মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2025)। এশিয়া কাপের জন্য ভারতীয় দল খুব শীঘ্রই UAE’তে পারি দিতে চলেছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে এবার ভারতীয় দল এশিয়া কাপে নামতে চলেছে। এশিয়া কাপে নামার আগে ভারতীয় দলের এক তারকা ক্রিকেটার অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপশি সমস্ত ফরম্যাটের থেকে অবসরের ঘোষণা করেছেন তিনি। বছরের শুরুতেই রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ahswin), বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মারাও (Rohit Sharma) অবসর নিয়েছেন টেস্ট ফরম্যাট থেকে। এবার অবসরের ঘোষণা দিয়েছেন অমিত মিশ্র (Amit Mishra)।
অবসর নিলেন তারকা স্পিনার

কিছু দিন আগেই রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, আর এবার একই পথে হাঁটলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র। ৪২ বছর বয়সী মিশ্র সমাজ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেট ক্যারিয়ারের অবসানের কথা উল্লেখ করলেন। অমিতের জীবনে ক্রিকেট ছিল তাঁর প্রথম প্রেম এবং ক্রিকেটকে ঘিরেই তাঁর জীবনের সুখ দুঃখ। ভারতের হয়ে ২০১৭ সালের পর আর তাকে দলে না দেখা গেলেও আইপিএলে তিনি ছিলেন নিয়মিত দলের সদস্য। ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই খেলেছেন অমিত মিশ্র। দেশের জার্সিতে ২২টি টেস্টে, ৩৬টি ওডিআই এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
Read More: “নিহতদের পরিবারের প্রতি…” সমব্যথী বিরাট, পদপিষ্ট হওয়ার ঘটনা প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন RCB কিংবদন্তি !!
সমাজ মাধ্যমে অমিত লিখেছেন, “ক্রিকেটই ছিল আমার জীবনের প্রথম প্রেম, জীবনের প্রথম শিক্ষক এবং এটাই আমার আনন্দের সবচেয়ে বড় উৎস। ২৫ বছরের এই যাত্রার এবার অবসান। আমি গর্বিত। ক্রিকেটকে ঘিরেই আমার শিক্ষা, সংগ্রাম ও অসংখ্য ভালোবাসা। আমি ভারতীয় ক্রিকেট বোর্ড, হরিয়ানা ক্রিকেট সংস্থা, আমার সতীর্থ, কোচ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। তাছাড়া ভক্তদের সমর্থনই আমাকে সব সময় এগিয়ে যেতে সাহায্য করেছে।” ভারতের হয়ে মিশ্র টেস্টে নিয়েছেন ৭৬টি উইকেট, ওডিআই ফরম্যাটে নিয়েছেন ৬৪টি উইকেট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়েছেন ১৬টি উইকেট। আইপিএলের মঞ্চে তাঁর নামে রয়েছে ১৭৪টি উইকেট। এমনকি তিনবার হ্যাটট্রিকও করেছিলেন তিনি। ক্রিকেটের পাশাপশি তাকে ধারাভাষ্য দিতে দেখতে পাওয়া যায়, আসন্ন দিনে কোচের ভূমিকায় দেখা যেতে পারে তাকে।