ভারতে ক্রিকেট খেলার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সাম্প্রতিক সময় অসংখ্য তরুণ ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন। ছোটবেলা থেকেই তারা নিজেদের সম্পূর্ণরূপে প্রস্তুত করেন। ঘরোয়া ক্রিকেটের পর আইপিএলের (IPL 2025) মঞ্চ থেকে অসংখ্য তরুণ ক্রিকেটার জনপ্রিয়তা লাভ করেছেন। এই বছর আইপিএলে আমরা ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) মতো তরুণ ক্রিকেটারকে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখেছিলাম। এরপর তিনি ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়েও দুরন্ত ফর্মে রয়েছেন। এবার বৈভবকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন আম্বতী রাইডু (Ambati Rayudu)।
Read More: “স্বাভাবিকভাবেই ও হতাশ..”, এশিয়া কাপে জায়গা না পাওয়ার ক্ষোভ প্রকাশ করলেন শ্রেয়স আইয়ারের বাবা !!
পরিচয় তৈরি করেছেন বৈভব-

এই বছর আইপিএলের (IPL 2025) মেগা নিলামে ১.১ কোটি টাকার বিনিময়ে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস (RR)। এরপর মাত্র ১৪ বছর বয়সে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসাবে এই বাঁ-হাতি ব্যাটসম্যান এই টুর্নামেন্টে অভিষেক করে রেকর্ড গড়েছিলেন। তিনি এখানেই থেমে থাকেননি গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলে আলোচনায় উঠে আসেন। এই ম্যাচে বৈভব ৩৫ বলে মাত্র ১০১ রান সংগ্রহ করেছিলেন। তার ব্যাট থেকে এসেছিল ১১ টি ছয় এবং ৭ টি চার।
তিনি আইপিএলের (IPL 2025) ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শতরান গড়ে নতুন ইতিহাস রচনা করেন। এই বছর আইপিএলে ৭ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২৫২ রান। সম্প্রতি ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে ছিলেন এই বিস্ময় বালক। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ৫২ বলে ১৪৩ রান সংগ্রহ করেছিলেন এই তরুণ তারকা। ফলে বর্তমানে ক্রিকেট মহলে তিনি চর্চা রয়েছেন।
বৈভবের প্রসঙ্গে রাইডু-

এই তরুণ প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে আশাবাদী আম্বতী রাইডুও (Ambati Rayudu)। সম্প্রতি তিনি ইউটিউবে শুভঙ্কর মিশ্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “বৈভবের (Vaibhav Suryavanshi) নিজস্ব একটি ব্যাটিং ভঙ্গিমা রয়েছে। কোচেদের বেশি জ্ঞান দিতে হবে না। সে কীভাবে নিজের প্রতিভাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেটা দেখা উচিত।” রাইডু মনে করছেন বৈভবের ব্রায়ান লারার (Brian Lara) ব্যাটিংয়ের সঙ্গে মিল রয়েছে। এই কিংবদন্তি ক্রিকেটারের কাছে তার পরামর্শ নেওয়া উচিত বলে তিনি জানান।
আম্বতী রাইডু এই বিষয়ে বলেন, “বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাটের গতি খুবই ভালো। আমি আশা করি তার এই ব্যাটিং স্টাইল কেউ পরিবর্তন করার চেষ্টা করবেন না। অবশ্যই বৈভবের ব্রায়ান লারার (Brian Lara) সঙ্গে কথা বলা উচিত। তার ব্যাটিং লিফটও একই রকম ছিল। সে ডিফেন্স করার সময় ব্যাটের গতি কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং নরম হাতে কীভাবে খেলতে হয় তা শিখতে পারে। যদি লারার কাছ থেকে এইগুলো শিখতে পারে তাহলে বৈভব অনেক কিছু অর্জন করবে।”