ambati-rayudu-decided-to-quit-politics

২০২৩-এর আইপিএল ফাইনালের পর ক্রিকেট থেকে পুরোদস্তুর সরে দাঁড়িয়েছিলেন অম্বাতি রায়ুডু (Ambati Rayudu)। চেন্নাই সুপার কিংসের হয়ে ট্রফি জিতেই বুটজোড়া তুলে রাখার কথা ভেবেছিলেন তিনি। পরে চেন্নাই সুপার কিংসের মালিকানাধীন টেক্সাস সুপার কিংসের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেটে (MLC) অংশ নেওয়ার কথা থাকলেও সরে দাঁড়ান তিনি। এরপর থেকে অবসর জীবনই কাটাচ্ছিলেন তিনি। আচমকাই গত ডিসেম্বরের শেষদিকে দ্বিতীয় ইনিংস শুরু করার কথা ঘোষণা করেন তিনি। না! আলমারি থেকে ব্যাট-প্যাডগুলিকে ফের ঝেড়েঝুরে বাইরে বের করে আনেন নি তিনি। বরং রাজনীতিতে পা রাখার কথা ঘোষণা করেছিলেন। অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআরসি’তে যোগদানের কথা ঘোষণা করেছিলেন রায়ুডু (Ambati Rayudu)।

Read More: AUS vs PAK: সিডনিতে কেরিয়ারে ইতি টানলেন ডেভিড ওয়ার্নার, বিদায়বেলায় ভক্তের জন্য বিশেষ উপহার অজি কিংবদন্তির !!

কীর্তি আজাদ, চেতন চৌহান, নভজ্যোৎ সিং সিধু থেকে হালের গৌতম গম্ভীর (Gautam Gambhir), মনোজ তিওয়ারি (Manoj Tiwary) বা অশোক দিন্দা-ক্রিকেটের আঙিনা থেকে রাজনীতির ময়দানে পা রাখার নিদর্শন দেশে কম নেই। ক্রিকেট তারকাদের অনেকেই লোকসভা বা বিধানসভার সাংসদ বা বিধায়ক পদেও যোগ দিয়েছেন। উদাহরণস্বরূপ বর্তমানে উত্তর দিল্লী লোকসভা কেন্দ্রের সাংসদ গৌতম গম্ভীর বা পশ্চিমবঙ্গের ময়না বিধানসভা কেন্দ্রে অশোক দিন্দার (Ashok Dinda) কথা বলা যায়। কিন্তু রাজনীতিতে গম্ভীর, দিন্দাদের মত লম্বা ইনিংস খেলা আর হলো না রায়ুডু’র (Ambati Rayudu)। দশ দিন কাটার আগেই তিনি ইতি টানলেন রাজনৈতিক কেরিয়ারে। ক্যালেন্ডারের হিসেবে ৯ দিনের মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওয়াইএসআরসি পার্টি (YSRCP) থেকে সরে আসার কথা ঘোষণা করেন তিনি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী জগনমোহন রেড্ডি, উপ-মুখ্যমন্ত্রী নারায়ণ স্বামীদের মত হেভিওয়েটদের উপস্থিতিতে ওয়াইএসআরসি দলের পতাকা হাতে তুলে ছিলেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। কিন্তু আজ সকালে এক ট্যুইটবার্তায় রায়ূডু লেখেন, “আমি সকলকে জানাতে চাই যে আমি ওয়াইএসআরসি দল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। রাজনীতি থেকে কিছুদিন দূরেই থাকতে চাই। সঠিক সময়ে ভবিষ্যৎ সিদ্ধান্তের ব্যাপারে জানানো হবে। ধন্যবাদ।” আপাতত সরে এলেও পরবর্তীতে ফের রাজনীতিবিদের জুতোয় পা গলানোর সম্ভাবনা নিজের ট্যুইটবার্তায় জিইয়ে রেখেছেন রায়ুডু (Ambati Rayudu)। ওয়াইএসআরসি’র (YSRCP) হয়েই তাঁর প্রত্যাবর্তন হয়, নাকি তিনি নাম লেখান অন্য কোনো দলে, তা নিয়ে থাকছে প্রশ্ন। ২০২৪ সালে দেশে লোকসভা ভোট, একই সাথে মে মাসে রয়েছে অন্ধ্রে বিধানসভা নির্বাচন’ও। কোন খাতে বয় রায়ুডুর রাজনৈতিক কেরিয়ার, সেদিকে নজর থাকবে অনেকেরই।

দেখে নিন রায়ুডুর ট্যুইটবার্তাটি-

Also Read: “থ্রোতে বিশেষ জোর নেই…” কুড়ি-বিশের বিশ্বকাপে রোহিত-বিরাটের খেলা প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবী সুনীল গাওস্করের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *