এবারের আইপিএলে (IPL) নাইট রাইডার্সের হয়ে বেশ ধারাবাহিক অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। ১০ ম্যাচে ৪০.৭১ গড়ে করেছেন ২৮৫ রান মুম্বইয়ের ক্রিকেটার। স্ট্রাইক রেট’ও ১৫০-এর আশেপাশে। সানরাইজার্সের (SRH) বিরুদ্ধে ৫০ রানের একটি কার্যকরী ইনিংস খেলেছিলেন ইডেনে। অন্যান্য ম্যাচেও নাইটদের মিডল অর্ডারের হাল ধরতে দেখা গিয়েছে বছর ২০’র তরুণকে। পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতার তারকাখচিত ব্যাটিং অর্ডার যখন মুখ থুবড়ে পড়েছিলো মুল্লানপুরের মাঠে, তখন অঙ্গকৃষ (Angkrish Raghuvanshi) করেন ৩৭ রান। এছাড়া দিল্লী ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪৪ রানের দু’টি চমৎকার ইনিংস খেলেছেন তিনি। বয়সে তরুণ হলেও নাইটদের প্লে-অফে ওঠার যুদ্ধে তিনি যে অন্যতম সেনানী হতে চলেছেন, তা স্পষ্ট। কলকাতার (KKR) বাকি ম্যাচগুলোতেও নজর থাকবে অঙ্গকৃষের দিকে।
Read More: IPL 2025: এই ৩ টি কারণের জন্য ফ্লপ CSK, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে তারা !!
নতুন দলে নাম লেখালেন অঙ্গকৃষ-

মে মাসের ২৫ তারিখ শেষ হচ্ছে আইপিএল (IPL)। তারপর টি-২০ মুম্বই লীগে দেখা যাবে অঙ্গকৃষ রঘুবংশীকে। আটদলীয় টুর্নামেন্টের নিলাম ছিলো আজ। রঞ্জি খেলার অভিজ্ঞতাসম্পন্ন অঙ্গকৃষের (Angkrish Raghuvanshi) বেস প্রাইস ছিলো ১০ লক্ষ টাকা। কিছুক্ষণ দরকষাকষি চলে তাঁকে নিয়ে। শেষমেশ টুর্নামেন্টের নতুন দল সোবো মুম্বই ফ্যালকনস ১৪ লক্ষ টাকার বিনিময়ে দলে সামিল করে তরুণ তুর্কিকে। ট্রফি জিততে মরিয়া তারা। ‘আইকন’ প্লেয়ার হিসেবে সোবো মুম্বই ফ্যালকনস সই করিয়েছে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। নাইট রাইডার্সের জার্সিতে একসাথে আইপিএল জিতেছিলেন অঙ্গকৃষ ও শ্রেয়স। এবার দ্বিতীয়জন যোগ দিয়েছেন পাঞ্জাব কিংসে। কিন্তু মুম্বই টি-২০ লীগে দুই তারকার রিইউনিয়ন দেখা যাবে আরও একবার। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সোবো নিয়োগ করেছে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব’কে।
টি-২০ মুম্বই লীগের অন্য সাত দলের ‘আইকন’ তারকারাও বেশ হেভিওয়েট। নাইট রাইডার্সের (KKR) বর্তমান অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) মুম্বই ক্রিকেট সংস্থা আয়োজিত কুড়ি-বিশের টুর্নামেন্টে খেলবেন নমো বান্দ্রা ব্লাস্টার্সের হয়ে। শিবম দুবে’কে দেখা যাবে ‘আর্কস আন্ধেরি’ দলের ‘আইকন’ হিসেবে। শার্দুল ঠাকুর (Shardul Thakur) নাম লিখিয়েছেন ঈগল থানে স্ট্রাইকার্স দলে। আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্স সাব-আর্বস দলের ‘আইকন’ হচ্ছেন সরফরজন খান। নর্থ মুম্বই প্যান্থার্সের হয়ে দেখা যাবে পৃথ্বী শ’কে (Prithvi Shaw)। অফ ফর্ম ও শৃঙ্খলাভঙ্গের কারণে গত বছর মুম্বই দল থেকেই বাদ পড়েছিলেন তিনি। আইপিএলেও (IPL) কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায় নি তাঁকে নিয়ে। মুম্বই টি-২০ লীগ প্রত্যাবর্তনের মঞ্চ হতে পারে তাঁর জন্য। তুষার দেশপাণ্ডে খেলবেন মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস দলের হয়ে।
কোচিং স্টাফেও থাকছে মেগা চমক-

সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস দলের ‘মেন্টর’ হিসেবে যোগ দিয়েছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। এর আগে ভারতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি। দীর্ঘদিন যুক্ত রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সাথে। কোচিং-এর পাশাপাশি, নাইটদের অ্যাকাডেমির প্রধানের আসনেও রয়েছেন মুম্বইয়ের প্রাক্তনী। সাউথ সেন্ট্রালের হেড কোচের আসনে থাকছেন অমিত দানি। ‘আর্কস আন্ধেরি’ দলের দায়িত্বে টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ পরশ মামব্রে (Paras Mhambrey)। তাঁর সহকারী হচ্ছেন প্রাক্তন স্পিনার অমিত পাওয়ার। টি-২০ টুর্নামেন্টকে সর্বাঙ্গসুন্দর করে তুলতে মরিয়া মুম্বই ক্রিকেট নিয়ামক সংস্থা। প্রেসিডেন্ট অজিঙ্কা নায়েক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে সুনীল গাওস্কর ও দিলীপ ভেঙ্গসরকারের মত প্রাক্তনীরা এই প্রতিযোগিতার সাথে জড়িয়ে থাকবেন। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা’র নাম।