"আর কোনো অস্তিত্ব নেই..." ভাঙছে কোহলি-অনুষ্কার ৭ বছরের দাম্পত্য জীবন, আইপিএলের মাঝেই খোলাসা কোহলি পত্নীর !! 1

বেশ জমে উঠেছে আইপিএল ২০২৫-এর  (IPL 2025) মঞ্চ। বিশেষ করে এই মৌসুমটি বিরাট কোহলির (Virat Kohli) ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জন্য আরও বেশি জমজমাট। চলতি আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দিল্লিকে দিল্লিতে হারিয়ে ১০ ম্যাচে ৭টি জয় নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স। এই মৌসুমে ব্যাট হাতেও বিরাট কোহলিকে বেশ ছন্দে দেখা যাচ্ছে। অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট। তবুও এবারের আইপিএলে বিরাটকে সমর্থন করতে দেখতে পাওয়া যায়নি পত্নী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)।

এখন চারিদিকে বিচ্ছেদের খবর। আর এই বিচ্ছেদের খবরের মাঝেই বিরাট ও অনুষ্কার সম্পর্ক খবরের শিরোনামে উঠে এসেছে। সূত্রের খবর দাম্পত্য জীবন সুখের হয়নি এই দম্পতির। এমনকি বিচ্ছেদের খবরও শোনা যাচ্ছে দুজনের মধ্যে। বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনুষ্কা। সালটা ছিল ২০১৭। সেবছর ডিসেম্বর মাসে ইতালিতে চুপিসারে বিয়েটা সেরেছিলেন বিরাট অনুষ্কা। ৭ বছর ধরে দাম্পত্য জীবন কাটাচ্ছেন দুজন। এমনকি তাদের ভামিকা ও আকায় নামে দুই সন্তানও রয়েছে।

Read More: “সব অকর্ম, অদক্ষ সেনা..”, কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ভারতকে অপমান করলেন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি !!

কোহলির উপর বড় অভিযোগ আনলেন অনুষ্কা

Virat kohli and anushka sharma
Virat Kohli and Anushka Sharma | Image: Getty Images

আজকাল বলিউড হোক কিংবা ক্রিকেটে একের পর এক তারকাদের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার খবর উঠে আসছে সংবাদ শিরোনামে। ঠিক তেমনই এবার বিরাটকে নিয়ে বড় অভিযোগ আনলেন অনুষ্কা শর্মা। এক সাক্ষাৎকারে অনুষ্কা বলেছেন যে বিয়ের পর তারা খুবই কম একসাথে সময় কাটিয়েছেন। নায়িকা জানান, “আমাদের বিয়ের প্রথম ছয় মাস আমরা হয়তো সর্বসাকুল্যে ২১ কি ২২ দিন একসঙ্গে কাটিয়েছিলাম। এমনকি মুম্বইতে একসঙ্গে খুবই কম সময় কাটিয়েছিলাম আমরা। আবার, আমাদের বাড়ির কর্মচারীরা আমাদের একসঙ্গে বাড়িতে দেখতে পেলে খুব খুশি হতো।

এরপর বিরাটের আচরণ নিয়ে মুখ খুলে অনুষ্কা জানান বিরাট মাঠে আগ্রাসী মেজাজ নিলেও বাড়িতে ভীষণ নরম মনের মানুষ এবং তিনি শান্তিপূর্ন ভাবেই থাকতে পছন্দ করেন। একটি সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের গোপন কথা ফাঁস করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, “আমি আমার প্রিয় বন্ধুকে বিয়ে করেছি। তিনি আমার শক্তি, আমি এমন একজনকে বিয়ে করেছি যাকে আমি ‘সে কেমন ধরণের মানুষ’ তার জন্যই বিয়ে করেছি। আমরা যখন একসাথে থাকি তখন আমাদের কাছে পৃথিবীর আর কোনও অস্তিত্ব থাকে না।” বর্তমানে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি তাঁদের দুই সন্তানকে নিয়ে লন্ডনে থাকেন। অনুষ্কার এই বয়ানে পর বিরাট ও অনুষ্কার দাম্পত্য জীবনের বিচ্ছেদের খবরটি নিতান্তই গুজব বলেই মনে হচ্ছে।

Read Also: Virat Kohli: KL রাহুলকে যোগ্য জবাব দিলেন বিরাট কোহলি, সবার সামনেই করলেন এই কাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *