২০২৫ আইপিএলের (IPL 2025) মঞ্চ এখন জমজমাট হয়ে উঠেছে। প্রতিটি ম্যাচে ক্রিকেটারদের দক্ষতা সমর্থকদের মন জয় করে নিচ্ছে। লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) চলতি আইপিএলে ঋষভ পান্থের নেতৃত্বে দুরন্ত ফর্মে আছে। ইতিমধ্যেই ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। আজ লখনউ ঘরের মাঠে একানা ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে মাঠে নামছে। এর মধ্যেই এই দলের প্রাক্তন তারকা ক্রিকেটার বিতর্কে জড়িয়ে পড়লেন। তার কান্ডকারখানা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনার মুখে পড়েছে।
Read More: IPL 2025: আইপিএলে আবারও ম্যাচ ফিক্সিং, ইচ্ছে করেই ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস, ফাঁদে আটকে গেল এই দুই খেলোয়াড়
বিতর্কে জড়ালেন অমিত মিশ্র-

ভারতীয় দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে অংশগ্রহণ করেছেন অমিত মিশ্র (Amit Mishra)। তিনি আইপিএলেও হয়ে উঠেছিলেন তারকা স্পিনার। তবে এবার এই অভিজ্ঞ স্পিনার বধূ নির্যাতন মামলায় জড়িয়ে পড়লেন। সম্প্রতি এই ক্রিকেটারের বিরুদ্ধে তার স্ত্রী গরিমা মিশ্র পারিবারিক অত্যাচারের অভিযোগ এনেছেন। তিনি সম্প্রতি পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে অভিযোগ করেন যে অমিত মিশ্র (Amit Mishra) একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে রয়েছেন। এমনকি যৌতুকের জন্য শশুরবাড়ির লোক তার ওপর অত্যাচার করেছেন বলে জানান গরিমা। তবে এই সমস্ত অভিযোগ অমিত মিশ্র (Amit Mishra) অস্বীকার করে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
সফল স্পিনার অমিত মিশ্র-

অমিত মিশ্র (Amit Mishra) জাতীয় দলের হয়ে ২২ টি টেস্ট ম্যাচে ৭৬ টি উইকেট সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ৩৬ টি ওডিআই ম্যাচে অংশগ্রহণ করেছেন ৬৪ টি উইকেট। এছাড়াও ভারতের জার্সিতে ১০ টি টি-টোয়েন্টি ম্যাচে ১৬ টি উইকেট নিজের দখলে করেছেন তিনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালস (DC), সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের (LSG) মতো ফ্রাঞ্চাইজি দলের সাথে যুক্ত ছিলেন। গত বছর পর্যন্ত এই তারকা স্পিনার লখনউয়ের অংশ ছিলেন। উল্লেখ্য আইপিএলে এখনও পর্যন্ত অমিত মিশ্র (Amit Mishra) ১৬২ টি ম্যাচে ১৭৪ টি উইকেট সংগ্রহ করেছেন।
প্লে অফের দৌড়ে লড়াই চালাচ্ছে লখনউ-

ঋষভ পান্থের নেতৃত্বে লখনউ সুপার জায়ান্টস (LSG) এই বছর আইপিএলে প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে ১ উইকেটে হারের সম্মুখীন হয়েছিল। তবে বর্তমানে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে প্লে অফের দৌড়ে লড়াই চালাচ্ছে লখনউ। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে ২ রানে জয় ছিনিয়ে নিয়েছে তারা। ম্যাচে এইডেন মার্করাম (Eiden Markram) এবং আয়ুশ বাদোনির (Ayush Badoni) দুরন্ত অর্ধশতরান করেছিলেন। আজ একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে লড়াই চালাবে।