গত মাসেই সমাপ্তি ঘটেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025)। এবারের আইপিএলে পাঞ্জাবকে হারিয়ে ১৮ বছর পর শিরোপা জয় করলো আরসিবি। এবার আইপিএল চলাকালীন ও আইপিএল শেষ হতে না হতেই বেশ কয়েকজন খেলোয়াড় আন্তর্জাতিক ফরম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছেন। মে মাসের দ্বিতীয় সপ্তাহে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিতের অবসরের পর বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেন। এরপর আইপিএল শেষ হতেই উইন্ডিজ দলের প্রাক্তন অধিনায়ক নিকোলাস পুরান ও দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনও অবসরের ঘোষণা করেছিলেন। এবার আরও এক উইন্ডিজ তারকা ক্রিকেটার ও কলকাতা নাইট রাইডার্স দলের গুরুত্বপূর্ণ সদস্য অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন।
অবসরের ঘোষণা দিলেন তারকা KKR অলরাউন্ডার

এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের তারকা অলরাউন্ডার অন্দ্রে রাসেল (Andre Russell)। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। সেটাই হবে দেশের হয়ে রাসেলের শেষ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে নাস্তানাবুদ হওয়ার পর এবার উইন্ডিজ দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে অজিদের বিরুদ্ধে। আর এই টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে জায়গা দেওয়া হয়েছে অন্দ্রে রাসেলকে। তবে, দুই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন রাসেল। আসলে, প্রথম দুটো ম্যাচ হবে রাসেলের ঘরের মাঠ জামাইকার সাবাইনা পার্কে। নাইট রাইডার্স দলের তারকা ক্রিকেটার টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম সেরাদের একজন হলেন রাসেল। ২০১২ থেকে এই দলের হয়েই খেলে আসছেন রাসেল। আইপিএলে দুবার মৌসুমের সেরা খেলোয়াড়ও হয়ে উঠেছিলেন তিনি।
Read More: ওডিআই ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজীব শুক্লা !!
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রাসেল

উইন্ডিজ দলের হয়ে ২০১১ সালে টি-টোয়েন্টি অভিষেক করেছিলেন রাসেল। তাছাড়া, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার সাত মাস আগে অবসর নিচ্ছেন রাসেল। দু’মাসেরও কম সময়ের মধ্যে উইন্ডিজ দলের দুই তারকা ক্রিকেটার অন্দ্রে রাসেল এবং নিকোলাস পুরান অবসরের ঘোষণা দিয়েছেন। দুই তারকাকে ছাড়া উইন্ডিজ দলের সামর্থ অনেকটাই কমে যায়। রাসেল কেকেআর দলের অবিচ্ছেদ অংশ, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও রাসেল ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। সদ্য, তিনি মেজর লীগ ক্রিকেটে অসাধারণ ফর্মে ছিলেন। রাসেল, দেশের হয়ে ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে ২২ গড়ে এবং ১৬৩.০৮ স্ট্রাইক রেটে ১০৭৮ রান করেছেন। এছাড়া বল হাতে ৩০.৫৯ গড়ে ৬১টা উইকেটও নিয়েছেন তিনি। ২০১২ এবং ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী উইন্ডিজ দলের সদস্য ছিলেন রাসেল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর আইপিএলে কেকেআরের (KKR) হয়ে আগামী মরসুমে তাঁকে খেলতে দেখা যাবে কি না তা এখনও নিশ্চিত নয়।