বর্তমানে বিরাট কোহলি (Virat Kohli) ভারত তথা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট আইকন। তার জনপ্রিয়তা বিশ্বের অনেক ক্রীড়া ব্যক্তিত্বকেই ছাপিয়ে গেছে। সাম্প্রতিক সময় তিনি টি-টোয়েন্টি পর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে তরুণ ক্রিকেটারদের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন। বর্তমানে আগামী ওডিআই সিরিজে ভারতীয় দলের হয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি শুরু করেছেন এই তারকা ব্যাটসম্যান। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মতো জনপ্রিয় ক্রিকেটারের পর সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিক নিয়ে রীতিমতো চর্চা চলছে। এর মধ্যেই এবার বিরাটের বায়োপিকের বিষয়ে অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) মন্তব্য সামনে এলো।
Read More: জাতীয় সঙ্গীতের বদলে বাজলো ‘জলেবি বেবি’, ম্যাচ শুরুর আগেই বিপাকে পাকিস্তান !!
অস্ট্রেলিয়ার বিপক্ষে করবেন কামব্যাক-

এই বছর ৯ মার্চ শেষবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জয়ের পর আর তাকে ভারতের হয়ে মাঠে নামতে দেখা যায়নি। টি-টোয়েন্টি পর টেস্ট ক্রিকেটে থেকে অবসর ঘোষণা করে তিনি সম্প্রতি ক্রিকেট মহলে হইচই ফেলে দিয়েছিলেন। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন এই সিদ্ধান্ত তিনি খুব তাড়াতাড়ি নিয়েছেন। আরও কয়েক বছর তার লাল বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল।
এর মধ্যেই আইপিএলে (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। ১৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৬৫৭ রান। অন্যদিকে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও এই তারকা ব্যাটসম্যান আগামী ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) জন্য নিজেকে প্রস্তুত করছেন। ভারতীয় দল অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নামবে। এই সিরিজেই ভারতীয় দলে আবারও কামব্যাক করবেন কোহলি (Virat Kohli)।
বায়োপিক নিয়ে কাশ্যপের মন্তব্য-

ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে এগিয়ে যায়। এই ঘটনাগুলি সব সময় ভক্তদের অনুপ্রাণিত করে। ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhonir) ব্যক্তিগত জীবন তার বায়োপিকে ফুটে উঠেছিল। এই সিনেমা এখনও পর্যন্ত অনুরাগীদের মনে জায়গা করে আছে। ফলে বিরাট কোহলিরও (Virat Kohli) বায়োপিক নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। তবে বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) এই তারকা ক্রিকেটারের বায়োপিক তৈরি করতে চান না বলে স্পষ্ট জানিয়ে দিলেন।
তিনি সম্প্রতি এক সাক্ষাৎকার বলেন, “আমি নিশ্চিত নই যে বিরাট কোহলির (Virat Kohli) বায়োপিক আমি পরিচালনা করতে চাইবো কিনা। কারণ তিনি ইতিমধ্যেই বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে রোল মডেল হয়ে উঠেছেন। আমি এমন কোনো ব্যক্তির বায়োপিক বানাবো যার জীবনের চ্যালেঞ্জিং দিকগুলো বেশি করে ফুটিয়ে তোলা যায়। তিনি একজন অসাধারণ ব্যক্তি। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। বিরাট একজন খাঁটি মানুষ। তিনি আবেগপ্রবণ এবং শৃঙ্খলা মনে চলতে ভালোবাসেন।”