angelo-matthews-retiring-from-tests

মে মাস জুড়ে যেন চলছে অবসরের মরসুম। বাইশ গজকে বিদায় জানাচ্ছেন একের পর এক তারকা ক্রিকেটার। শুরুটা করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। গত ৭ তারিখ একটি ইন্সটাগ্রাম পোস্টে টেস্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি। অনুরাগীদের ধন্যবাদ জানাতে ভোলেন নি হিটম্যান। ওয়ান ডে’তে যে এখনও দেশের জার্সিতে দেখা যাবে তাঁকে, জানান তাও। রোহিতের বিদায়ের দিন পাঁচেকের মধ্যেই লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলিও (Virat Kohli)। তিনিও একটি দীর্ঘ ইন্সটাগ্রামে পোস্টের মাধ্যমেই ইতি টেনেছিলেন ১৪ বছরের দীর্ঘ কেরিয়ারে। রোহিত-বিরাটের পর এবার সরে দাঁড়ালেন এশীয় ক্রিকেটের আরেক কিংবদন্তি। শ্রীলঙ্কান তারকা অ্যাঞ্জেলো ম্যাথুজ’ও (Angelo Matthews) আজ অবসর ঘোষণা করেছেন ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাট থেকে।

Read More: IPL 2025: প্লে-অফের আগে RCB-র জন্য সুখবর, মাঠে ফিরছেন তারকা ক্রিকেটার !!

অবসর ঘোষণা ম্যাথুজের-

Angelo Mathews | ক্রিকেট | Image: Getty Images
Angelo Mathews | Image: Getty Images

আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। ১৭ তারিখ থেকে গলে রয়েছে প্রথম টেস্ট। ঐ ম্যাচটি খেলেই সাদা জার্সি চিরতরে তুলে রাখতে চলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ (Angelo Matthews)। “বিগত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে ক্রিকেট খেলা আমার জীবনের সর্বোচ্চ সম্মান ও গর্বের বিষয়। আমি নিজের সবটকু ক্রিকেটকে দিয়েছি এবং ক্রিকেটও আমায় পরিবর্তে সবকিছু ফেরত দিয়েছে এবং একজন মানুষ হিসেবে গড়ে তুলেছে। আমি টেস্ট থেকে বিদায় নিলেও সাদা বলের দুই ফর্ম্যাটেই দেশের প্রয়োজনে যে কোনো সময়ে খেলতে প্রস্তুত। নির্বাচকদের সাথে এই নিয়ে আমার কথাও হয়েছে,” সোশ্যাল মিডিয়াতে লিখেছেন তিনি। বাংলাদেশ সিরিজের (SL vs PAK) পর ২০২৬-এর আগে আর টেস্ট নেই শ্রীলঙ্কার। তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এটাই আদর্শ সময় বলে মনে করছেন ৩৮ ছুঁইছুঁই ম্যাথুজ।

৩৪টি টেস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ (Angelo Matthews)। ২০১৪ সালে হেডিংলেতে তাঁর অধিনায়কত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি স্মরণীয় জয় পেয়েছিলো শ্রীলঙ্কা। সেই ম্যাচে চতুর্থ ইনিংসে ১৬০ রান করেছিলেন তারকা অলরাউন্ডার। ব্যাট হাতে ২০১৩ থেকে ২০১৫ অবধি কেরিয়ারের সেরা ফর্মে ছিলেন তিনি। ঐ সময়কালে ৫৯.৪৫ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছিলো ২৩৭৮ রান। টপ-অর্ডারে নয় বরং পাঁচ বা ছয়ে ব্যাট করতে এহেন পরিসংখ্যান কার্যত অবিশ্বাস্যই বলা চলে। এরপরেও নানা সময়ে লঙ্কান ক্রিকেটের ক্রাইসিস ম্যান হয়ে উঠেছেন তিনি। জয়বর্ধনে-সাঙ্গাকারারা অবসর নেওয়ার পর  ব্যাটিং অর্ডারে উঠে এসেছিলেন চার নম্বরেও। বিদায়বেলায় ঈশ্বর, পরিবার ও প্রিয়জনদের কেরিয়ারের প্রতিটি মুহূর্তে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

অ্যাঞ্জেলো ম্যাথুজের পরিসংখ্যান-

Angelo Mathews | Image: Getty Images
Angelo Mathews | Image: Getty Images

২০০৯ সালে গলে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিলো অ্যাঞ্জেলো ম্যাথুজের (Angelo Matthews)। প্রায় ১৮ বছরব্যপী কেরিয়ারে ১১৮টি ম্যাচ খেলেছেন তিনি। ৪৪.৬২ গড়ে করেছেন ৮১৬৭ রান। রয়েছে ১৬টি শতরান ও ৪৫টি অর্ধশতক। সর্বোচ্চ ২০০*। লঙ্কান ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ টেস্ট রানের মালিক তিনি। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে ছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুজের (Angelo Matthews) সামনে নেই আর কেউই। লাল বল হাতে ৩৩টি উইকেট নিয়েছেন ম্যাথুজ। সাদা বলের দুই ফর্ম্যাটেও দীর্ঘসময় ধরে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। ২২৬টি একদিনের ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৫৯১৬ রান। গড় ৪০.২৪। ৩টি শতরান ও ৪০টি অর্ধশতরান রয়েছে তাঁর। নিয়েছেন ১২৬টি উইকেট। টি-২০তে ৯০ ম্যাচে তাঁর সংগ্রহ ১৪১৬ রান ও ৪৫টি উইকেট। টেস্ট থেকে অবসর নেওয়ার পর আপাতত তাঁর ফোকাসে আগামী বছরের টি-২০ বিশ্বকাপ।

Also Read: IPL 2025: মিনি পাঞ্জাব বানিয়েও সাফল্য পেলো না দিল্লী ক্যাপিটালস, অধরাই রইলো প্লে-অফ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *