ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের মাঝেই ক্রিকেট থেকে অবসর নিলেন তারকা ক্রিকেটার !! 1

জমে উঠেছে ভারত এবং ইংল্যান্ডের (IND vs ENG) মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম দিন। আবার একবার টস জিতেছেন ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে শুভমান বাহিনী। ভারতীয় দলের হয়ে আজকের টেস্টে অভিষেক করেছেন আনশুল কম্বোজ (Anshul Kamboj)। অন্যদিকে আজকের ম্যাচের কথা বলতে গেলে, ভারতীয় দলের ওপেনিং জুটি আবার একবার ইংল্যান্ডে দুর্দান্ত সূচনা দিয়েছেন। রাহুল ও জয়সওয়ালের মধ্যে ৯৪ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। একদিকে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে তো আজকের দিনেই ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছেন এক তারকা খেলোয়াড়।

অবসর নিলেন তারকা ক্রিকেটার

ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের মাঝেই ক্রিকেট থেকে অবসর নিলেন তারকা ক্রিকেটার !! 2
Andre Russell | Image: Twitter

আসলে, আজ সকালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা খেলোয়াড় অন্দ্রে রাসেল (Andre Russell)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেললেন জামাইকার রাসেল। কিছুদিন আগেই আন্তর্জাতিক ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন তাঁরই সতীর্থ নিকোলাস পুরান। দুই তারকা ক্রিকেটার অবসর নিতেই উইন্ডিজ দল আরও দুর্বল দলে পরিণত হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। আর অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম দুটি ম্যাচ জ্যামাইকাতে খেলার কথা ছিল। ঘরের মাঠে টেস্টে ৩-০ ব্যাবধানে পরাস্ত হওয়ার পর উইন্ডিজ দল টি টোয়েন্টি সিরিজেও পিছিয়ে পড়েছে।

রাসেলের আন্তর্জাতিক ক্যারিয়ার

T20, ind vs eng
Andre Russell | Image: Twitter

রাসেল আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে অজি দের বিরুদ্ধে ১৫ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। মেরুন জার্সিতে রাসেল ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী শেষ উইন্ডিজ তারকা। ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন রাসেল। রাসেল, মেরুন জার্সিতে ৫৬টি ওডিআই এবং ৮৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওডিআই ফরম্যাটে ২৭.২১ গড়ে ও ১৩০.২৩ স্ট্রাইক রেটে ৪টি অর্ধ-শতরানের বিনিময়ে রাসেল ১০৩৪ রান বানিয়েছেন। তাছাড়া, টি-টোয়েন্টি ফরম্যাটে ২২ গড়ে ও ১৬৩.৮০ স্ট্রাইক রেটে ৩টি অর্ধশতরান সহ ১১২২ রান বানিয়েছেন। তাছাড়া, বল হাতে রাসেল ওডিআই ফরম্যাটে ৭০ এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৬১টি উইকেট নিয়েছেন।

Read Also: WTC’তে আইসিসির নতুন চাল, জয় শাহয়ের হাতে ক্ষমতা যেতেই এক ঘরে পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *