IPL শুরুর আগেই ধাক্কা কেকেআরে, মাঠে লুটিয়ে পড়লেন তারকা ব্যাটসম্যান !! 1

সদ্য সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) নিলাম। এবারের আইপিএলের মঞ্চে সবথেকে বেশি দামি প্লেয়ার হয়েছেন ক্যামেরন গ্রীন (Cameron Green)। তাকে ২৫.২০ কোটিতে দলে শামিল করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR) দল। নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি এবারের নিলামে মহিসা পথিরানাকে (Mateesha Pathirana) ১৮ কোটি এবং মুস্তাফিজুর রহমানকে (Mistafizur Rahman) ৯.২০ কোটিতে শামিল করে ফ্রাঞ্চাইজি। দল ভালো ভাবে গঠন করলেও চাপ বাড়ছে নাইট রাইডার্স শিবিরে (KKR)। আসলে, এবারের আইপিএলে কেকেআরের অন্যতম মূল্যবান খেলোয়াড় হলেন মুম্বইয়ের অঙ্গকৃষ রঘুবংশী (Angakrish Raghuvanshi)। গত দুই মৌসুমে দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। যে কারণে দলে তার গুরুত্ব টা বেশ অপরিসীম।

গুরুতর চোট পেলেন KKR’ তারকা ব্যাটসম্যান

Ipl
Angkrish Raghuvanshi | Image; Twitter

আসলে, বিজয় হাজারে ট্রফির ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলের তরুণ ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। ম্যাচ চলাকালীন একটি ক্যাচ ধরতে গিয়ে হঠাৎই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আঘাতের তীব্রতায় ঘাড় নাড়াতে না পারায় মাঠে তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে মাঠে দ্রুত স্ট্রেচার আনা হয় এবং অঙ্গকৃষকে তুলে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। পরে তাকে চিকিৎসার জন্য জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

Read More: রোহিত-বিরাটের পারফর্মেন্সে গম্ভীরের অবস্থা কেরোসিন, হেড কোচের পদ থেকে হচ্ছেন বরখাস্ত !!

এই ঘটনাটি ঘটে জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত মুম্বাই বনাম উত্তরাখণ্ড ম্যাচে। ম্যাচটি সরাসরি সম্প্রচার না হলেও, মাঠে উপস্থিত দর্শক ও টিম স্টাফদের তোলা ভিডিও মুহূর্তের মধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্যাচ নেওয়ার সময় অস্বস্তিতে পড়ে যান অঙ্গকৃষ এবং এরপর আর স্বাভাবিকভাবে উঠে দাঁড়াতে পারেননি।

KKR’এর হয়ে ছন্দে দেখিয়েছেন রঘুবংশী

Ipl
Angkrish Raghuvanshi | Image: Getty Images

ব্যাট হাতেও এদিন খুব একটা ছন্দে ছিলেন না অঙ্গকৃষ রঘুবংশী। তিনি ২০ বল খেলে মাত্র ১১ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। এমনকি মুম্বইয়ের ওপেনার রোহিত শর্মাও (Rohit Sharma) খাতা খুলতে পারেননি। তবে, দলের হয়ে মুশির খান দায়িত্ব নিয়ে ৫৫ রানের কার্যকর ইনিংস খেলেন। তাঁর সঙ্গে সমানতালে লড়াই করেন সরফরাজ খান, যিনি ৫৫ রান করেন। শেষ দিকে উইকেট কিপার হার্দিক তামোরে ৯৩ রানের ঝড়ো ইনিংস এবং শামস মুলানির ৪৮ রানের অবদানে মুম্বাই ৩০০ রানের গণ্ডি পেরোতে সক্ষম হয়। অন্যদিকে, অঙ্গকৃষ রঘুবংশীর চোট নিয়ে আপাতত উদ্বেগ থাকলেও প্রাথমিকভাবে জানা গেছে, তা খুব গুরুতর নয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি রয়েছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মুম্বাই শিবির সহ কেকেআর শিবির আশাবাদী হবে, খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।

Read Also: ৬,৬,৬,৬,৬,৬..’, বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে ডবল সেঞ্চুরি তরুণ তারকার, ইনিংসে চার-ছয়ের বন্যা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *