দিল্লির বিরুদ্ধে বাদ অজিঙ্কা রাহানে, এই খেলোয়াড় করবেন অধিনায়কত্ব !! 1

আজ আইপিএল ২০২৫’এর (IPL 2025) ৪৮তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। উভয় দল তাদের শেষ কয়েকটি ম্যাচে জয়ের থেকে পরাজয়ের মুখ বেশি দেখেছে। আজ গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে কামব্যাক করতে চাইবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। চলতি মৌসুমে দিল্লি পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে নেমে এসেছে তো অন্যদিকে কলকাতা নসিট রাইডার্স সপ্তম স্থানে রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের কাছে এখনও সুযোগ রয়েছে এবারের আইপিএলের প্লে-অফে পৌঁছানোর। প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্সের এখনও বাঁকি রয়েছে পাঁচটি ম্যাচ, আর এই ৫ ম্যাচ জিততে পারলেই নাইট রাইডার্সের কাছে সুযোগ থাকবে প্লে-অফের জন্য কোয়ালফাই করার।

দিল্লির বিরুদ্ধে বাদ পড়ছেন রাহানে

Ipl 2025
Ajinkya Rahane | Image: Getty Images

দিল্লির বিরুদ্ধে নবরূপে দেখতে পাওয়া যাবে কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। এবারের আইপিএলে অন্যতম শক্তিশালী দল হলো দিল্লি ক্যাপিটালস আর দিল্লির বিরুদ্ধেই নাকি দল থেকে বাদ পড়তে দেখা যাবে নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)। সূত্রের খবর, টিম ম্যানেজমেন্ট রাহানের বদলি হিসাবে আজকের ম্যাচে উইন্ডিজ তারকা অন্দ্রে রাসেলকে (Andre Russell) গুরু দায়িত্ব দিতে চলেছে। আসলে, দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে গুরুতর চোট পেয়েছেন রাহানে, যার কারণে আজকের ম্যাচে তাঁর খেলার সম্ভবনা খুবই কম। এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় অন্দ্রে রাসেলের উপর ভরসা যোগাতে চলেছে এবং তাকেই দলের নতুন ক্যাপ্টেন হিসাবে দেখতে পাওয়া যাবে।

Read More: IPL 2025: প্লে অফের দরজা বন্ধ KKR’এর, নাইট ভক্তদের চোখের জলেই ফিরতে হচ্ছে রাহানেদের !!

দিল্লির বিরুদ্ধে ওপেনার হিসাবে রহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz) এবং সুনীল নারিনের (Sunil Narine) জুটির উপরেই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। গতবার দিল্লির বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধেই ধ্বংসাত্মক ব্যাটিং চালিয়েছিলেন নারিন। দিল্লির মাঠে নারিন ৩৯ বলে ৭টি চার ও ৭টি ছক্কায় ২১৭.৯৪ স্ট্রাইক রেটে ৮৫ রান বানিয়েছিলেন। নারিনের ব্যাটিং ঝড়ে ধরাশায়ী হয়েছিল দিল্লি দল। এবারেও ভক্তরা নারিনের ব্যাট থেকে ঠিক তেমন ব্যাটিং দেখতে উদগ্রীব হয়ে রয়েছে। তিনে ব্যাটিংয়ে আসবেন অঙ্গকৃষ রঘুবংশী যিনি এবারের আইপিএলে কলকাতার দ্বিতীয় সফল ব্যাটসম্যান। পাশাপশি, নাইট রাইডার্সের হয়ে মিডিল অর্ডার সামলাবেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও রিংকু সিং (Rinku Singh)। দুজনেই এবারের আইপিএলে নিজেদের সেরা ফর্মে না থাকলেও টিম ম্যানেজমেন্ট তাদের উপরেই দলের মিডিল অর্ডারের দায়িত্ব ছেড়ে দিতে চাইছে।

উইন্ডিজ তারকা নেবেন গুরুদায়িত্ব

Ipl 2025
Andre Russell | Image: Getty Images

লোয়ার মিডিল অর্ডারে ওয়েস্ট ইন্ডিজের দুই বিস্ফোরক ব্যাটসম্যান রোভমান পাওয়েল (Rovman Powell) এবং অন্দ্রে রাসেলকে (Andre Russell)। আটে রমনদীপ সিংকে দেখতে পাওয়া যাবে এবং দলের বোলিং বিভাগ সামলাবেন এনরিক নোকিয়া, হার্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। পাশাপশি, ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে বৈভব অরোরাকে দেখতে পাওয়া যাবে।

দিল্লির বিরুদ্ধে KKR-এর সম্ভব্য একাদশ

রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, রোভমান পাওয়েল, অন্দ্রে রাসেল, রমনদীপ সিং, এনরিক নোকিয়া, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার – বৈভব অরোরা।

Read Also: IPL 2025 DC vs KKR Match Preview: মরণ-বাঁচন ম্যাচে দিল্লি মাটিতে কলকাতার অগ্নিপরীক্ষা, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *