বছরের শুরুতেই ভক্তদের উপহার দিলেন কিং কোহলি (Virat Kohli), ব্যাট হাতে উঠলেন জ্বলে, অসমে অনুষ্ঠিত হওয়া প্রথম ওডিআই ম্যাচে শ্রীলঙ্কান অধিনায়ক দাশুন সানাকা (Dasun Shanaka) টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, প্রথমে ব্যাটিং করতে এসে শ্রীলঙ্কান বোলারদের নাজেহাল করে দেন গিল-রোহিত জুটি, শুভমান গিল (Shubman Gill) ৭০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান এবং অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ৮৭ বানিয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখেন। রোহিত আউট হওয়ার পর ব্যাটিং দক্ষতা দেখান বিরাট কোহলি, আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৫ তম ওডিআই শতরান করে ফেললেন কোহলি।
সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেললেন কোহলি
ব্যাটসম্যানদের মধ্যে তার আগে একমাত্র সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) আছে শতরানের বিষয়ে, আন্তর্জাতিক ক্রিকেটে সচিন মোট ১০০ টি শতরান করেছিলেন সেখানে বিরাট ৭৩ তম শতরান সম্পূর্ণ করলেন,ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক পরস্পর দুটি ওডিআই ম্যাচে শতরান লাগলেন, এর আগে বাংলাদেশের বিরুদ্ধে শতরান পেয়েছিলেন দীর্ঘ ৪২ মাস পর, দ্বিতীয় ওডিআই শতরান পেয়ে বেশ উচ্ছসিত মনে হচ্ছিল বিরাট কোহলিকে। এটি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে কোহলির ৯ম সেঞ্চুরি এবং সচিন তেন্ডুলকরের সাথে এই ফরম্যাটে ঘরের মাঠে ২০ টি শতরান বানিয়ে ফেললেন।
View this post on Instagram
বিরাটের শতরানে খুশি পত্নী আনুশকা
একটি সিঙ্গেল দিয়ে মাইলফলক ছুঁয়ে যাওয়ার পর, কোহলি উচ্ছ্বসিত ছিলেন , পুরানো ছন্দে তাকে তার শতরান উদযাপন করতে দেখা গেল, বছরের শুরুতেই এইধরণের ইনিংস উপহার দিলেন বিরাট যেটি দেখে সমর্থকেরা বেশ উচ্ছসিত হয়েছে এমনকি বিরাট পত্নী আনুশকা শর্মা (Anuska Sharma) ও , ইনস্টাগ্রামে স্টোরি করে তারই নমুনা দেখালেন আনুশকা। গিল, রোহিত ও বিরাটের ইনিংসের জবাবে ব্যাটিং করতে এসে অধিনায়ক সানাকা বানান ১০৮ রান ও পাথুম নিশঙ্কা বানান ৭২ রান, উমরানের (Umran Malik) গতিতে পরাস্ত হয় শ্রীলঙ্কা দল, ৩ টি উইকেট তুলে নেন উমরান। ২ টি উইকেট নেন সিরাজ (Mohammed Siraj) ও ১ টি করে উইকেট নেন শামি (Mohammed Shami), হার্দিক (Hardik Pandya) ও চাহাল (Yuzvendra Chahal)।