১৩ই ডিসেম্বর মেসির আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল মদ্রিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, ৩-০ ব্যাবধানে ক্রয়েশিয়াকে পরাজিত করে বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করলো আর্জেন্টিনা, ওইদিন মাঠে হাজির ছিলেন বলিউড সুপারস্টার অনন্যা পান্ডে, কাতার স্টেডিয়ামে মেসি ম্যাজিক দেখতে উপস্থিত ছিলেন একের পর এক সুপারস্টার, ওদিন মাঠে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম, তার সাথে দেখা করার শৈশবের স্বপ্নও পূরণ করেছেন বলিউডের এই সুপারস্টার। এমনকি টেনিস আইকন সানিয়া মির্জাকেও আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার ম্যাচটিতে উপস্থিত ছিলেন, তিনি তার বোনের সাথে উপস্থিত ছিলেন মাঠে।
অনন্যার স্পেশাল দিন
অনন্যা ওইদিনটিতে মেসির জয় দেখে ফেলেছে, সাথে ক্লাউড নাইনে থাকা অনন্যা পান্ডের দিকে যখন বেকহ্যাম তার দিকে হাত নাড়িয়েছিলো তখন তার সব চাওয়া পাওয়া পূরণ হয়ে গিয়েছিল, তিনি ইস্টটা তে বেকহ্যামের ছবি পোস্ট তিনি লিখেছেন, “আই এম ডান.. বেকহ্যাম আমার দিকে হাত নাড়িয়েছে”, অনন্যা ছাড়াও, সঞ্জয় কাপুর, আদিত্য রায় কাপুর, এবং চাঙ্কি পান্ডেও সেমিফাইস ম্যাচ দেখেছিলেন। হাই-ভোল্টেজ গেমের পরে, বলিউড তারকারা সানিয়া মির্জার সাথে ডিনার করেছিলেন আল মাহা দ্বীপে।
🤩Popular Bollywood actors Sanjay Kapoor, Aditya Roy Kapur & Chunky Panday, tennis star Sania Mirza and other personalities spotted at Nammos, Al Maha Island! #ILoveQatar #Qatar #Qatar2022 #WorldCupQatar2022 #almahaisland pic.twitter.com/yLJFFyxAov
— ILoveQatar – Live (@ILQLive) December 13, 2022
ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা
বলিউড অভিনেত্রী, দীপিকা পাড়ুকোন এখন বিশ্বব্যাপী অভিনেত্রী হয়ে উঠেছেন, তিনি প্রথম কোনো গ্লোবাল শিল্পী হিসেবে ফাইনালের ফিফা বিশ্বকাপের ট্রফি নির্বাচন করবেন, খুব শীঘ্রই তিনি কাতারে পৌঁছাবেন এবং ফাইনালের দিন ট্রফি উন্মোচন করবেন। আর্জেন্টিনা ও ফ্রান্স ফাইনালে মুখোমুখি হতে চলেছে, গতবছরের চ্যাম্পিয়ন ফ্রান্স ও ২০১৪ সালের ফাইনালিস্ট আর্জেন্টিনা খেলতে চলেছে এই বিশ্বকাপের ফাইনাল। এর আগে আর্জেন্টিনা ও ফ্রান্স উভর দল দুবার জিতেছে ফুটবল বিশ্বকাপ, কে জিততে চলেছে এবারের ফুটবল তা নিয়ে উন্মাদনা তুঙ্গে।