অভিষেক শর্মাকে এশিয়া কাপে সুযোগ দেবে না BCCI, এই ৩ তারকার কাঁধেই থাকবে গুরুদায়িত্ব !! 1

ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত প্রদর্শন দেখানোর পর ভারতের পরবর্তী বড় পরীক্ষা হতে চলেছে এশিয়া কাপের মঞ্চে। আসলে আগস্টে ভারতীয় দলের বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলে সিরিজ খেলার কথা ছিল তবে দুই দেখে রাজনৈতিক সমস্যার কারণেই সে খেলাটি আপাতত স্থগিত রাখা হয়েছে। যে কারণে ভারতীয় দল সরাসরি এশিয়া কাপের মঞ্চে অংশগ্রহণ করবে। আরব আমিরশাহীতে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে, আর ভারতীয় দল এশিয়া কাপে অংশ গ্রহন করবে বলে জানিয়ে দিয়েছে। এশিয়া কাপের জন্য খুব শীঘ্রই বিসিসিআই দল ঘোষণা করবে বলে জানিয়ে দিয়েছে। সম্ভবত আগস্টের তৃতীয় সপ্তাতে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে বিসিসিআই। তবে এশিয়া কাপের জন্য নির্বাচিত স্কোয়াডে তারকা ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) জায়গা পাবে না বলেই জানা গিয়েছে।

বিশ্বের সেরা ব্যাটসম্যান হয়েছেন অভিষেক

Abhishek sharma, ind vs eng, অভিষেক শর্মা
Abhishek Sharma | Image: Getty Images

সদ্য এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান হয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ইংল্যান্ডের বিরুদ্ধে একটা দুর্দান্ত সিরিজ কাটিয়েছেন অভিষেক। যে কারণেই আইসিসির তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন অভিষেক। সূত্রের দাবি, এবার এশিয়া কাপের মঞ্চে সুযোগ হবে না অভিষেক শর্মার (Abhishek Sharma)। একসময়ে শুভমান গিল (Shubman Gill) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এই ফরম্যাটে ওপেনিংয়ের ভূমিকা পালন করতেন। তবে, গত ১ বছর ভারতীয় খেলোয়াড়দের একেরপর বেশ কয়েকদিন সিরিজ ও টুর্নামেন্ট খেলতে হয়েছে। যে কারণে, শুভমান ও যশস্বীকে টি-টোয়েন্টি থেকে বাইরেই রাখা হতো। জয়সওয়াল ও গিল দুজনেই ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেই শেষবাররর জন্য টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন। যদিও, এরপর ভারত বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন।

Read More: অধিনায়ক হার্দিক, সহ অধিনায়ক গিল, এশিয়া কাপ শুরুর এক মাস আগেই প্রকাশ্যে ভারতীয় দল !!

এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারেন অভিষেক

Bcci
Abhishek Sharma and Suryakumar Yadav | Image: Getty Images

সূত্রের খবর, আসন্ন এশিয়া কাপের মঞ্চে অভিষেক শর্মাকে বিশ্রাম দিতে চলেছে বিসিসিআই নির্বাচকরা। অভিষেককে বিশ্রাম দেওয়ার কারণে যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলকে এশিয়া কাপের দলে ফিরিয়ে আনা হবে। এশিয়া কাপের মঞ্চে শুভমানকে ভাইস ক্যাপ্টেন করা হবে বলেও এক সূত্র দাবি জানিয়েছে। এবারের আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন সাই সুদর্শন (Sai Sudharsan), প্রতিটি ম্যাচেই দুর্দান্ত ছন্দ বজায় রেখেছিলেন তিনি সভ্য সমস্ত হওয়া ইংল্যান্ড বনাম ভারতের টেস্ট সিরিজের ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন সুদর্শন ইংল্যান্ডের মাটিতে তিনটি টেস্ট খেলেছেন তিনি। এবার টি-টোয়েন্টি দলেও এন্ট্রি নিতে চলেছেন তামিলনাড়ুর এই তরুণ তারকা। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আইপিএলে গত দুই মৌসুমে বেশ ভালো ছন্দ দেখিয়েছেন তিনি। যে কারণে এবারের এশিয়া কাপে অভিষেকের আগেই এই ৩ ওপেনারকে দলে দেখতে পাওয়া যেতে পারে।

Read Also: ফ্যাশান ডিজাইনারের প্রেমে পাগল অভিষেক শর্মা, শীঘ্রই ঘুরবেন সাত পাক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *