প্রতি বছর আইপিএল (IPL 2025) থেকে অসংখ্য ক্রিকেটার জাতীয় দলে উঠে আসার দৌড়ে এগিয়ে থাকেন। সাম্প্রতিক সময় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে জনপ্রিয়তা লাভ করেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। তারপর ভারতীয় দলে সুযোগ পেয়েও নিজের ব্যাটিং পারফর্মেন্সের মাধ্যমে ভক্তদের মন জয় করেছেন তিনি। আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় (India vs Australia Series) দলেও এই তারকা ব্যাটসম্যান জায়গা পেয়েছেন। তবে এর মধ্যেই আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখে পড়লেন নাইট ব্যাটসম্যান। তার কাছ থেকে চাওয়া হল কোটি কোটি টাকা।
Read More: চাহালের সঙ্গে বিচ্ছেদের পর আবারও বিয়ের পিঁড়িতে ধনশ্রী, এই জনপ্রিয় তারকার সঙ্গে বাঁধছেন গাঁটছড়া !!
হুমকির মুখে রিঙ্কু সিং-

বলিউড এবং ভারতীয় ক্রিকেটে অর্থের প্রাচুর্য থাকায় অন্ধকার জগত মাঝেমধ্যেই প্রভাব ফেলার চেষ্টা করে। এবার আন্ডারওয়ার্ল্ড থেকে এল রিঙ্কু সিং’এর কাছে হুমকি। মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের সূত্র অনুযায়ী দুউদ ইব্রাহিমের কুখ্যাত গ্যাং ডি-কোম্পানি এই কর্মকাণ্ডের পিছনে রয়েছে। তারা ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এই তারকা ব্যাটসম্যানের প্রমোশনাল দলের কাছে মুক্তিপণ হিসেবে ৫ কোটি টাকা দাবি করেছিল।
এই ঘটনার সাথে যুক্ত ইতিমধ্যেই দুজন সন্দেহভাজনকে ওয়েস্ট ইন্ডিজ থেকে গ্রেফতার করা হয়েছে। মহম্মদ দিলশাদ এবং মহম্মদ নাভিদ নামে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও তারা মুক্তিপণ দাবির জন্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। সূত্র অনুযায়ী একজন জেরার মুখে স্বীকার করেছেন যে রিঙ্কুর (Rinku Singh) কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল। তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও একাধিক তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
একাদশে সুযোগ পাচ্ছেন না রিঙ্কু-

একাধিক চোট সমস্যার মধ্যে দিয়ে আবারও মাঠে নেমে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন রিঙ্কু সিং। সম্প্রতি উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে (UP T20 League 2025) তিনি বিধ্বংসী ফর্মে ছিলেন। এরপর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলে জায়গা পান এই তারকা। তবে জাতীয় দলের হয়ে টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ম্যাচ জয়ী চার রান তার ব্যাট থেকেই এসেছিল। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে জায়গা করে নিয়েছেন রিঙ্কু।
কিন্তু এই সফরেও একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম। শুভমান গিল (Shubman Gill) টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে এসে ব্যাটিং অর্ডারে জায়গা করে নিয়েছেন। ফিনিশার হিসেবে শিবম দুবে (Shivam Dube) এবং সঞ্জু স্যামসনের (Sanju Samson) মতো তারকাদের তৈরি করা হচ্ছে। তবে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত রিঙ্কু। এখনও পর্যন্ত তিনি দেশের হয়ে ৩৪ টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৫০ রান সংগ্রহ করেছেন। আইপিএলের ৫৯ ম্যাচে তুলে নিয়েছেন ১০৯৯ রান। মাঝেমধ্যেই বল হাতেও দলের হয়ে এই তারকা প্রভাব ফেলার চেষ্টা করেন।