গত বুধবার বার্বাডোজের কেনসিংটন ওভালে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ম্যাচের ফলাফলকে ছাপিয়ে লাইমলাইট কেড়ে নেন আলঝারি জোসেফ (Alzharri Joseph)। এক্সপ্রেস পেসারের আচরণ চমকে দিয়েছিলো ক্রিকেট দুনিয়াকে। প্রতিপক্ষের সাথে বাদানুবাদ মাঝেমধ্যে দেখা যায় ক্রিকেটের বাইশ গজে। কিন্তু খোদ নিজের দলের অধিনায়কের সাথে মাঠের মধ্যেই বিতণ্ডায় জড়াই বড় একটা দেখা যায় না ক্রিকেটারদের। সেই বিরল নজিরই বুধবার স্থাপন করেছিলেন আলঝারি (Alzharri Joseph)। ফিল্ডিং পজিশন পছন্দ না হওয়ায় অধিনায়ক শে হোপের (Shai Hope) দিকে হাত নেড়ে অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছিলো তাঁকে। এরপর রেগেমেগে মাঠ’ও ত্যাগ করেন তিনি। আলঝারির আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট সংস্থা। ফাস্ট বোলারকে কড়া শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
Read More: “ভারতের সাত খুন মাফ…” ঈশান কিষণের দিকে আঙুল তুলে বিসিসিআই’কে দুষলেন ওয়ার্নারের স্ত্রী !!
হিতাহিত জ্ঞান হারালেন আলঝারি-
ঘটনার সূত্রপাত ম্যাচের চতুর্থ ওভারে। আলঝারি জোসেফের (Alzharri Joseph) হাতে বল তুলে দিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক শে হোপ (Shai Hope)। কিন্তু অধিনায়কের ফিল্ডিং সাজানোতে খুশি হন নি ডান হাতি পেসার। ওভার শুরু করার আগেই দুই স্লিপের দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা গিয়েছিলো তাঁকে । অসন্তোষ ব্যক্ত করার পরেও আলঝারিকে তাঁর পছন্দের ফিল্ডিং দেন নি হোপ। সেই অবস্থাতেই বোলিং শুরু করে তিনি। ওভারের চতুর্থ ডেলিভারিতে জর্ডান কক্স’কে (Jordan Cox) আউট করেও কোনো রকম উচ্ছ্বাস দেখান নি। দলের বাকিরা যখন হাডল করছেন সেই সময় অধিনায়কের দিকে উত্তেজিত ভঙ্গিতে কিছু বলতে শোনা যায় তাঁকে। বাকি দুই ডেলিভারি সম্পূর্ণ করার পর কারও সাথে কোনও কথা না বলেই মাঠ ছাড়েন তিনি। সটান চলে যান সাজঘরে।
ঘটনার আকস্মিকতায় বিকল্প ফিল্ডার নামাতেও হয়ত ভুলে গিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ দল। পরবর্তী ওভারে প্রথামাফিক ১১ জন নয়, বরং ১০ জন ফিল্ডার ছিলেন মাঠে। এরপর পরিবর্ত হিসেবে মাঠে নামতে উদ্যত হন হেডেন ওয়ালশ জুনিয়র (Hayden Walsh Jr)। কিন্তু তাঁকে নিরস্ত করে ফের মাঠে ফেরেন আলঝারিই (Alzharri Joseph)। নিজের ১০ ওভারের বোলিং কোটা’ও সম্পূর্ণ করেন তিনি। ক্যারিবিয়ান পেসারের এহেন আচরণ’কে অখেলোয়াড়োচিত বলে ব্যাখ্যা করেছিলেন প্রাক্তন ইংল্যান্ড ব্যাটার মার্ক বুচার (Mark Butcher)। তিনি ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মাঠে। স্পষ্টই জানান, “একজন অধিনায়ক অথবা একজন খেলোয়াড় হিসেবে মতপার্থক্য হতেই পারে। কিন্তু সেটা বন্ধ দরজার ওপারে মিটিয়ে নিতে হয়, অথবা নিজের কাজ করে যেতে হয়। ক্যাপ্টেন যদি ফিল্ডিং সাজিয়ে আপনাকে বোলিং করতে বলেন, তাহলে সেটাই করা উচিৎ।”
মেজাজ হারালেন আলঝারি, দেখুন ভিডিও-
🚨 10 FIELDERS ON THE FIELD. 🚨
– Alzarri Joseph was angry with the field settings, bowls an over, takes a wicket and leaves the field for an over due to which WI were with just 10 fielders. 🤯 pic.twitter.com/ZN44XxG8Uk
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 7, 2024
শাস্তি পেলেন আলঝারি জোসেফ-
ম্যাচের পর একটি বিজ্ঞপ্তি জারি আলঝারি জোসেফ (Alzharri Joseph) জানিয়েছিলেন যে তিনি অধিনায়ক শে হোপ ও তাঁর সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু শাস্তি এড়াতে পারলেন না তিনি। তাঁকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হবে বলে ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সংস্থা (CWI)। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডায়রেক্টর মাইলস বাসকোম্ব (Miles Buscombe) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আলঝারির আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আচরণবিধির সাথে সামঞ্জস্য রাখে নি। এহেন আচার-আচরণ’কে মার্জনা করা যায় না। পরিস্থিতির গুরুত্ব যাতে সংশ্লিষ্ট খেলোয়াড় বুঝতে পারেন তা নিশ্চিত করার জন্যই আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।” চলতি মাসেই বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। লাল বলের দুই ম্যাচেই দলের এক নম্বর পেস অস্ত্রকে পাবে না ক্যারিবিয়ানরা। মাঠে ফিরতে পারেন ওডিআই সিরিজে।