IPL 2025: এই বছরও আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে বলে সমর্থকরা আশা করছেন। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পর দলের আত্মবিশ্বাস এখন অনেকটাই বেশি। অন্যদিকে মেগা নিলামে নতুন করে দলকে শক্তিশালী করেছেন কর্মকর্তারা। ফলে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে নেমে পড়েছে নাইট শিবির। অনরিখ নর্খিয়াকে (Anrich Nortje) নিয়ে দলের চিন্তা থাকলেও এবার সুখবর সামনে এলো। চোট সারিয়ে এই প্রোটিয়া তারকা কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দিলেন।
চোট সারিয়ে নাইট শিবিরে অনরিখ নর্খিয়া-

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা এবং ভারত মুখোমুখি হয়েছিল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের পর পিঠের চোটের কারণে এখনও পর্যন্ত অনরিখ নর্খিয়া (Anrich Nortje) একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে তার ফেরার কথা থাকলেও নেটে পায়ের আঙ্গুল ভেঙে যায়। ফলে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে তিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা টোয়েন্টিতেও (SA20) মাঠে নামতে পারেননি। তবে আইপিএলের আগে এবার কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) চোট সারিয়ে নর্খিয়া যোগ দিলেন। খবরটি কেকেআর সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে। উল্লেখ্য এই বছর মেগা নিলামে ৬.৫০ কোটি টাকার বিনিময়ে এই দক্ষিণ আফ্রিকান পেসারকে কলকাতা দলে সই করায়। ফলে এইরকম অভিজ্ঞ ক্রিকেটার নাইটদের বোলিং বিভাগেকে সামনে থেকে নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে।
অনরিখ নর্খিয়ার আইপিএলের অভিজ্ঞতা-

২০২০ সাল থেকে এই প্রোটিয়া তারকা আইপিএলে নিজের চাপ রাখার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত তিনি এই টুর্নামেন্টে ৪৬ ম্যাচে মোট ৬০ টি উইকেট সংগ্রহ করেছেন। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে নর্খিয়া (Anrich Nortje) সবচেয়ে সফল মরসুম কাটান। তিনি ১৬ ম্যাচে ২২ টি উইকেট সংগ্ৰহ করেছিলেন। গত বছর ৬ ম্যাচে ৭ টি উইকেট তুলে নেন অভিজ্ঞ প্রোটিয়া পেসার। এরপর সম্প্রতি মেগা নিলামের আগে দিল্লি তাকে ছেড়ে দেয়। ফলে কলকাতা নাইট রাইডার্স (KKR) নর্খিয়াকে (Anrich Nortje) দলে নিয়ে নতুন করে পরিকল্পনা সাজিয়েছে। নাইটদের তারকা পেসার মিচেল স্ট্রার্ক এই বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। ফলে আসন্ন আইপিএলে (IPL 2025) কেকেআরের (KKR) হয়ে অভিজ্ঞ নর্খিয়াকেই (Anrich Nortje) পেস আক্রমণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।