চলতি আইপিএলে (IPL 2025) একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। গত শনিবার ইডেনে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল কলকাতা ও পাঞ্জাব ম্যাচ। নাইট রাইডার্সের বাঁকি রয়েছে আর পাঁচটি ম্যাচ। আর প্লে-অফে পৌঁছাতে নাইট রাইডার্স দলকে পাঁচটি ম্যাচেই জিততে হবে। তাদেরকে একটি ম্যাচেও হারলে হবে না। পয়েন্ট তালিকার বিচারে কলকাতা নাইট রাইডার্স আপাতত সপ্তম স্থানে রয়েছে, নয় ম্যাচ খেলে কেকেআরের পয়েন্ট এখন সাত। বাকি পাঁচটা ম্যাচ জিততে পারলে তাদের পয়েন্ট হবে ১৭। তবে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স টানা ৫ ম্যাচে জয়ের আশা দেখাচ্ছে না।
ব্যাটিং সমস্যায় জর্জরিত KKR

মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতার দশম ম্যাচ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল আর এই ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্স দলের বোলিং কোচের পরিবর্তন হতে চলেছে। চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্স দলের সবথেকে বড় সমস্যার কারণ হয়ে উঠেছে নাইট রাইডার্স দলের ওপেনিংয় জুটি। প্রথম সাতটা ম্যাচে সুনীল নারিন (Sunil Narine) আর কুইন্টন ডি’কক (Quinton De Kock) ওপেন করছিলেন। তবে ডি’কক একটা ম্যাচ ছাড়া বাঁকি ম্যাচ গুলিতে রান করতে পারেননি। যে কারণে দলে ওপেনিং ব্যাটসম্যানের পরিবর্তন করেন টিম ম্যানেজমেন্ট। তবুও কোনো সুবিধা হয়। সেই হারাতেই হয়েছে কেকেআরকে।
Read More: ব্যাঙ্গালুরুর জয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলো KKR, এই সমীকরণে করবে কোয়ালিফাই !!
দিল্লি ম্যাচের আগে ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে বড় মন্তব্য করেছেন। তার মতে নাইট রাইডার্স এখনও প্লে-অফে পৌঁছাতে পারবে। এক সাক্ষাৎকারে কুম্বলে বলেছেন, “কলকাতা নাইট রাইডার্সের যা অবস্থা, তাতে ওদের এখন দু’টো-তিনটে ম্যাচ জিতলে হবে না। ওদের টানা পাঁচটা ম্যাচেই জিততে হবে। আমার মনে হয় কেকেআরের সেই জেতার ক্ষমতা রয়েছে। গতবার এই দলই জিতেছিল, আর সেই দলের সঙ্গে তুলনা করা হলে বলতেই পারি খেলোয়াড়রা সেভাবে পারফরম্যান্স করছে না। সল্টের বদলে ডি কককে সুযোগ দেওয়া হয় তবে তিনি এখনও সেভাবে জ্বলে ওঠেননি। সল্টের পরিবর্তে গতবার গুরবাজ যে কয়েকটা ম্যাচে খেলেছিল, ভালো পারফর্ম করেছিল। দলে নারিন রয়েছে, শ্রেয়াসের বদলে এবার রাহানে দলে এসেছেন। দলে খুব বেশি বদল হয়নি। প্লেয়াররা শুধু প্রদর্শন দেখাতে পারছেন না। এখন ওদের টানা জিততেই হবে।”
KKR’এর প্লে-অফে পৌঁছানোর সমীকরণ পেশ করলেন কুম্বলে

এরসঙ্গেই কুম্বলের পরামর্শ, “আমার মনে হয় নাইট রাইডার্সের একটা কাজ অবশ্যই করতে হবে, ভেঙ্কটেশ আইয়ারকে আরও উপরে ব্যাটিংয়ে পাঠাতে হবে। নারিনের সঙ্গে উনি ওপেনিং করতে পারেন। আর সাথে উইকেট কিপার একজন ভারতীয়কেই খেলাক ওরা। দলে তো লুভনীত সিসোদিয়া রয়েছেন। তিনি খারাপ ব্যাট করেন না। এটা করলে তারা অতিরিক্ত পেসার এনরিখ নখিয়াকেও খেলাতে পারবে ওরা।” কুম্বলের এই বয়ানের পর ভক্তদের একাংশের ইচ্ছা এই তারকা খেলোয়াড়কে নাইট রাইডার্স দলের বোলিং কোচ হিসেবে সামিল করতে। তিনি আগে পাঞ্জাব কিংস ও ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে কাজ করেছেন। চলতি মৌসুমে বাঁকি ম্যাচগুলিতে যদি তিনি নাইট রাইডার্সের বোলিং কোচ হয়ে ওঠেন তাহলে নাইট রাইডার্স খুব সহজেই তাদের লক্ষে পৌঁছাতে পারবে।