IPL 2025: এই বছর আইপিএলেও একাধিক তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের পারফর্মেন্সের মাধ্যমে ভক্তদের মন জয় করে নেবে। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মতো সফল দল দীর্ঘদিন ধরে আইপিএলের মঞ্চে তরুণ ক্রিকেটারদের তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত কয়েক বছরে এই দল থেকেই রিঙ্কু সিং (Rinku Singh), সুয়াশ শর্মা (Suyash Sharma), বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) মতো ক্রিকেটার তারকা হয়ে উঠেছেন। ২০২৪ আইপিএলে অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) মাত্র ১৯ বছর বয়সে নাইটদের হয়ে আত্মপ্রকাশ করে বিস্ফোরক ব্যাটিং করেছিলেন। এই বছরও জ্বলে উঠবেন এই তরুণ তারকা।
২০২৫ আইপিএলে জ্বলে উঠবেন আঙ্গকৃষ-

গত বছর আইপিএলে অভিষেক ম্যাচে দুরন্ত অর্ধশতরান করে চমক দিয়েছিলেন অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। তিনি মাত্র ১৮ বছর ৩০৩ দিন বয়সে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসাবে আইপিএলের মঞ্চে অভিষেক ম্যাচে অর্ধশতরান করে ইতিহাস তৈরি করেছিলেন। এর আগে ২০২২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন এই কেকেআর (KKR) সদস্য। ‘মেন ইন ব্লু’-দের হয়ে তিনি এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ব্যাট হাতে ভালো পারফর্মেন্স করে দলকে ট্রফি এনে দিয়েছিলেন। অন্যদিকে এই বছর আইপিএলের (IPL 2025) আগে মেগা নিলামে ৩ কোটি টাকার বিনিময়ে অঙ্গকৃষকে (Angkrish Raghuvanshi) আবারও দলে ফিরিয়ে এনেছেন কেকেআর কর্মকর্তারা। ২০২৪ সলে ২০ লক্ষ টাকার বিনিময়ে এই তরুণ ব্যাটসম্যানকে দলে নিয়েছিল নাইট শিবির। ফলে গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এই বছর আইপিএলেও (IPL 2025) ব্যাট হাতে জ্বলে উঠতে চলেছেন অঙ্গকৃষ।
অঙ্গকৃষ রঘুবংশীর যাত্রাপথ-

২০২২ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এই নাইট সদস্য ভারতের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রহ করে আলোচনায় উঠে আসেন। এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ২৭৮ রান সংগ্রহ করেছিলেন তিনি। এরপর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে সুযোগ পেয়ে অভিষেক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর Royal (Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নেমেই অঙ্গকৃষ (Angkrish Raghuvanshi) নিজের প্রতিভার পরিচয় দেন। অভিষেক ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২৭ বলে ৫৪ রান। এই ম্যাচেই তিনি সুনীন নারিনের সঙ্গে মাত্র ৪৮ বলে ১০৪ রানের জুটি গড়েছিলেন। এর সঙ্গেই গত মরসুমে অঙ্গকৃষের ব্যাট থেকে নাইট রাইডার্সের হয়ে ১৫৫.২ স্ট্রাইক রেটে ১০ ম্যাচে মোট ১৬৩ রান এসেছিল। উল্লেখ্য বর্তমানে ভারতীয় জাতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ ছিলেন। এই অভিজ্ঞ কোচের তত্ত্বাবধানে অঙ্গকৃষ নিজেকে গড়ে তুলেছিলেন। এছাড়াও তিনি পেয়েছেন গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মতো সফল তারকার সান্নিধ্য।