শচীন তেন্ডুলকরের পুত্র নন অর্জুন, কন্যা সারা'র মন্তব্যে চমকালো ক্রিকেট বিশ্ব !! 1

ভারতের ক্রিকেটের আকাশে সবচেয়ে বড় নক্ষত্র কে? এই প্রশ্নের উত্তরে শতকরা নব্বইভাগ মানুষই বলবেন শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নাম। ১৯৮৯ সালে যখন শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে প্রথম দেশের জার্সি গায়ে মাঠে নামেন, তখন তাঁর বয়স ছিলো মাত্র ১৬। সেই অল্প বয়সেই ইমরান খান, আব্দুল কাদির, ওয়াসিম আক্রমদের বিরুদ্ধে জাত চিনিয়েছিলেন তিনি। টি-২০’র ক্রিকেটের জন্মেরও আগে এক প্রদর্শনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ঝোড়ো অর্ধশতরান। সেই শুরু, এর প্রায় আড়াই দশক জাতীয় দলের ভালো-মন্দের সাথে জড়িয়েছিলেন তিনি।

২০১৩ সালে যখন কেরিয়ারে দাঁড়ি টানেন তখন টেস্ট এবং একদিনের ক্রিকেটে তার চেয়ে বেশী রান গোটা বিশ্বে আর কারও নেই। ১০০ আন্তর্জাতিক শতরান, সবচেয়ে বেশী টেস্ট ও একদিনের ম্যাচ খেলার রেকর্ড-ক্রিকেটের এভারেস্টে নিজেকে প্রতিষ্ঠিত তত দিনে করে ফেলেছেন ‘মাস্টার ব্লাস্টার।’ক্রিকেট মাঠকে বিদায় জানানোর পরে কেটে গিয়েছে এক দশক। আজও জনপ্রিয়তায় বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) সাথে অনায়াসে পাল্লা দিতে পারেন শচীন। একটা সময় বলা হত, ‘শচীন ভালো খেললে দেশের জনতা সুখে থাকে’। গোটা দেশের আত্মার আত্মীয় হয়ে উঠতে পারাই সম্ভবত বাকিদের থেকে আলাদা করেছিলো শচীনকে।

ক্রিকেট মাঠে তিনি যতটা সপ্রতিভ, মাঠের বাইরে ‘ফ্যামিলি ম্যান’ হিসেবেও ততটাই দক্ষ। স্ত্রী অঞ্জলি (Anjali Tendulkar), কন্যা সারা (Sara Tendulkar) এবং পুত্র অর্জুনকে (Arjun Tendulkar) নিয়ে সংসার তাঁর। কন্যা সারা মায়ের পদাঙ্ক অনুসরণ করে ডাক্তারী পাঠরতা আর পুত্র বেছে নিয়েছেন বাবার রাস্তা। ক্রিকেটকেই জীবন উৎসর্গ করেছেন তিনি। মুম্বইয়ের তেন্ডুলকর পরিবার নিয়ে জনসাধারণের কৌতূহল রয়েছে। প্রতি মুহূর্তে তাঁদের থাকতে হয় আতসকাঁচের তলায়। সম্প্রতি শচীন (Sachin Tendulkar) তনয়া সারা’র এক সোশ্যাল মিডিয়া মন্তব্য ঘিরে সরগরম হয়ে উঠেছে ক্রিকেট বিশ্ব।

Read More: সূর্যকুমার যাদবের যুগে জন্ম নেওয়ার মূল্য দিতে হচ্ছে এই খেলোয়াড়, রান করেও পাচ্ছেন না সুযোগ !!

অর্জুনকে ‘দত্তক’ পুত্র বললেন সারা-

Sachin Tendulkar and Family | Image: Instagram
Sachin Tendulkar and Family | Image: Instagram

ইন্সটাগ্রামে বেশ বিখ্যাত সারা (Sara Tendulkar)। বিখ্যাত পিতার পরিচয়ের বাইরে গিয়ে নিজের এক স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন তিনি। বর্তমানে তাঁর ফলোয়ারের সংখ্যা ৪০ লাখের আশেপাশে। কোনো ছবি তিনি পোস্ট করলে মুহূর্তেই লাইক-কমেন্টের ঝড় ওঠে তা নিয়ে। বর্তমান ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমান গিলের (Shubman Gill) সাথে সারা’র সম্পর্কের গুঞ্জন সোশ্যাল মিডিয়াইয় বেশ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তাঁর জনপ্রিয়তা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সারা তেন্ডুলকরের ২০১৭ সালে পোস্ট করা একটি ছবি।

ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে শচীন (Sachin Tendulkar), অঞ্জলি ও তাঁদের দুই সন্তান সারা ও অর্জুন’কে (Arjun Tendulkar)। কোনো এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাঁরা। সেখানে শচীন, সারা এবং অঞ্জলির উচ্চতা বেশ কাছাকাছি হলেও উচ্চতার দিক থেকে সকলকে ছাড়িয়ে যেতে দেখা যায় অর্জুনকে। ক্রিকেট মহাতারকা শচীনের (Sachin Tendulkar) উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। সেখানে পুত্র অর্জুন কি ভাবে ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতাসম্পন্ন হলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন দিদি সারা। ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছিলেন, “জানি না এত উচ্চতা ও কোথা থেকে পেলো।” পাশে হ্যাশট্যাগ ব্যবহার করে “অ্যাডপ্টেড?” লিখেছেন তিনি। অর্থাৎ অর্জুন কি শচীনের (Sachin Tendulkar) দত্তক সন্তান? প্রশ্ন করেছেন সারা। বিষয়টিকে অবশ্য দিদি এবং ভাইয়ের মধ্যেকার স্বাভাবিক খুনসুটি হিসেবেই দেখছেন নেটজনতা।

অর্জুনের অভিষেকে আবেগাপ্লুত শচীন তেন্ডুলকর-

Arjun Tendulkar and Sachin Tendulkar | Image: Twitter
Arjun Tendulkar and Sachin Tendulkar | Image: Twitter

বিখ্যাত পিতার সন্তান হলেও ক্রিকেট কেরিয়ারে যথেষ্ঠ কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar)। বাঁ-হাতি পেস বোলং অলরাউন্ডার মুম্বই ছেড়ে পাড়ি জমিয়েছেন গোয়ায় নিয়মিত সুযোগের সন্ধানে। রঞ্জি ট্রফির অভিষেকে শতরান করে স্পর্শ করেছেন পিতার রেকর্ড। তিন বছর রিজার্ভ বেঞ্চে অপেক্ষা করার পর অবশেষে ২০২৩ সালের আইপিএলে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্স (MI) জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার সুযোগ পান অর্জুন তেন্ডুলকর। কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে ম্যাচ জেতানো স্পেলও দেখা যায় তাঁর হাত থেকে। পুত্রের আইপিএল অভিষেক নিয়ে আবেগে ভাসতে দেখা গিয়েছিলো শচীনকে (Sachin Tendulkar)। মনের ভাব প্রকাশ করেছিলেন ট্যুইটের মাধ্যমে।

ট্যুইটারে শচীন (Sachin Tendulkar) লেখেন, “অর্জুন, একজন ক্রিকেটার হিসেবে তুমি আজ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছ। তোমার বাবা হিসেবে, এমন একজন হিসেবে যে তোমাকে এবং ক্রিকেট খেলাকে ভালোবাসে, আমি জানি যে তুমি এই খেলাকে তার প্রাপ্য সম্মানটুকু দেবে এবং এই খেলাও তোমায় ভালোবাসা ফেরত দেবে। এই পর্যায়ে পৌঁছানোর জন্য তুমি কঠিন পরিশ্রম করেছ। আমি জানি ভবিষ্যতেও তুমি সেই পরিশ্রম জারি রাখবে। এটা একটা সুন্দর যাত্রার শুরু। শুভেচ্ছা রইলো।” অর্জুনের অভিষেকের দিনে শচীন পুত্রকে শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন শচীনের প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মহম্মদ কাইফ (Mohammad Kaif), ইরফান পাঠানরাও (Irfan Pathan)।

Also Read: Ashes 2023: মিচেল স্টার্কের হাতে ধরা পড়েও আউট হলেন না বেন ডাকেট, ক্যাচ বিতর্কে উত্তপ্ত লর্ডসের আবহাওয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *