এশিয়া কাপের মধ্যেই মালামাল হলো BCCI, অ্যাপোলোর সাথে হলো কোটি টাকার চুক্তি !! 1

এশিয়া কাপে (Asia Cup 2025) দাপটের সঙ্গে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানের বিপক্ষেও বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে ট্রফি জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছে ব্লু ব্রিগেডরা‌। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই স্পনসর নিয়ে বিপাকের মধ্যে পড়েছিল বিসিসিআই (BCCI)। দীর্ঘদিনের জার্সি স্পন্সর ড্রিম ইলেভেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় বোর্ডের। এরপর নতুন জার্সি স্পনসর খুঁজছিলেন কর্মকর্তারা। একাধিক কোম্পানির নাম নিয়ে জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত কথাবার্তা বেশি দূর পর্যন্ত এগিয়ে যেতে পারিনি। তবে এবার পূর্ণ সময়ের জন্য জার্সি স্পনসর পেলো ভারতীয় দল।

Read More: দাবি না মানায় বয়কটের ঘোষণা PCB’এর, এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করলো পাকিস্তান !!

ভারতের নতুন স্পন্সর-

এশিয়া কাপের মধ্যেই মালামাল হলো BCCI, অ্যাপোলোর সাথে হলো কোটি টাকার চুক্তি !! 2
Team India | Image: Getty Images

এশিয়া কাপে (Asia Cup 2025) মাঠে নামার আগে ড্রিম ইলেভেনের সঙ্গে স্পনসর চুক্তি বাতিল করেছিল বিসিসিআই (BCCI)। ভারত সরকারের নতুন অনলাইন গেমিং আইন পাস হ‌ওয়ার পর ড্রিম ইলেভেনের মতো ব্যাটিং অ্যাপগুলিকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড এই ব্যাটিং আপের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাইনি। অন্যদিকে এই কারণে এশিয়া কাপে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কোনো স্পনসর ছাড়াই মাঠে নামতে হয়েছে।

তবে চলতি টুর্নামেন্টের মধ্যেই এবার নতুন কোম্পানি অ্যাপোলো টায়ার্সের সঙ্গে জার্সি স্পনসরের চুক্তি করলো বিসিসিআই (BCCI)। ২০২৭ সাল পর্যন্ত এই চুক্তি করেছে বোর্ড। উল্লেখ্য ড্রিম ইলেভেন প্রতি ম্যাচের জন্য ভারতীয় দলকে ৪ কোটি টাকা দিতো। নতুন জার্সি স্পনসর অ্যাপোলো টায়ার্স বোর্ডকে প্রতি ম্যাচের জন্য ৪ কোটি ৫০ লক্ষ্য টাকা দেবে বলো চুক্তি করেছে। মোট ৫৭৯ কোটি টাকার স্পন্সরশিপ চুক্তিটি ৩ বছর ধরে চলবে এবং এতে ১২১ টি দ্বিপাক্ষিক ম্যাচ এবং ২১ টি আইসিসি ম্যাচ এতে অন্তর্ভুক্ত থাকবে।

দুরন্ত ফর্মে ব্লু ব্রিগেড-

এশিয়া কাপের মধ্যেই মালামাল হলো BCCI, অ্যাপোলোর সাথে হলো কোটি টাকার চুক্তি !! 3
IND vs PAK | Images: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) পর এশিয়া কাপের (Asia Cup 2025) মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে মাঠে নেমেছে ভারতীয় দল। তারা গ্রুপ পর্বে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়। এই ম্যাচে বিপক্ষদের প্রথম ইনিংসে মাত্র ৫৭ রানে অলআউট করে দেয়‌ সূর্যকুমাররা (Suryakumar Yadav)। দলের হয়ে কুলদীপ যাদব (Kuldeep Yadav) একাই ২.১ ওভারেই ৭ উইকেটে মোট ৪ উইকেটে জয় তুলে নিয়েছিল।

ফলে তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন। এরপর পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষে বল হাতে জ্বলে ওঠেন এই তারকা স্পিনার। এই ম্যাচে তিনি ৪ ওভারে ১৮ রান খরচ করে ৩ টি উইকেট সংগ্রহ করেন। পাক বাহিনী এই ম্যাচে ভারতীয় দলের বিপক্ষে প্রথম ইনিংসে ১২৭ রান সংগ্রহ করেছিল। ব্লু ব্রিগেডরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১৫.৫ ওভারেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে ৭ উইকেটে জয় তুলে নেয়।

Read Also: “বিরাটের বায়োপিক বানাবো না..”, অনুরাগ কাশ্যপের বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *