IPL 2025: আজ আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স (MI vs KKR)। ইতিমধ্যে আইপিএলের ১১টি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। তবে এখনও পর্যন্ত খাতা খুলতে ব্যর্থ হয়েছে মুম্বাই দল। একমাত্র দল হিসেবে জয়ের মুখ দেখল না মুম্বাই। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। এরপর গুজরাট টাইটান্স দলের বিরুদ্ধে রিতিমতন নেতিয়ে পড়েছিল মুম্বাই দল। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ফিরে আসলেও তারকা পেসার জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) কামব্যাক নিয়ে কোনো খবর জানা যায়নি। দলে একের পর এক সুপারস্টার তারকারা উপস্থিত রয়েছেন। তবুও জয়ের মুখ দেখতে পারছে না মুম্বাই। এবারের আইপিএলে মুম্বাই তাদের ঘরের মাঠে নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচটি খেলতে চলেছে। আজ সন্ধ্যায় ওয়ানখেড়েতে চাঁদের হাট বসতে চলেছে।
মুম্বই ম্যাচের আগে নাইট শিবিরে দুঃসংবাদ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এই মৌসুমে প্রথম ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে পরাজিত হয়েছিল। তবে পরবর্তী ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত একটি জয় ছিনিয়ে নেয় নাইট রাইডার্স। আজ তারা মুখোমুখি হতে চলেছে মুম্বাই ব্রিগেডের। ২০২১ সাল থেকে দুই দল মোট সাতবার মুখোমুখি হয়েছে, যেখানে পাঁচ বার জয় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এমনকি ২০২৪ সালের আইপিএলে দীর্ঘ ১২ বছর পর মুম্বাইকে ওয়ানখেড়েতে বেঁধে দিয়েছিল কলকাতা। তবে এবার দল বদলেছে, অধিনায়ক বদলেছে। নাইট রাইডার্স মুম্বাই এর বিরুদ্ধে একাধিক ম্যাচ হারলেও বিগত কয়েক মৌসুমে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে বেশ ব্যাকফুটে দেখা গিয়েছে। তবে আজকের ম্যাচ শুরু হওয়ার আগেই সমাজ মাধ্যমে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর খবর।
Read More: IPL 2025: বিদায়ঘন্টা বাজলো রোহিত শর্মা’র, মুম্বইয়ের হয়ে ওপেন করবেন এই তারকা ক্রিকেটার !!
বাদ পড়বেন অন্দ্রে রাসেল

কলকাতা নাইট রাইডার্স দলের অলরাউন্ডার তারকা আন্দ্রে রাসেল (Andre Russell) নাকি আজকের ম্যাচের জন্য সুস্থ নন। বিশিষ্ট সূত্রের খবর অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে মাঠে নামবেন না রাসেল। জানা গিয়েছে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন তিনি। তার চোট বেশ গুরুতর, যে কারণে আজকের ম্যাচে তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে দলের মেডিকেল টিম। এবারে শুরুটা নাইট রাইডার্স ভালো না করলেও তারা তাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে পরাস্ত করেছিল। আজ মুম্বাই ইন্ডিয়ান্স তাদের সেরা প্রদর্শন দেখাতে চাইবে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স তাদের দলের সবথেকে বড় অলরাউন্ডারকে দলের সঙ্গে পাবে না। নাইট শিবিরে গত ম্যাচে সুনীল নারিনকে (Sunil Narine) পরিবর্তন করা হয়েছিল। শারীরিক অসুস্থতার জন্য রাজস্থানের বিরুদ্ধে উপলব্ধ ছিলেন না নারিন, তাঁর পরিবর্তে মঈন আলীকে (Moeen Ali) দেখতে পাওয়া গিয়েছিল। আজকের ম্যাচে অন্দ্রে রাসেলের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের আর এক অলরাউন্ডার রোভমান পাওয়েলকে দেখতে পাওয়া যাবে।