angelo-mathews-got-hit-wicket-vs-afg

শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews) গত নভেম্বরে বিশ্বকাপ চলাকালীন জড়িয়েছিলেন বড়সড় বিতর্কে। ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হন তিনি। আইসিসি’র নিয়মাবলীর ৪০.১.১ ধারা বলছে উইকেটের পতনের পর দুই মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটার যদি বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত না হন, সেক্ষেত্রে ফিল্ডিং দল ‘টাইমড আউট’-এর আবেদন জানাতে পারেন আম্পায়ারের কাছে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাথিউজ  (Angelo Mathews) ক্রিজে গিয়ে আবিষ্কার করেন যে তাঁর হেলমেটের স্ট্র্যাপটি ছেঁড়া। আম্পায়ারকে তা জানানোর বদলে, ম্যাথিউজ হাত নেড়ে ডাগ-আউটে থাকা সতীর্থকে নতুন হেলমেট আনতে বলেন। ইতিমধ্যে দুই মিনিট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় ‘টাইমড আউট’-এর দাবী জানান বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan)।

নিয়ম অনুযায়ী আম্পায়ার মারিয়াস ইরাসমাসের (Marias Erasmus) আঙুল তোলা ছাড়া উপায় ছিলো না। ক্ষুব্ধ ম্যাথিউজ ০ বলে ০ রান করেই আউট হন। ম্যাচে বল হাতে শাকিব’কে আউট করার পর কবজিতে ঘড়ির ভঙ্গি করে ম্যাথিউজ বুঝিয়ে দেন ‘টাইমড আউট’ নিয়ে অসন্তোষ। বিতর্কের রেশ গড়ায় মাঠের বাইরেও। বাংলাদেশ দল ও শাকিব আল হাসানের ক্রিকেটীয় স্পিরিট নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করে। সাংবাদিক সম্মেলনে এসে ম্যাথিউজ (Angelo Mathews) গোটা ঘটনাটিকে ‘অসম্মানজনক’ বলে আখ্যা দেন। বাংলাদেশের ক্রিকেটের প্রতি তিনি যে সম্মান হারিয়েছেন, তাও চাঁচাছোলা ভাষায় ব্যক্ত করেছিলেন তিনি। ‘টাইমড আউট’ কি ক্রিকেটীয় শিষ্টতার মধ্যে পড়ে নাকি পড়ে না, সেই নিয়ে দুইভাগে ভাগ হয়ে গিয়েছিলো ক্রিকেটদুনিয়া।

Read More: IND vs ENG: বুমারহ’র বলে বোল্ড হয়ে চূড়ান্ত হতাশার প্রতিক্রিয়া স্টোকসের, মুহূর্তে ভাইরাল হল ভিডিও !!

এবার ‘হিট উইকেট’ হলেন ম্যাথিউজ-

Angelo Mathews | Image: Getty Images
Angelo Mathews | Image: Getty Images

বিশ্বকাপের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। শুরু হয়েছে নতুন বছর। অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews) বনাম শাকিব আল হাসান বিতর্ক’কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলো ক্রিকেটদুনিয়া। কিন্তু গতকাল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান টেস্টে অভিজ্ঞ শ্রীলঙ্কান অলরাউন্ডারের উইকেট হারানোর ভঙ্গি দেখে ক্রিকেটজনতার স্মৃতিতে ফের উঁকিঝুঁকি মারছে বাংলাদেশের বিরুদ্ধে হওয়া সেই ‘টাইমড আউট’। এবার অবশ্য অতিরিক্ত সময় খরচ করে আউট হন নি ম্যাথিউজ (Angelo Mathews)। বরং উইকেট খুইয়েছেন সতর্কতার অভাবে।

ইনিংসের ১০২তম ওভারে বোলিং করছিলেন আফগানিস্তানের কায়েস আহমেদ (Qais Ahmed) । একটি ডেলিভারিতে নিয়ন্ত্রণ হারান তিনি। উইকেট থেকে বেশ খানিকটা সরে তাকে স্যুইপ মারতে চেয়েছিলেন ম্যাথিউজ। বল বাউন্ডারিতে গেলেও ব্যাটের পিছনের দিক আঘাত করে স্টাম্পে। ফলত নির্বিষ বলে বাউন্ডারি লাভের বদলে উইকেট হারাতে হয় ম্যাথউজকে (Angelo Mathews)। ১৪১ রানে ব্যাট করছিলেন লঙ্কান অলরাউন্ডার। ছিলো টেস্ট ক্রিকেটে দ্বিতীয়বার দ্বিশতক করার হাতছানি। মুহূর্তের ভুলে সেই সুযোগ হাতছাড়া হলো তাঁর।

বারবার ম্যাথিউজ’ই (Angelo Mathews) কেন অদ্ভুতুড়ে সব ভঙ্গিতে আউট হন? গতকালের ঘটনার ভিডিও প্রকাশিত হওয়ার পরেই প্রশ্ন তুলেছেন নেটজনতা। মস্করা বা রসিকতা করতেও দেখা গিয়েছে কাউকে কাউকে। প্রসঙ্গত কলম্বোর মাঠে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে আপাতত এগিয়ে শ্রীলঙ্কাই। প্রথম ইনিংসে আফগানদের ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে তারা। জবাবে লঙ্কাবাহিনী তোলে ৪৩৯ রান। ম্যাথিউজের (Angelo Mathews) ১৪১’র পাশাপাশি তাদের হয়ে শতরান করেন দীনেশ চাণ্ডিমাল’ও (Dinesh Chandimal)। তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে আফগানিস্তান। চা পানের বিরতিতে তাদের স্কোর বিনা উইকেটে ৯৭।

দেখুন ম্যাথিউজের হিট উইকেট-

Also Read: “অবসর নিয়ে নাও…” দ্বিতীয় টেস্টেও চরম ফ্লপ রোহিত শর্মা, সমাজ মাধ্যমে হয়ে উঠলেন হাসির পাত্র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *