বর্তমানে ভারতীয় পুরুষ দল রয়েছে ওয়েস্ট ইন্ডিজে। টেস্ট ও একদিনের সিরিজের পর টি-২০ সিরিজে ক্যারিবিয়ানদের মোকাবিলা করছে ‘মেন ইন ব্লু।’ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে বেশ বেকায়দায় পড়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। ২০১১ সালের পর প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনো দ্বিপাক্ষিক সিরিজে টানা দুই ম্যাচ হারতে হয়েছে দলকে। দিনকয়েক আগেই একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারে নি উইন্ডিজ, এমনকি গত বছরের টি-২০ বিশ্বকাপেও সুপার টুয়েলভ পর্বে ছিলেন না জেসন হোল্ডার (Jason Holder), নিকোলাস পুরানরা (Nicholas Pooran)। খাতায়কলমে অনেকটা পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে হারের ফলে কটাক্ষের শিকার হতে হয়েছিলো ভারতকে। তবে সিরিজের তৃতীয় ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে লড়াইতে ফিরেছে টিম ইন্ডিয়া (Team India)।
ভারতের পুরুষ দল যখন লড়ছে সম্মান পুনরুদ্ধারের জন্য, তখন নারী দলকে ঘিরেও রয়েছে বিতর্কের আপহ। নেপথ্যে বাংলাদেশ সিরিজ। নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দলকে টি-২০ সিরিজে পরাজিত করে এশীয় ক্রিকেটের হেভিওয়েট ‘উইমেন ইন ব্লু।’ কিন্তু গোল বাঁধে একদিনের সিরিজে। প্রথম দুই ম্যাচের একটি জেতে ভারত, একটি জেতে বাংলাদেশ। নির্ণায়ক ম্যাচটি টাই হওয়ায় সিরিজ ভাগাভাগি করতে হয় দুই দলকে। আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়ে মেজাজ হারাতে দেখা যায় ভারতের অধিনায়িকা হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। তাঁর আচরণ, কিছু মন্তব্য খেলোয়াড়সুলভ নয় বলে মনে করেছেন অধিকাংশ ক্রিকেট দর্শক। আইসিসি’র শাস্তিও পেয়েছেন হরমনপ্রীত। ‘উইমেন ইন ব্লু’ দলনেত্রীকে নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝেই নতুন কোচ পেতে চলেছেন স্মৃতি, শেফালীরা। অমল মুজুমদার (Amol Muzumdar) বসতে পারেন হটসিটে।
Read More: Asia Cup 2023: এশিয়া কাপ জিততে দুর্দান্ত প্ল্যান পাকিস্তান বোর্ডের, প্র্যাক্টিসের জন্য পাঠালো যুদ্ধের ময়দানে !!
অমল মুজুমদার হতে পারে ভারতের কোচ-
২০২২ সালের ডিসেম্বরে রমেশ পাওয়ার (Romesh Pawar) দায়িত্ব ছাড়ার পর স্থায়ী কোনো কোচকে নিয়োগ করা সম্ভব হয় নি বিসিসিআই-এর পক্ষে। বেশ কয়েকমাস কোনো স্থায়ী কোচ ছাড়াই মাঠে নামতে হয়েছে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), জেমিমা রড্রিগসদের। অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হৃষীকেশ কানিতকর (Hrishikesh Kanitkar)। অবশেষে বদলাচ্ছে ছবিটা। শোনা যাচ্ছে পূর্ণ সময়ের জন্য দায়িত্ব নিতে চলেছেন অমল মুজুমদার (Amol Muzumdar)। আগামী ২০২৫-এ রয়েছে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে দল’কে ঘষেমেজে নেওয়ার অনেকটা সময় পাচ্ছেন মুজুমদার। কোচিং-এর দুনিয়া নতুন নয় মুজুমদারের কাছে। এর আগে তিনি মুম্বই রঞ্জি দলের প্রশিক্ষক ছিলেন। এছাড়াও রাজস্থান রয়্যালস এমনকি দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সাথে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
গত জুলাই মাসের গোড়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সামনে সাক্ষাৎকার দেন অমল মুজুমদার (Amol Muzumdar)। যতীন পরাঞ্জাপে, অশোক মালহোত্র এবং সুলক্ষণা নায়েকের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি শর্ট-লিস্ট করেছে তাঁর নাম। সংবাদসংস্থা পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ বিসিসিআই কর্তা জানিয়েছেন, “অমল যে প্রেজেন্টেশন দিয়েছে তা বেশ মনে ধরেছে সিএসি’র। তিনি আমাদের নারী দলকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে যান সে ব্যাপারে এক পরিষ্কার ভাবনা উপস্থাপন করেছেন। বাকিদের প্রেজেন্টেশনগুলিও ভালো ছিলো। কিন্তু অমলেরটা অন্যদের থেকে অনেকটাই এগিয়ে ছিলো। সম্ভবত ওকেই বেছে নেওয়া হবে।” মুজুমদার ছাড়াও ডারহ্যামের প্রাক্তন কোচ জন ল্যুইস এবং ভারতীয় মহিলা দলের প্রাক্তন কোচ তুষার আরঠে’র সাক্ষাৎকার নেয় সিএসি।
আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় নি অমলের-
ক্রিকেট দুনিয়ার সাথে যুক্ত অনেকেই বলেন যোগ্য হয়েও যে সকল ক্রিকেটার কখনও টিম ইন্ডিয়ার (Team India) জার্সি গায়ে চাপাতে পারেন নি, তাঁদের মধ্যে উপরের সারিতেই থাকবে অমল মুজুমদারের নাম। ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করলেও শচীন-দ্রাবিড়-সৌরভ-লক্ষ্মণ সমৃদ্ধ ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডারের দরজা কখনোই উন্মুক্ত হয় নি তাঁর সামনে। মুম্বই ও অসমের হয়ে মোট ১৭১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। প্রায় ৪৯ গড়ে রান করেছেন ১১১৬৭। দুই দশকের ক্রিকেট কেরিয়ারে প্রথম শ্রেণির খেলায় তাঁর শতকের সংখ্যা ৩০, অর্ধশতক ৬০। সর্বোচ্চ রান ২৬০। লিস্ট-এ ক্রিকেটে ১১৩ ম্যাচে রান করেছেন ৩২৮৬। ব্যাটিং গড় ৩৮.২। রয়েছে ৩টি শতক এবং ২৬টি অর্ধশতরান। খেলোয়াড় হিসেবে না পারলেও মহিলা দলের কোচ হিসেবে টিম ইন্ডিয়ার (Team India) অংশ হবেন অমল।