এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ক্রিকেটের লড়াইকে ছাপিয়ে একাধিক বিতর্ক চর্চার মধ্যে রয়েছে। ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ নিয়ে একাধিক সমস্যা দেখা দিয়েছিল। গ্রুপ পর্বে যখন এই দুই দল মাঠে তখন সূর্যকুমার যাদবরা কোনোরকম সৌজন্য দেখায়নি। দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি এবং সাধারণ পর্যটকদের মৃত্যুর প্রতিবাদে ভারতীয় ক্রিকেটাররা রীতিমতো জবাব দেন। কিন্তু এই ঘটনা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে (Andy Pycroft) নিশানা করে। সমস্ত দায় তার ওপর চাপিয়ে আইসিসিকে (ICC) অভিযোগ করেছিল তারা। এবার এই ম্যাচ রেফারির গুরুত্বপূর্ণ মন্তব্য প্রকাশ্যে এলো।
Read More: “জিততে কালঘাম ছুটে গেল…” ওমানের বিরুদ্ধে ২১ রানে ম্যাচ জিতেও সমাজ মাধ্যমে ট্রোলড টিম ইন্ডিয়া !!
অ্যান্ডি পাইক্রফ্টকের মন্তব্য-

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপ পর্বে ১৪ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তান (IND vs PAK) একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে টসের সময় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং সালমান খান আঘাকে (Salman Ali Agha) একে অপরের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি। এরপর ম্যাচ শেষেও ভারতীয় ক্রিকেটাররা জয় পাওয়ার পর ড্রেসিংরুমের দরজা মুখের ওপর রীতিমতো বন্ধ করে দেন। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) অপমানে আইসিসির কাছে অভিযোগ করে।
তারা দাবি করে যে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে (Andy Pycroft) দুই অধিনায়ককে একে অপরের সঙ্গে হাত মেলানোর জন্য নিষেধ করেছিলেন। এর ফলে এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে সরিয়ে না দেওয়া হলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না বলে হুমকি দেয় পাকিস্তান। এবার এই বিষয়ে পাইক্রফ্টের বক্তব্য সামনে এসেছে। তিনি বলেন, “টস শুরুর ৪ মিনিট আগে আমি পাকিস্তানকে জানিয়েছিলাম যে ভারত তাদের সঙ্গে হ্যান্ডশেক করবে না। আমি কোনো নির্দেশ দেইনি বরং বার্তা পৌঁছে দিয়েছিলাম।”
পাকিস্তানের অভিযোগ নস্যাৎ-

অ্যান্ডি পাইক্রফ্ট (Andy Pycroft) যখন পাকিস্তান ক্রিকেটকে বিষয়টি জানিয়েছিলেন তখন পিসিবি (PCB) কর্মকর্তারা আইসিসিকে (ICC) অভিযোগ করার জন্য বলেন। কিন্তু ম্যাচ যাতে তাড়াতাড়ি কোনো সমস্যা ছাড়া এগিয়ে যায় সেই দিকে নজর দেন ম্যাচ রেফারি। তিনি চেয়েছিলেন টসের সময় যাতে এমন পরিস্থিতি না হয় সালমান আলী আঘা (Salman Ali Agha) হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালেন কিন্তু সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সেটা প্রত্যাখ্যান করলেন। তখন বিষয়টি এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে ভালো দেখাতো না।
অন্যদিকে সমস্ত বিতর্কের মধ্যেই সুপার ৪’এর গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও মাঠে নামতে চলেছে ভারত এবং পাকিস্তান (IND vs PAK)। ম্যাচটি আগামীকাল ২১ সেপ্টেম্বর, রবিবার দুবাইতে অনুষ্ঠিত হবে। গ্ৰুপ পর্বের ম্যাচে সালমান আলী আঘার (Salman Ali Agha) দল ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১২৭ রান সংগ্রহ করেছিল। ম্যাচে কুলদীপ যাদব (Kuldeep Yadav) একাই ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছিলেন। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলকে ১৫.৫ ওভারেই জয় এনে দেন।