IPL 2025: আর মাত্র কিছু ঘন্টা, তারপরেই ক্রিকেটের নন্দন কাননে শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জমজমাট আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট ভক্তরা। আর আইপিএল শুরুর আগেই অবসর ঘোষণা করলেন তারকা।
বিসিসিআই সমাজ মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছিল এবারের আইপিএল শেষেই অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২০১৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলতে দেখা যায়নি ধোনিকে। ২০২০ সালেই নিয়েছিলেন অবসর, তবুও আইপিএলের মঞ্চে খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। ধোনি এই মৌসুমে অবসর না নিলেও নিজের অবসরের কথা জানিয়ে দিলেন বিশিষ্ট এক আম্পায়ার।
Read More: IPL 2025: KKR ভক্তদের মন ভাঙতে চলেছে বৃষ্টি, ভেস্তে যাবে RCB’র বিরুদ্ধে ম্যাচ !!
অবসর নিলেন অনিল চৌধুরী

ভারতীয় হোক বিদেশি সব ক্রিকেটারদের কাছে তিনি জনপ্রিয়। দীর্ঘ ১২ বছর ধরেই আন্তর্জাতিক স্তরে আম্পায়ারিং করে আসছেন তিনি। তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতের অন্যতম সেরা আম্পায়ার অনিল চৌধুরী। এবার তাকে আইপিএলে আম্পায়ার হিসাবে নয় বরং ধারাভাষ্যকার হিসাবে কাজ করতে দেখা যাবে অনিলকে। আন্তর্জাতিক স্তর এবং আইপিএলে আম্পায়ারিং না করার সিদ্ধান্ত নিলেন অনিল। পরিবর্তে অনিলকে আরব লীগ এবং আমেরিকা লিগে আম্পায়ারিং করতে দেখা যাবে।
প্রসঙ্গত, একজন খেলোয়াড়ের কাছে যেমন খেলা চালিয়ে যাওয়া কষ্টের বিষয় তেমন আম্পায়ারদের কাছেও একই জায়গায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে নির্ণয় নেয়াটাও কঠিন। অনিল চৌধুরীকে আসন্ন আইপিএলে হরিয়ানভি ভাষায় ধারাভাষ্য করতে দেখা যাবে। সাথে, তাঁকে হিন্দি ভাষাতেও ধারাভাষ্য দিতে দেখা যাবে। ইতিমধ্যেই স্টারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন অনিল। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেও অনিল চৌধুরীকে হরিয়ানী ভাষায় ধারাভাষ্য দিতে দেখা গিয়েছিল।
ধারাভাষ্যকার হিসাবে দেখা যাবে অনিলকে

শেষ তিনি আম্পায়ারিং করেছিলেন গত মাসে নাগপুরে রঞ্জি ট্রফির ফাইনালে। যেখানে কেরালা ও বিদর্ভ মুখোমুখি হয়েছিল। তাছাড়া, ২০২৩ সালে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে তাকে আম্পায়ারিং করতে দেখা গিয়েছিল। তিনি ১২টি টেস্ট, ৪৯টি ওডিআই এবং ৬৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। অনিল একটি সাক্ষাৎকারে জানান, “আমি গত তিন-চার মাস ধরে ধারাভাষ্য করছি, আমি নতুন পেশার মধ্যেই বেশ কিছুদিন রয়েছি। আমি এখন আম্পায়ারিং শেখাই এবং অনলাইন প্ল্যাটফর্মে ধারাভাষ্যও করি।”