প্রেমের পিচে সেঞ্চুরি! ছোটবেলার বান্ধবীর সাথে বাগদান সারলেন অর্জুন তেন্ডুলকার !! 1

জীবনের নতুন অধ্যায়ে পা দিলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র সচিন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar)। সম্প্রতি জীবনের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পদার্পণ করলেন অর্জুন। তিনি ব্যবসায়ী পরিবারের কন্যা ও উদ্যোক্তা সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। এই খুশির অনুষ্ঠানটি গত ১৩ আগস্ট, মুম্বাইয়ে পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও প্রিয়জনদের উপস্থিতিতে এক অন্তরঙ্গ পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল।

অর্জুন তেন্ডুলকারের জীবনে নতুন অধ্যায়

Arjun Tendulkar, champions trophy 2025, ipl 2024, অর্জুন তেন্ডুলকার
Arjun Tendulkar | Image: Getty Images

অর্জুন তেন্ডুলকার যিনি একজন বাঁ-হাতি অলরাউন্ডার। মুম্বাই ছেড়ে তিনি ভারতের ঘরোয়া ক্রিকেটে গোয়া দলের হয়ে খেলেন এবং জনপ্রিয় আইপিএল ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স দলের সদস্য হিসেবেও সুপরিচিত। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর প্রদর্শন ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে। তাঁর বোলিংয়ে আছে গতি ও নিয়ন্ত্রণ, আর ব্যাটিংয়ে রয়েছে আত্মবিশ্বাস ও স্থিরতা। আইপিএলেও বেশ কয়েকটি ম্যাচে সুযোগ পেয়ে নিজের ঐতিহ্যের বিবরণ দিয়েছেন অর্জুন।

Read More: আটত্রিশেও সেরাদের তালিকায় রোহিত শর্মা, ওয়ান ডে র‍্যাঙ্কিং-এ জয়জয়কার টিম ইন্ডিয়ার !!

অন্যদিকে, সানিয়া চন্দোক একজন সফল উদ্যোক্তা। তিনি মুম্বাইয়ের Mr. Paws Pet Spa & Store LLP–এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। পোষা প্রাণীর যত্ন ও সেবায় তিনি বিশেষ আগ্রহী, এবং একজন প্রশিক্ষিত ভেটেরিনারি টেকনিশিয়ান হিসেবে এই ক্ষেত্রে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। অর্জুনের হবু স্ত্রী সানিয়া মূলত ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেছেন; তিনি মুম্বাইয়ের প্রখ্যাত শিল্পপতি রবি ঘাই – এর নাতনি। ঘাই পরিবার দীর্ঘদিন ধরে আতিথেয়তা ও খাদ্যসেবা শিল্পে অবদান রেখে চলেছে, যার মধ্যে রয়েছে ‘ইন্টারকন্টিনেন্টাল হোটেল’ ও ‘ব্রুকলিন ক্রিমারি’–এর মতো সুপরিচিত প্রতিষ্ঠান।

অর্জুন ও সানিয়ার লভ স্টোরি

প্রেমের পিচে সেঞ্চুরি! ছোটবেলার বান্ধবীর সাথে বাগদান সারলেন অর্জুন তেন্ডুলকার !! 2
Arjun Tendulkar and Saaniya Chandhok engagement | Image: Twitter

অর্জুন ও সানিয়ার বাগদান কেবল দুই তরুণ-তরুণীর মিলন নয়; এটি দুই পৃথক ক্ষেত্রের সুন্দর সমন্বয়ও বটে। তাঁদের ব্যক্তিত্ব ও পেশাগত আগ্রহ ভিন্ন হলেও, জীবনের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধে রয়েছে গভীর মিল। সূত্রের দাবি, তাঁরা ছোট বেলার বন্ধু এবং তাঁর দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন। এই বাগদানকে ঘিরে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও শুভকামনার ঢল নেমেছে। বাঁ-হাতি অলরাউন্ডার এই ক্রিকেটার এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ১৭টি ম্যাচ। এই ম্যাচগুলোতে তাঁর সংগ্রহ ৫৩২ রান এবং বোলিংয়ে শিকার করেছেন ৩৭টি উইকেট।

তাছাড়া, লিস্ট এ ক্রিকেটে অর্জুন তেন্ডুলকারের (Arjun Tendulkar) অভিজ্ঞতা ১৫ ম্যাচের। ব্যাট হাতে করেছেন ৬২ রান, আর বল হাতে নিয়েছেন ২১টি উইকেট। মুম্বাই ছেড়ে গোয়ার হয়ে খেলেই এই সাফল্য পেয়েছেন অর্জুন। এছাড়া, টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরোয়া পর্যায়ে খেলেছেন ২৪ ম্যাচ। ব্যাট হাতে বানিয়েছেন ১১৯ রান, আর বোলিংয়ে নিয়েছেন ২৭টি উইকেট। এমনকি, আইপিএলে এখনও অভিজ্ঞতা সীমিত। ২০২৩ ও ২০২৪ মরসুম মিলিয়ে ৫ ম্যাচে নেমেছেন। ব্যাট হাতে করেছেন ১৩ রান, আর বোলিংয়ে নিয়েছেন ৩টি উইকেট।

Read Also: ‘প্রিয়’ ফর্ম্যাটে ফিরলেন পৃথ্বী শ, এশিয়া কাপের আগেই শুরু করলেন অনুশীলন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *