WTC FINAL 2023: "দলকে গুনতে হবে মাশুল", টেস্ট দলে ঋদ্ধিমানকে সামিল না করায় বড় হুঁশিয়ারি দিলেন প্রাক্তন কোচ অনিল কুম্বলে !! 1

বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2023)। আর এই IPL-এর পরেই শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দল গঠন করার পরে কেএল রাহুল (KL Rahul) চোট পেয়ে বেরিয়ে গিয়েছেন। এটা একটা বড় ধাক্কা ভারতীয় দলের কাছে। তার পরিবর্তে নির্বাচকরা ঈশান কিষাণকে দলে নিয়েছে। উইকেট কিপিং পজিশনে ঋদ্ধিমান সাহাকে দলে না নিয়ে ঈশানকে দলে সুযোগ দেওয়া হয়েছিল যে কারণে । তার জন্য বহুদিন ধরে জাতীয় দলের দরজা বন্ধ রয়েছে। এবারের আইপিএল (IPL 2023) চলাকালীন তার ভক্তরা বারবার মনে করেছে, এবার হয়তো জাতীয় দলে তার ডাক পড়বে।

WTC তে সুযোগ পেলেন না সাহা

Wriddhiman Saha
Wriddhiman Saha

চলতি আইপিএলে ঋদ্ধিমান সাহা গুজরাট টাইটান্সের প্রত্যেকটি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। যার ফলে তিনি প্রবল দাবিদার ছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় স্কোয়াডে জায়গা পাওয়ার। নির্বাচকদের নেওয়া সিদ্ধান্ত নিয়ে বেশ অখুশি অনিল কুম্বলেও (Anil Kumble)। ঋদ্ধিমান ২৭.৩ গড়ে আপাতত ২৭৩ রান করেছেন এই সিজিনে। অনভিজ্ঞ কে এস ভারত (KS Bharat) এবং ঈশান কিষানের বদলে ভালো অভিজ্ঞতা প্রদান করতে পারতেন ঋদ্ধিমান। তাছাড়া, অভিজ্ঞ এই উইকেটরক্ষক এখন পর্যন্ত ৪০ টি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ১৩৫৩ রান করেছেন এবং তার নামে ১০৪ টি ডিসমিসাল রয়েছে।

কুম্বলে দিলেন বড় বয়ান

Anil Kumble
Anil Kumble

প্রাক্তন ভারতীয় কোচ অনিল কুম্বলে মনে করেন যে WTC ফাইনালের জন্য লোকেশ রাহুল এর পরিবর্তে দলের ঋদ্ধিমান সাহাকে অন্তর্ভুক্ত না করে নির্বাচকদের উপর বেশ রেগেই রয়েছে।এবিষয়ে মন্তব্য করে তিনি বলেছেন, “স্ট্যাম্পের পিছনে ঋদ্ধিমান সাহাকে দেখুন। গোটা মরশুমে ও দুর্দান্ত ছন্দে রয়েছে। উইকেটের পিছনেই শুধু নয়, ব্যাট হাতে বেশ ফর্মে রয়েছেন। এমনকি বিশ্বাস আছে ওর নিজের উপর। তবে স্ট্যাম্পের পিছনে থাকায় অনেকেই ওকে দেখতে পায় না, কিন্তু ও হল ভারতের অন্যতম সেরা উইকেট রক্ষক। আমার মনে হয় WTC ফাইনালের জন্য নির্বাচকরা একটা ভালো সুযোগ হাতছাড়া করল। যখন KS ভরত সুযোগ পায় তখনই সে ভালো খেলে কিন্তু উইকেটের পিছনে ঋদ্ধি অসামান্য এবং ও সুযোগ পেলেই ব্যাট হাতে জ্বলে ওঠে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *