ধারাবাহিকভাবে শতরানের তান্ডব, তরুণ বিরাট কোহলিকে দেখে বিস্ময় প্রকাশ ক্রিকেট মহলে !! 1

ভারতের মাটিতে তরুণ ক্রিকেটারদের প্রতিভার প্রাচুর্য দেশকে আত্মবিশ্বাস দিচ্ছে। গত বছর আইপিএলে ১৪ বছর বয়সে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) দুরন্ত শতরান করে চমক দিয়েছিলেন। এরপর ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা। একের পর এক দুরন্ত ইনিংস উপহার দিচ্ছেন তিনি। এর মধ্যেই এবার আর‌ও এক বিস্ময়-বালক আলোচনায় উঠে এলেন। বিজয় মার্চেন্ট ট্রফিতে এই তরুণ ব্যাটসম্যানকে দেখে রীতিমতো অবাক হচ্ছেন বিশেষজ্ঞরাও। আগামীর বিরাট কোহলি (Virat Kohli) খুঁজে পেলেন ক্রিকেট ভক্তরা।

Read More: ‘কলকাতায় ঢুকতেই দেব না…’, শাহরুখ খানকে হুঁশিয়ারি দিলেন BJP নেতা, করলেন বিতর্কিত মন্তব্য !!

নতুন বিরাটের উত্থান-

ধারাবাহিকভাবে শতরানের তান্ডব, তরুণ বিরাট কোহলিকে দেখে বিস্ময় প্রকাশ ক্রিকেট মহলে !! 2
Aman Yadav | Image: Twitter

অনূর্ধ্ব ১৬ লাল বলের ক্রিকেট টুর্নামেন্ট বিজয় মার্চেন্ট ট্রফিতে (Vijay Merchant Trophy) বর্তমানে ৩০ টি দল অংশগ্রহণ করছে‌। এই টুর্নামেন্টে অসমের হয়ে নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন আমন যাদব (Aman Yadav)। তার প্রসংশনীয় ব্যাটিং’এর ধারাবাহিকতা বর্তমানে দৃষ্টান্ত তৈরি করেছে।‌ এই তরুণ তারকা একের পর এক ম্যাচে শতরানের বন্যা বইয়ে দিচ্ছেন। ৬ টি ম্যাচে ইতিমধ্যেই ৫ টি শতরান হাঁকিয়ে রীতিমতো হ‌ইচ‌ই ফেলে দিয়েছেন তিনি।

অধিনায়কের দায়িত্ব সামলে এই ধরনের ইনিংসে খেলা সত্যিই নজিরবিহীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত ৮ ইনিংসে ৭৪৯ রান এসেছে তার ব্যাট থেকে। এটাই এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান। আমনের ব্যাটিং গড়‌ ১২৪.৮৩। তার ব্যাট থেকে সর্বোচ্চ ১৭৩ রানের ইনিংস এসেছে। এর সঙ্গেই ৯২ টি চার এবং ৬ টি ছক্কা হাঁকিয়েছেন।

শক্তিশালী দলের উঠেছেন জ্বলে-

ধারাবাহিকভাবে শতরানের তান্ডব, তরুণ বিরাট কোহলিকে দেখে বিস্ময় প্রকাশ ক্রিকেট মহলে !! 3
Aman Yadav | Image: Twitter

আমন যাদব (Aman Yadav) এখনও পর্যন্ত যে কটি দুরন্ত ইনিংস খেলেছেন তা শক্তিশালী দলগুলির বিপক্ষে এসেছে। তার ব্যাটিং দক্ষতা বিপক্ষদের রীতিমতো চাপের মুখে ফেলে দেয়। বাংলার বিরুদ্ধে দুরন্ত শতরান করেন। এরপর ঝাড়খণ্ডের বিপক্ষে ১১৪ রান করে জ্বলে উঠেছিলেন। কেরলের বিরুদ্ধে ১৭৩ রানের বিধ্বংসী খেলে নিজের জাত চেনান। মুম্বাইয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষেও তার দাপট বজায় ছিল।

এই দলের বিপক্ষে অপরাজিত ১৬৬ রানের ইনিংস খেলেন তরুণ তারকা। এখনও পর্যন্ত এই ক্রিকেটারের নেতৃত্বে আসাম টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। গুরুত্বপূর্ণ সময় অধিনায়ক হিসেবে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাও বর্তমানে আলোচনায় রয়েছে। আসামের তারকা ব্যাটসম্যান রিয়ান পরাগ‌ও (Riyan Parag) প্রশংসা করেছেন। ‘ভারতীয় দলের ভবিষ্যৎ’ বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন তিনি।

Read Also: ৬,৬,৬,৬,৬,৬… দক্ষিণ আফ্রিকায় ব্যাট হাতে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী, বানালেন ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *