেন্ট্রাল জোন এবং সাউথ জোন-মোট ছয় দল খেলবে এবারের দেওধর ট্রফি (Deodhar Trophy)। কোভিড অতিমারির কারনে বেশ কয়েকবছর বন্ধ থাকার পর ফিরছে এই প্রতিযোগিতা। জাতীয় দলে ডাক পাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হয় এই প্রতিযোগিতাকে। দেওধর ট্রফির দলে চমক দিলো সাউথ জোন। শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) দলে নিলো তারা।

Read More: “আগে GST দিক…” টিম ইন্ডিয়ার স্পন্সর DREAM 11-কে নিয়ে মস্করা বীরেন্দ্র শেহবাগের !!

IPL-এর পর দেওধর ট্রফি খেলবেন অর্জুন-

Arjun Tendulkar | Image: Twitter
Arjun Tendulkar | Image: Twitter

তিন বছর মুম্বই ইন্ডিয়ান্সের(MI)  রিজার্ভ বেঞ্চে সময় কাটানোর পর ২০২৩ সালে প্রথম মাঠে নামার সুযোগ পেয়েছিলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অভিষেক করেন তিনি। প্রথম ম্যাচে উইকেট পান নি তিনি। ২ ওভার হাত ঘুরিয়ে খরচ করেন ১৭ রান। সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে চাপের মুখে ডেথ বোলিং-এ সাফল্য পেয়েছিলেন শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্র। উইকেট তুলে দলকে জয়ও এনে দেন। এই বারের আইপিএলে অর্জুনকে চার ম্যাচে সুযোগ দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচার। ৩ উইকেট নিয়েছেন তিনি। তবে বাঁ-হাতি পেসারের স্যুইং ও ইয়র্কার দেওয়ার দক্ষতা নজর কেড়েছিলো।

আইপিএলের পরেও নিজেকে অনুশীলনে ডুবিয়ে রেখেছিলেন অর্জুন (Arjun Tendulkar)। তারই ফসল পেলেন তিনি। আদতে মুম্বইয়ের বাসিন্দা হলেও ঘরোয়া ক্রিকেটে গোয়ার প্রতিনিধিত্ব করেন অর্জুন। আসন্ন দেওধর ট্রফির জন্য সাউথ-জোনের দলে বেছে নেওয়া হয়েছে তাঁকে। কর্ণাটকের তারকা মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে মাঠে নামবেন তিনি। দক্ষিণাঞ্চল দলে নারায়ণ জগদীশন (N Jagadeesan), রিকি ভুঁই, ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), দেবদত্ত পাডিক্কালের মত তারকারাও রয়েছেন। তারকাখচিত দলের হয়ে বছর ২৩-এর অর্জুন কেমন পারফর্ম করেন, নজর থাকবে সেই দিকে।

ঘরোয়া ক্রিকেটে আলোচনার কেন্দ্রে অর্জুন-

Arjun Tendulkar | Image: Getty Images
Arjun Tendulkar | Image: Getty Images

বিখ্যাত পিতার পদাঙ্ক অনুসরণ করা প্রায় সবসময়ই কঠিন হয় সন্তানের জন্য। তার ওপর পিতার নাম যদি হয় শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), তাহলে তো আর কথাই নেই। দীর্ঘ ২৪ বছর ভারতের জাতীয় দলকে সেবা করেছেন শচীন। তাঁর ব্যাট থেকে রানের লাভাস্রোত দেখেছে দেশের ক্রিকেটপ্রেমী জনতা। দেখেছেন ১০০ টি আন্তর্জাতিক শতরান। আট থেকে আশি, দেশের প্রতিটি নাগরিকের কাছে শচীন কেবল একজন ক্রিকেটার নয়, বরং শচীন নামটার সঙ্গে জড়িত রয়েছে আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা। তাঁর পুত্র হিসেবে বাবার দেখানো পথে চলা সহজ ছিলো না অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)। তবে সেই কঠিন কাজটাই করে দেখিয়েছেন তিনি। মুম্বইতে সুযোগ না পেয়ে পাড়ি দিয়েছিলেন গোয়াতে। ২০২২-২৩ সালের রঞ্জি ট্রফিতে একাধিক অনবদ্য পারফর্ম্যান্স করেছেন তিনি।

শচীন মুম্বইয়ের হয়ে নিজের রঞ্জি অভিষেকে শতরান করেছিলেন। পিতাকে স্পর্শ করলেন পুত্রও। রঞ্জি অভিষেকে রাজস্থানের বিরুদ্ধে ১২০ রানের ইনিংস খেলেন তিনি। সেই একই ম্যাচে বল হাতে দুই উইকেটও তুলে নেন বাঁ-হাতি পেসার। প্রথম শ্রেণির কেরিয়ারে আপাতত ৭ ম্যাচে অর্জুনের (Arjun Tendulkar)ঝুলিতে উইকেট সংখ্যা ১২। ব্যাটে করেছেন ২২৩ রান। এছাড়াও লিস্ট-এ ক্রিকেটে তিনি ৭ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। টি-২০তে ১৩ ম্যাচ খেলে ১৫ উইকেট পেয়েছেন অর্জুন।

দেওধর ট্রফিতে দক্ষিণাঞ্চল দল-

মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), রোহন কুন্নুমাল, এন জগদীশন, রোহিত রায়ুডু, কেবি অরুণ কার্তিক, দেবদত্ত পাডিক্কাল, রিকি ভুঁই, ওয়াশিংটন সুন্দর, বিদ্ব্যাত কাভেরাপ্পা, বিজয়কুমার বৈশাখ, কৌশিক ভি, রোহিত রেড়কার, সিজোমান জোসেফ, অর্জুন তেন্ডুলকর, বি সাই কিশোর।

Also Read: WI vs IND: ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়ের মুখে ওয়েস্ট ইন্ডিজ, ডোমিনিকায় ‘ফেভারিট’ টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *