anaya-bangar-on-sexual-harassment

সম্প্রতি সংবাদসংস্থা লাল্লানটপ’কে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটমহল সম্পর্কে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন অনয়া বাঙ্গার (Anaya Bangar)। অনয়ার পরিচয়-তিনি প্রাক্তন টিম ইন্ডিয়া তারকা ও ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান। পুরুষ হিসেবে জন্মালেও মানসিক ভাবে তিনি যে একজন নারী, তা অল্প বয়সেই বুঝেছিলেন অনয়া। নিজেই বলেছেন, “আমার যখন আট বা নয় বছর বয়স, তখন মায়ের আলমারি থেকে ওঁর পোশাক গুলো টেনে বার করতাম। চাইতাম সেগুলো পরতে। পরতামও। তারপর আয়নার দিকে তাকিয়ে মনে মনে বলতাম, ‘আমি মেয়ে। আমি মেয়ে হতে চাই।’” শেষমেশ ২০২১ সালে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি। ইংল্যান্ডে গিয়ে শুরু করেন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (HRT)। ১১ মাস চলে তা। এখন মানসিক ও শারীরিক দিক দিয়ে সম্পূর্ণ একজন নারী অনয়া।

Read More: IPL 2025: ট্রফি জিততে দুরন্ত চাল দিলো CSK, দলে এন্ট্রি নিলেন ‘এবি ডিভিলিয়ার্স’ !!

হেনস্থার শিকার হয়েছেন, জানালেন অনয়া-

Anaya Bangar | Image: Twitter
Anaya Bangar | Image: Twitter

“অবশ্যই অনেকে আমার পাশে ছিলেন। তবে প্রচুর হেনস্থার শিকারও হয়েছি,” পুরুষ থেকে নারী হয়ে ওঠা প্রসঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন অনয়া। তবে ক্রিকেটীয় বৃত্তের বেশ কয়েকজন মানুষের আচরণ যে তাঁকে চূড়ান্ত আঘাত দিয়েছে তাও জানাতে ভোলেন নি তিনি। “…বেশ কয়েকজন ক্রিকেটার আমার নগ্ন ছবি চেয়েছিলেন,” বিস্ফোরক অভিযোগ করেছেন অনয়া (Anaya Bangar)। গোটা যাত্রাপথটা ঠিক কতটা কঠিন ছিলো তা অকপটে জানিয়েছেন সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) সন্তান। তাঁর কথায় বারবার ঘুরেফিরে এসেছে ক্রিকেটের প্রসঙ্গ’ও। বাবার মতই দেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখতেন অনয়া’ও। কিন্তু রূপান্তরের পরে সেই স্বপ্ন ভেঙেছে তাঁর। রূপান্তরিত নারীরা মহিলা ক্রিকেটে অংশ নিতে পারবেন না, ২০২৩-এ ঘোষণা করেছে কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থা।

একজন রূপান্তরকামী হিসেবে ক্রিকেটের মাঠেও যে নিজের পরিচয় লুকিয়ে রাখতে হত তাঁকে, তা জানিয়েছেন অনয়া (Anaya Bangar)। বলেন, “আমি মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালদের মত পরিচিত ক্রিকেটারদের সাথে খেলেছি। আমাকে নিজের ব্যাপারে বেশ গোপনীয়তা রক্ষা করতে হত কারণ বাবা ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি। ক্রিকেটদুনিয়া আদতে নিরাপত্তাহীনতা ও বিষাক্ত পৌরুষে ভরা।” হেনস্থার কিছু ঘটনার কথাও সাক্ষাৎকারে জানিয়েছেন অনয়া। বলেন, “একজন সবার সামনে আমায় গালিগালাজ করতেন। তিনিই আবার আমার পাশে বসে আমার থেকে ছবি চাইতেন। যখন ভারতে গিয়েছিলাম, তখন আরও একটি ঘটনা ঘটেছিলো। একজন প্রাক্তন ক্রিকেটারকে নিজের পরিস্থিতির কথা জানিয়েছিলাম। তিনি আমায় বলেন, ‘গাড়ির মধ্যে চলো। আমি তোমার সাথে শুতে চাই,’।”

ক্রিকেটার হওয়ার স্বপ্ন ভেঙেছে অনয়ার-

From Aryan to Anaya Bangar | Image: Twitter
From Aryan to Anaya Bangar | Image: Twitter

যখন আরিয়ান ছিলেন তখন ক্রিকেট খেলতেন ইসলাম জিমখানা ক্লাবের হয়ে। পরে লন্ডন পাড়ি দেন তিনি। সেখানেও লেস্টারশায়ারের হিঙ্কলে ক্লাসের হয়ে ক্রিকেট খেলা শুরু করেছিলেন বাম হাতি ব্যাটার। কিন্তু পুরুষ থেকে নারীরে রূপান্তরিত হওয়ার পর পেশাদার ক্রিকেটের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে তাঁর জন্য। আইসিসি’র নিয়মের তীব্র বিরোধিতা করেও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনয়া (Anaya Bangar)। লেখেন, “লিঙ্গ পরিবর্তন করানোয় আমি যে ক্রিকেট খেলতে পারবো না তা কখনো ভাবতে পারি নি। নিয়মে বলা রয়েছে যে বয়ঃসন্ধির আগে লিঙ্গ পরিবর্তন করালেই একমাত্র মহিলাদের ক্রিকেটে অংশ নেওয়া যাবে। কিন্তু আইন অনুযায়ী ১৭ বছরের আগে লিঙ্গ পরিবর্তন করাই যায় না।” নিয়মের জাঁতাকলে পড়ে তাঁর মত অজস্র ক্রিকেটারের স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

Also Read: IPL 2025 RCB vs PBKS: বোলিং-এ লুকিয়ে সাফল্যের চাবিকাঠি, পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠের ‘জুজু’ কাটাতে মরিয়া বেঙ্গালুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *