শাড়ি পরা ছবিতে ঝড়, ধর্ষণ হুমকির শিকার অনয়া বাঙ্গর !! 1

ভারতের প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় দলের কোচ সঞ্জয় বাঙ্গরের কন্যা অনয়া বাঙ্গরকে ঘিরে আবার সমাজ মাধ্যমে চর্চা শুরু হয়েছে। হরমোন ট্রান্সপ্লান্টের পর যুক্তরাজ্য থেকে ফিরে আসার পর তিনি আলোচনায় উঠে আসেন। অনায়া আগে সকলের কাছে আরিয়ান বাঙ্গার নামে পরিচিত ছিলেন। তিনি মুম্বাই ক্রিকেট দলের যুব বিভাগের ক্রিকেটার ছিলেন। তাঁর সতীর্থদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সরফরাজ খান (Sarfaraz Khan), যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) মতো খেলোয়াড়দের সাথে ছোটখাটো ক্রিকেট টুর্নামেন্টে ক্রিকেট খেলতেন।

ধর্ষণের হুমকি পেলেন অনয়া বাঙ্গর

Sanjay Bangar, অনয়া বাঙ্গর
Anaya Bangar | Image: Twitter

প্রসঙ্গত, অনয়া বাঙ্গর অস্ত্রোপচারের আগে তিনি একজন বাঁ-হাতি অলরাউন্ডার ছিলেন। তবে অস্ত্রোপচারের পরে তাঁর ক্রিকেটের প্রতি আগ্রহ কমেনি। সম্প্রতি, ইংল্যান্ডের সুপ্রিম কোর্ট ট্রান্সজেন্ডারদের জন্য পেশাদারি ক্রিকেট খেলায় ব্যান লাগিয়ে দিয়েছে। যার পর বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন অনয়া। তবে, তিনি অস্ত্রোপচারের পর থেকে তিনি প্রতিদিনই আপডেট দিচ্ছেন। সম্প্রতি আনায়ার শাড়ি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Read More: ৬, ৬, ৬, ৬…নয়া রোহিত শর্মা’র উত্থান ক্রিকেটদুনিয়ায়, ৭ বলেই তুললেন ৩৮ রান !!

আর সেই ছবিটি সমাজ মাধ্যমে শেয়ার করতেই তিনি বেশ কিছু নেগেটিভ বার্তা পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দিন দিন সাইবার বুলিং ও হুমকির ঘটনা বাড়ছে। এবার সেই শিকার হয়েছেন অনয়া। সূত্রের দাবি, তাঁর শাড়ি পরা ছবিটি শেয়ার করার পর সমাজ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করে। যার পর তাকে ধর্ষণ করার হুমকি পাঠানো হয়। অনয়া বিষয়টিকে হালকা ভাবে নেননি এবং তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে শোনা গিয়েছে।

বিগ বসে অংশ নিতে পারেন অনয়া

অনয়া বাঙ্গর
Anaya Bangar | Image: Twitter

পাশাপশি, অনয়া বাঙ্গর এক ঘোষণায় টেলিভিশন দুনিয়ায় এখন ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ‘বিগ বস ১৯’-এ অংশ নিতে পারেন অনয়া। তিনি LGBTQ+ সম্প্রদায়ের কণ্ঠস্বর হিসেবে অনেক তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। লিঙ্গ পরিবর্তন নিয়ে তিনি খোলাখুলি প্রকাশ করার সাহস দেখিয়েছেন। বিগ বসের মাধ্যমে তিনি ট্রান্সজেন্ডারদের সমাজে যেভাবে দমিয়ে রাখা হয় তার উপরে মুখ খুলবেন। যদিও চ্যানেল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি।

Read Also: এশিয়া কাপের স্কোয়াড চূড়ান্ত, ভারতীয় জার্সিতে দেখা যাবে না এই তিন ক্রিকেটারকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *