হার্দিক কিংবা রিয়ান নয়, বরং এই খেলোয়াড়ের উপর হৃদয় হারালেন অনন্যা পান্ডে !! 1

বলিউডের জনপ্রিয় অভিনেতা চাংকি পান্ডের কন্যা হলেন অনন্যা পান্ডে (Ananya Pandey)। চলতি সময়ে বেশ কিছু সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে অনন্যা পান্ডে কে। তরুণ হার্টথ্রব বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে (Ananya Pandey) ক্রিকেটকে খুব কাছ থেকেই অনুসরণ করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে (IPL 2024) অনেকবার কলকাতা নাইট রাইডার্সকে (KKR) সমর্থন করতে দেখা গেছে তাকে। শাহরুখ কন্যা সুহানার সাথে নাইট রাইডার্স দলকে সমর্থন করে থাকেন অনন্যা।

তাছাড়া কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার শুভমান গিলের (Shubman Gill) বিপরীতে একটি হেডফোন কোম্পানির বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা গিয়েছে। এই বিজ্ঞাপনের পর সমাজ মাধ্যমে গিল ও অনন্যার সম্পর্কে ঘিরে শুরু হয়েছে চর্চা। এসবের মাঝে অনন্যা তার সর্বকালের ক্রীড়া ব্যক্তিত্বের নাম বাছাই করে নিলেন। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার সাথে ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে হার্দিক ও অনন্যাকে বেশ উপভোগ করতে দেখা গিয়েছিল এবং দুজনের নাচের মুহূর্ত সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিরাটকে পছন্দ করেন অনন্যা

Ananya Pnadey
Ananya Pnadey | Image: Twitter

তিনি শুভমান গিল, হার্দিক পান্ডিয়া কিংবা রিয়ান পরাগের নাম নেননি, বরং তিনি বিরাট কোহলির (Virat Kohli) একনিষ্ঠ ভক্ত। ২৫ বছর বয়সী তরুণ অভিনেত্রী অনন্যা পান্ডেকে (Ananya Pandey) তার প্রিয় ক্রিয়াবীদের নাম জিজ্ঞাসা করা হলে অনন্যা কোনো সংকোচবোধ না করেই বিরাট কোহলিকে বেছে নেন। তিনি, স্পষ্ট বলেন, “আমার পছন্দের খেলোয়াড় হলেন বিরাট কোহলি।” যদিও এই প্রথম নয় এর আগেও নানান সাক্ষাৎকারে বিরাটের নাম নিতে শোনা গিয়েছিল অনন্যার মুখে।

বিরাট কোহলি (Virat Kohli) বিশ্ব ক্রিকেটের অনেক বড় নাম। তার ব্র্যান্ড ভ্যালুও প্রচুর। যে কারণে বড় বড় সেলিব্রেটিরাও বিরাট ভক্ত। ভারতীয় দলের এই প্রতিভাবান খেলোয়াড়কে পছন্দ করেন ৮ থেকে ৮০। বিরাট ইংল্যান্ড থেকে সদ্য দেশে ফিরেছেন এবং ভারতীয় দলের স্কোয়াডে যোগ দিয়েছেন। আগামী ১৯ তারিখ থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য অনুশীলনে ব্যাস্ত কোহলি, তিনি ভারতের জার্সিতে তার শেষ টেস্ট ম্যাচটি চলতি বছরের জানুয়ারিতে খেলেছেন।

টেস্ট সিরিজে নয়া কীর্তিমান রচনা করবেন কোহলি

Virat kohli, ANANYA
Virat Kohli | Image: Getty Images

দীর্ঘ সময় বাদে টেস্ট দলে ফিরবেন কিং কোহলি। এই ফরম্যাটে কিছুটা ধার হারিয়েছেন কোহলি, এমনকি তার গড় ৫০’এর নিচে নেমে এসেছে। কোহলি টেস্ট ক্রিকেটে ১১৩ ম্যাচে ৪৯.১৬ গড়ে ৮৮৪৮ রান বানিয়েছেন এবং ক্যারিয়ার জুড়ে ৩০টি অর্ধশতাধিক রান এবং ২৯টি শতরান হাঁকিয়েছেন। শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতার পর বাংলাদেশের বিরুদ্ধে নতুন কীর্তিমান রচনা করতে চাইবেন কোহলি।

Read Also: Ananya Pandey: “আমি বিরাট কোহলি’কেই পছন্দ করি…” সাক্ষাৎকারে সাফ জানালেন বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *