IPL 2025: আইপিএলের ১৮ তম মরসুমের প্রতিটি ম্যাচের উন্মাদনা আরও বাড়িয়ে দেওয়ার জন্য বিসিসিআই একাধিক অনুষ্ঠানের আয়োজন করছে। উদ্বোধনী মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে একাধিক বলিউড তারকাকে। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সের (Mumbai Indians vs Kolkata Knight Riders) বিপক্ষে মাঠে নামতে চলেছে। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই সেজে উঠছে ক্রিকেটের শহর মুম্বাই। এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামেও জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকাদের সঙ্গে সামিল হতে চলেছেন ক্রিকেট ভক্তরা।
ওয়াংখেড়েতে বলিউড অভিনেত্রীর অনুষ্ঠান-

আজ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস (RR vs CSK)। ম্যাচ শুরুর আগে মেগা অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউড অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। এর আগে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়া কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (KKR vs RCB) উদ্বোধনী ম্যাচের আগেও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে একাধিক বলিউড তারকাদের সঙ্গে গায়ক-গায়িকারা উপস্থিত ছিলেন। এবার ৩১ মার্চ সোমবার কলকাতা নাইট রাইডাস বনাম মুম্বাই ইন্ডিয়ানসের (KKR vs MI) ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামেও বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ম্যাচ শুরুর আগে মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে (Ananya Panday)। অনুষ্ঠানটি সন্ধ্যা ৬:৩০ থেকে শুরু হবে।
জয়ের মধ্যে ফিরেছে নাইট শিবির-

চলমান আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে ৭ উইকেটে হেরে যাত্রা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে দলকে ৮ উইকেটে জয় এনে দিয়েছেন। দলের হয়ে ওপেনার কুইন্টন ডি কক (Quinton de Kock) ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। বল হাতে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), হর্ষিত রানা (Harshit Rana) থেকে মঈন আলীও (Moeen Ali) ছন্দে আছেন। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে লিগ পর্বের তৃতীয় ম্যাচেও জয় তুলে নিতে চাইছে নাইট বাহিনী। তবে ধারবাহিকভাবে চেন্নাই সুপার কিংস (CSK) এবং গুজরাট টাইটান্সের (GT) কাছে হারের পর ঘরের মাঠে প্রথম জয় তুলে নিতে মরিয়া হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ফলে এই ম্যাচের দিকে ক্রিকেট ভক্তদের বিশেষ নজর থাকবে।