কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্রতি বছর আইপিএলে শক্তিশালী দল হিসাবে মাঠে নামে। এই দলের প্রতি ভক্তদের এই বছরও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছিল। নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর লড়াই চালায় নাইটরা। তবে একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি তারা। তাই এখন থেকেই পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য আগামী বছরের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কর্মকর্তারা। নতুন অধিনায়ক হিসেবে কোন ক্রিকেটারকে নিয়ে আসা হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) যোগ্য উত্তরসূরীর নাম সামনে এলো।
Read More: বিরাট কোহলিকে ‘গুরুদক্ষিণা’ রজত পাটিদারের, মন ছুঁয়ে গেলো RCB অধিনায়কের সৌজন্য !!
তরুণ তারকার কাঁধে দায়িত্ব-

গত বছর আইপিএলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে কলকাতার নাইট রাইডার্স (KKR) চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এই বছর মেগা নিলামে এই তারকা ব্যাটসম্যান পাঞ্জাব কিংসে (PBKS) জায়গা করে নেন। ফলে নতুন অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) ওপর দায়িত্ব দেওয়া হয়। অভিজ্ঞ এই তারকা ব্যাটসম্যান টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে থাকলেও দলকে ধারাবাহিকভাবে জয় এনে দিতে পারেননি। নাইট রাইডার্স (KKR) লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়। এরপরেই দলের কর্মকর্তারা সমালোচনার মুখে পড়েন। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ উল্লেখ করেছেন যে আজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া নাইট শিবিরের সবচেয়ে বড়ো ভুল হয়েছিল। এবার এই দলকে আবারও টুর্নামেন্টে পুরোনো ফর্মে ফিরিয়ে আনার জন্য ভাবনাচিন্তা শুরু করেছেন কর্মকর্তারা। সূত্র অনুযায়ী তরুণ তারকা অঙ্গকৃষ রঘুবংশীকে (Angkrish Raghuvanshi) নতুন অধিনায়ক হিসেবে বেছে নিতে চলেছেন কর্মকর্তারা।
দুরন্ত ফর্মে ছিলেন অঙ্গকৃষ-

এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে ব্যাটিং অর্ডারে একাধিক তারকা ব্যাটসম্যান ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে সমর্থকদের হতাশ করেছেন। ওপেনার হিসেবে সুনীল নারিন (Sunil Narine) সেইভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। অন্যদিকে দলের সবচেয়ে দামি ব্যাটসম্যান হিসেবে ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) ভূমিকাও হতাশাজনক ছিল। ২৩.৭৫ কোটি টাকার এই ব্যাটসম্যান ১১ ম্যাচে মাত্র ১৪২ রান সংগ্রহ করেছিলেন। তবে নাইটদের ব্যাটিং অর্ডারে অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। তিনি ধারাবাহিকভাবে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১২ ম্যাচে আসে ৩০০ রান। ফলে এইরকম তরুণ ব্যাটসম্যানের ওপর এবার অধিনায়কের দায়িত্ব তুলে দিতে চাইছেন কর্মকর্তারা। এখন থেকেই ২১ বছর বয়সী এই ব্যাটসম্যানের ওপর এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে তিনি ধীরে ধীরে পরিণত হয়ে উঠবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য চলতি টি-টোয়েন্টি মুম্বাই লিগে (T20 Mumbai League) এই তারকা সোবো মুম্বাই ফ্যালকনসের হয়ে প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় তুলে নিয়ে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন।