ম্যাচ হেরেও কপাল পুড়লো KKR’এর, রাসেল ও নারিন ফাঁসলেন ঘোর সমস্যায় !! 1

IPL 2025: চন্ডীগরের মুল্লানপুরে গতকাল পাঞ্জাব কিংসের কাছে লজ্জাজনক ভাবে পরাজিত হতে হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে। পাঞ্জাবের বিরুদ্ধে কেবলমাত্র ১১১ রান তাড়া করতেই লেজে গোবরে করে ফেলেছিল নাইট রাইডার্স। পাঞ্জাবের বানানো ১১১ রান তাড়া করতে এসে ৯৫ রানে গুটিয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটিং। আর তারপরেই সমাজ মাধ্যমে নাইট রাইডার্স দলের এই পারফরম্যান্স নিয়ে তুমুল চর্চা চলছে।

কলকাতার পরাজয়ের থেকে দলের তিন তারকাকে নিয়ে শুরু হয়েছে চর্চা। সুনীল নারিন, অন্দ্রে রাসেল এবং অ্যানরিখ নোকিয়ার ব্যাট নিয়ে শুরু হয়েছে চর্চা। এই তিন খেলোয়াড়কে তাদের ব্যাট পরিবর্তন করেই নামতে হয়েছিল। এই প্রথম নয়, আগেও মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, RCB- দলের ওপেনার ফিলিপ সল্ট এবং রাজস্থানের ফিনিশার শিমরন হেটমায়ারের ব্যাট পরীক্ষা হয়েছিল। আসলে, তাদের ব্যাটের মাপ নিয়ে সন্দেহ হয়েছিল আম্পায়ারদের। যে কারণে, ব্যাট পরিমাপক যন্ত্র দিয়ে ব্যাটের পরীক্ষা করেই তারকা ক্রিকেটাররা ব্যাটিংয়ের ছাড়পত্র পেয়েছিলেন। কারণ তাঁদের সকলের ব্যাটই আইপিএলের বেঁধে দেওয়া মাপেই ছিল।

Read More: IPL 2025: “মন মে লাড্ডু ফুটা…” KKR’এর বিরুদ্ধে দুরন্ত বোলিং করতেই চাহালকে জড়িয়ে ধরলেন প্রীতি জিন্টা, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

পছন্দের ব্যাট নিয়ে নামতে পারেননি নারিন-রাসেলরা

Ipl 2025
Andre Russell and Sunil Narine | Image: Getty Images

আসলে, গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে রাসেল, নারিন ও নোকিয়া পঞ্জাবে যে ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন, তা ছিল আকার আকৃতিতে বড়। চতুর্থ আম্পায়ার সইদ খালিদ সুনীল নারিন এবং অঙ্গকৃষ রঘুবংশীর ব্যাট পরীক্ষা করেছিলেন সাইডলাইনে, সেই ভিডিয়ো ভাইরালও হয়ে গিয়েছে। প্রথমবারের মতো, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আইপিএলে (IPL 2025) বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। আসলে, ম্যাচ চলাকালীন মাঠের আম্পায়ারদের নিয়মিত ব্যাটের মাপ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

এবার ব্যাটের নির্দিষ্ট মাপ নিয়েই মাঠে নামতে হবে ব্যাটসম্যানদের। খেলার সতর্কতা বাড়ানোর জন্য এবার আম্পায়ারদের কাছে ‘হোম-শেপড ব্যাট গেজ’ থাকবে। প্রতিটি ব্যাটসম্যানকে গার্ড নেওয়ার আগে সেই গেজ পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। আইপিএলের অফিসিয়াল রুলবুক অনুযায়ী, ব্যাটের ব্লেডের প্রস্থ হতে হবে ৪.২৫ ইঞ্চি বা ১০.৮ সেমি। গভীরতা হতে হবে ২.৬৪ ইঞ্চি বা ৬.৭ সেমি, তাছাড়া ব্যাটের প্রান্ত হওয়া উচিত ১.৫৬ ইঞ্চি বা ৪.০ সেমি। ‘হোম-শেপড ব্যাট গেজ’-এর মধ্যে দিয়ে ব্যাট প্রবেশ করলে তাহলেই ব্যাটসম্যান খেলার অনুমোদন পাবেন।

Read Also: IPL 2025: আইপিএলে বেটিং চক্রের রহস্যময় গতিবিধি, এই ফ্রাঞ্চাইজিগুলিকে সতর্ক করলো বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *