দারিদ্রতার সঙ্গে লড়াই করে কোটি টাকার তারকা, KKR'এর এই ক্রিকেটারের স্ত্রী হার মানাবে ব‌লিউড নায়িকাদের !! 1

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বের অন্যতম সফল একটি দল। এই দল হয়ে আন্তর্জাতিক মঞ্চে একাধিক কিংবদন্তি ক্রিকেটার নিজেদের উজ্জ্বল উপস্থিতি তৈরি করেছেন। ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলেও (IPL 2025) প্রতিবছর একাধিক ক্যারিবিয়ান তারকা অংশগ্রহণ করে থাকেন। তাদের মধ্যে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) সুনীল নারিন (Sunil Narine) এবং আন্দ্রে রাসেল (Andre Russell) অন্যতম পরিচত মুখ। দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট জীবনেও এই দুই তারকা সফলতা অর্জন করেছেন। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন আন্দ্রে রাসেল (Andre Russell)। এই ক্রিকেটারের জীবন যুদ্ধের অজানা লড়াই আজ এখানে তুলে ধরা হলো।

Read More: IND vs ENG 4th Test: চোটে কাবু জোড়া পেসার, ম্যাঞ্চেস্টার টেস্টে বোলিং আক্রমণ সাজাতে হিমশিম কোচ গম্ভীর !!

দারিদ্রতার সঙ্গে লড়াই করে সাফল্য-

দারিদ্রতার সঙ্গে লড়াই করে কোটি টাকার তারকা, KKR'এর এই ক্রিকেটারের স্ত্রী হার মানাবে ব‌লিউড নায়িকাদের !! 2
Andre Russell | Images: Getty Images

২৩ জুলাই, বুধবার ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার (WI vs AUS) বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে।‌ এই ম্যাচটি আন্দ্রে রাসেলের (Andre Russell) আন্তর্জাতিক ক্রিকেট জীবনের শেষ ম্যাচ হতে চলেছে। ৩৭ বছর বয়সী এই ক্যারিবিয়ান তারকা ২৯ এপ্রিল ১৯৮৮ সালে জামাইকাতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই দারিদ্রতার মধ্যে বড়ো হয়েছেন তিনি। তার বাবা মাইকেল রাসেল শ্রমিক হিসাবে একটি কারখানায় কাজ করতেন। ফলে আন্দ্রে রাসেলের (Andre Russell) মা স্যান্ড্রা ডেভিস চাইতেন তার ছেলে পড়াশোনা করে ভালো চাকরি করুক।

কিন্তু রাসেল (Andre Russell) ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহী ছিলেন। তিনি প্রায় মায়ের কথা অমান্য করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যান। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্দ্রে রাসেল (Andre Russell) তার মাকে বলেছিলেন, “আমায় দুই বছর সময় দাও। ক্রিকেটে উন্নতি করতে না পারলে তোমরা যা চাইবে তাই করবো।” এরপর আর পিছনে ফিরে তাকাননি এই ক্যারিবিয়ান তারকা। ২০০৭ সালে জামাইকার হয়ে প্রথম শ্রেণি ক্রিকেটে অভিষেক করেন রাসেল (Andre Russell)। তার বিধ্বংসী ব্যাটিং এবং বোলিং জাতীয় নির্বাচকদের মন জয় করে নেয়। তারপর‌ই ২০১০ সালে প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মাঠে নেমেছিলেন এই তারকা অলরাউন্ডার।

সুন্দরী মডেলের সঙ্গে বিয়ে-

দারিদ্রতার সঙ্গে লড়াই করে কোটি টাকার তারকা, KKR'এর এই ক্রিকেটারের স্ত্রী হার মানাবে ব‌লিউড নায়িকাদের !! 3
Andre Russell and Jassym Lora | Images: Instagram

আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব জুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করে থাকেন আন্দ্রে রাসেল (Andre Russell)। ক্রিকেট খেলে অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে গ্ল্যামার ওয়ার্ল্ডেও তার পদচরণ ঘটে। হট মডেল এবং ফ্যাশান জগতের পরিচিত মুখ জেসিম লোরার (Jassym Lora) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এই ক্যারিবিয়ান তারকা। ২০১৪ সালে বাগদান পর্ব সম্পন্ন হওয়ার পর ২০১৬ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

২০২০ সালে আন্দ্রে রাসেল (Andre Russell) এবং জেসিম লোরার (Jassym Lora) কোলে আসে ফুটফুটে একটি কন্যা সন্তান। উল্লেখ্য জেসিম লারার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৩ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। অন্যদিকে আন্দ্রে রাসেল (Andre Russell) এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৬ টি ওডিআই ম্যাচে ১০৩৪ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ৭০ টি উইকেট তুলে নিয়েছেন। এছাড়াও দেশের হয়ে ৮৫ টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ১০৮৬ রান সংগ্রহ করেছেন। এই ফরম্যাটে রাসেলের (Andre Russell) সংগ্রহে আছে মোট ৬১ টি উইকেট।

Read Also: ২০২৬ আইপিএলের আগেই দল পেলেন বিরাট কোহলির ভাইপো, এই ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন তিনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *