IPL 2025: বুকে পাথর চেপে সিদ্ধান্ত নিচ্ছেন ক্যাপ্টেন রাহানে, দলের মেরুদন্ডকে দিচ্ছেন বাদ !! 1

IPL 2025: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলে কিছুটা পিছিয়ে থেকে যাত্রা শুরু করেছে। ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে না পারলে প্লে অফের দৌড় থেকে ছিটকে যেতে পারে নাইট বাহিনী। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৭ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। সোমবার হাইভোল্টেজ ম্যাচে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে মাঠে নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে ইডেন গার্ডেন্সে জয় তুলে নিতে মরিয়া নাইট বাহিনী। ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন আজিঙ্কা রাহানে।

Read More: আইপিএলের মধ্যেই প্রাক্তন ভারতীয় অধিনায়কের ওপর অ্যাকশন, স্টেডিয়াম থেকে সরানো হলো নাম !!

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাহানের-

IPL 2025: বুকে পাথর চেপে সিদ্ধান্ত নিচ্ছেন ক্যাপ্টেন রাহানে, দলের মেরুদন্ডকে দিচ্ছেন বাদ !! 2
Andre Russell | Image: Getty Images

শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে মাত্র ১১১ রান তাড়া করতে মুখ থুবড়ে পড়ে কলকাতা (KKR)। মাত্র ৯৫ রানে শেষ হয় তাদের ইনিংস। দলের অভিজ্ঞ তারকা আন্দ্রে রাসেল (Andre Russell) এই ম্যাচে ১১ বলে মাত্র ১৭ রান সংগ্রহ করেন। চলতি টুর্নামেন্টে তিনি একেবারেই ছন্দে নেই। এখনও পর্যন্ত এই ক্যারিবিয়ান তারকা ৭ ম্যাচে করেছেন মাত্র ৩৪ রান। এর সঙ্গেই ৭ ম্যাচে সংগ্রহ করেছেন মাত্র ৫ টি উইকেট। ফলে আর কেকেআর কর্মকর্তারা আন্দ্রে রাসেলের (Andre Russell) ওপর ভরসা করতে পারছেন না। ফলে দীর্ঘদিনের এই অভিজ্ঞ তারকাকে ছড়াই গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামতে চলেছে কলকাতা। সূত্র অনুযায়ী রাসেলের পরিবর্তে রোভম্যান পাওয়েল (Rovman Pawell) নাইট একাদশে জায়গা পেতে চলেছেন।

প্লে অফের দৌড়ে পিছিয়ে নাইট বাহিনী-

IPL 2025: বুকে পাথর চেপে সিদ্ধান্ত নিচ্ছেন ক্যাপ্টেন রাহানে, দলের মেরুদন্ডকে দিচ্ছেন বাদ !! 3
KKR | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR) এই বছর নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে ইডেন গার্ডেন্সে হারের সম্মুখীন হয়। তারপর রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুরন্ত জয় তুলে নিলেও মুম্বাই ইন্ডিয়ান্স, লখন‌উ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছে কেকেআর। ফলে নাইট বাহিনী বর্তমানে ৭ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে ৬ পয়েন্টের সঙ্গে ৬ নম্বরে অবস্থান করছে। তাদের বর্তমান নেট রান রেট +০.৫৪৭।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-

কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, এনরিচ নরখিয়া

ইম্প্যাক্ট প্লেয়ার- বরুণ চক্রবর্তী/আন্দ্রে রাসেল

Read Also: IPL 2025: বিরাটের সেলিব্রেশনে ‘বিরক্ত’ শ্রেয়স, মাঠের মধ্যেই তুমুল বচসা দুই তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *